ক্রিকেট বিশ্বকাপ 2023 - তথ্য ও প্রশ্নোত্তর

ক্রিকেট বিশ্বকাপ 2023 – তথ্য ও প্রশ্নোত্তর – Cricket World Cup 2023 GK in Bengali

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট বিশ্বকাপ 2023। ICC আয়োজিত পুরুষদের একদিবসীয় এই ক্রিকেট বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। দেখে নেওয়া যাক এবারের এই ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কিত বিভিন্ন তথ্য ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

একনজরে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ক্রিকেট বিশ্বকাপ১৩তম
আয়োজক সংস্থাICC
আয়োজক দেশভারত
মোট দল সংখ্যা১০টি
মোট ম্যাচ সংখ্যা৪৮টি
চ্যাম্পিয়নঅস্ট্রেলিয়া
রানার্স আপভারত
ফাইনাল ম্যাচের স্টেডিয়ামনরেন্দ্র মোদী স্টেডিয়াম
সর্বাধিক রানবিরাট কোহলি – ৭৬৫ রান
সর্বাধিক উইকেট সংগ্রহকারীমহম্মদ সামি – ২৪টি
ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচট্রাভিস হেড (অস্ট্রেলিয়া )
ম্যান অফ দ্য টুর্নামেন্টবিরাট কোহলি

ক্রিকেট বিশ্বকাপ 2023 প্রশ্ন উত্তর

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ কত তম ক্রিকেট বিশ্বকাপ?
উত্তরঃ ১৩তম।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে আয়োজন করেছিল ?
উত্তরঃ ভারত।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ কবে শুরু হয় ?
উত্তরঃ ৫ই অক্টোবর ২০২৩।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ কবে শেষ হয় ?
উত্তরঃ ১৯শে নভেম্বর ২০২৩।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ মোট কয়টি দল অংশগ্রহণ করেছিল ?
উত্তরঃ ১০টি।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছিল ?
উত্তরঃ ৪৮টি।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে উঠেছিল কোন দুটি দল ?
উত্তরঃ ভারত ও অস্ট্রেলিয়া।

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ কোন স্টেডিয়াম আয়োজন করেছিল ?
উত্তরঃ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ ।

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জিতে নিয়েছে কোন দল ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

দেখে নাও : ক্রিকেট বিশ্বকাপ জয়ী দেশের তালিকা – Cricket World Cup Winners List in Bengali

এই নিয়ে মোট কতবার অস্টেলিয়া ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ( পুরুষদের ODI ) ?
উত্তরঃ মোট ছয় বার।

সবথেকে বেশিবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে কোন দেশ ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে রানার্স আপ হয়েছে কোন দল ?
উত্তরঃ ভারত ।

ভারত মোট কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ?
উত্তরঃ দুই বার ।

দেখে নাও : ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ বিজয়ীদের তালিকা (1973-2023)

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন ?
উত্তরঃ ট্রাভিস হেড।

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছিলেন ?
উত্তরঃ বিরাট কোহলি।

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কার ?
উত্তরঃ বিরাট কোহলির।

এই ক্রিকেট বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নিয়েছে কে ?
উত্তরঃ ভারতের মহম্মদ শামি (২৪)।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ এক ইনিংসে সর্বোচ্চ স্কোর কার ?
উত্তরঃ অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (২০১*)।

দেখে নাও : বিভিন্ন ক্রিকেটারদের ডাকনাম তালিকা

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছে কে ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (৪)।

এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মেরেছেন কে ?
উত্তরঃ ভারতের রোহিত শর্মা (৩১)।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ সবচেয়ে বেশি চার মেরেছেন কোন ক্রিকেটার?
উত্তরঃ ভারতের বিরাট কোহলি (৬৮)।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন কে ?
উত্তরঃ নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (১১)।

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে কোন কোন দল অংশগ্রহণ করেছিল ?
উত্তরঃ ভারত বনাম নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া।

প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭৫ সালে।

প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ইংল্যান্ড।

প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল কোন দেশ ?
উত্তরঃওয়েস্ট ইন্ডিজ ।

কত বছর অন্তর ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ সাধারণত চার বছর অন্তর ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।

২০২৭ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

২০৩১ সালের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ ভারত ও বাংলাদেশ।

ICC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে।

ICC এর বর্তমান চেয়ারম্যান কে ?
উত্তরঃ গ্রেগ বার্কলে।

Download Section

  • File Name: ক্রিকেট বিশ্বকাপ 2023
  • File Size: 103 KB
  • No. of Pages: 03
  • Format: PDF
  • Language: Bengali
Scroll to Top