WBP SI-Constable Practice Set in Bengali – 1
WBP SI-Constable Practice Set in Bengali – 1 : 75 MCQ Questions .
1. ভারত কোন সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়ী হয়েছিল?
– ১৯৮৩
– ১৯৭৬
– ১৯৮৪
– ১৯৯৩
2. খাজা ময়নুদ্দীন চিস্তির দরগা কোন শহরে অবাস্থিত?
– আগ্রা
– দিল্লি
– হায়দ্রাবাদ
– আজমের
3. রানা প্রতাপ কোন রাজ্যের শাসক ছিলেন?
– আলওয়ার
– দিওয়ার
– পারমার
– মেবার
4. কোন তারিখে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়?
– ৩০ ফেব্রুয়ারি
– ৩০ মার্চ
– ৩০ জানুয়ারি
– ৩০ ডিসেম্বর
5. নিম্ন লিখিত ক্রিকেটার দের মধ্যে কে রনজি ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেননি?
– অরুণ লাল
– অশোক মালহোত্রা
– সুনীল ছেত্রি
– অমল মজুমদার
দেখে নাও : 100 MCQ – Life Science GK in Bengali
6. কোন শহরে মীনাক্ষী মন্দির অবস্থিত?
– রামেশ্বরম
– দিন্ডিগুল
– মাদুরাই
– কেয়েম্বাটুর
7. ভারতীয় সংবিধান কবে বলবৎ হয়?
– 1949, 26 জানুয়ারি
– 1949, 26 নভেম্বর
– 1950, 26 জানুয়ারি
– 1959, 26 নভেম্বর
8. লোকসভা ও বিধানসভা যিনি পরিচালনাকারী কে কি বলা হয়?
– রাষ্ট্রপতি
– অধ্যক্ষ
– অ্যান্টনি জেনারেল
– স্পিকার
9. কলকাতার বেটন কাপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
– ফুটবল
– ক্রিকেট
– ব্যাডমিন্টন
– হকি
10. ভারতে কোন রাজ্যের রাজধানীর নাম পানাজি?
– হরিয়ানা
– গোয়া
– কেরল
– মনিপুর
এখানে 46 নম্বর প্রশ্নের উত্তর ভুল আছে৷ ওটা হবে First Information Report.
ধন্যবাদ । আমরা উত্তরটি ঠিক করে দিয়েছি ।