পদ্ম পুরস্কার ২০২৪

পদ্ম পুরস্কার ২০২৪ PDF – বিজেতাদের তালিকা । Padma Awards 2024 Winner List PDF

Padma Awards 2024 Winner List PDF : ২০২৪ সালের পদ্ম পুরস্কার বিজেতাদের তালিকা আজকের এই পোস্টে আলোচনা করা হবে । পদ্ম পুরস্কার ২০২৪ PDF ।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ২০২৪ সালের পদ্ম পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হল। তিনটি বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়— ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ এবং ‘পদ্মশ্রী’। শিল্পকলা, সমাজসেবা, জন পরিষেবা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা বিদ্যা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, সিভিল সার্ভিস, সংগীতশিল্প প্রভৃতি ক্ষেত্রে অসামান্য অবদানকারী ব্যক্তিদের এই পুরস্কারে ভূষিত করা হয়। এবারে মোট ১৩২ জনকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ এবং ১১০ জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হবেন। মোট পুরস্কার প্রাপকদের মধ্যে ৩০ জন মহিলা, ৮ জন প্রবাসী, ৯ জনকে মরণোত্তর সম্মানে ভূষিত করা হবে। নীচে পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা দেওয়া হল-

পদ্মবিভূষণ ২০২৪

২০২৪ সালের পদ্মবিভূষণ পুরস্কার বিজেতাদের সম্পূর্ণ তালিকা দেওয়া রইলো ।

নামক্ষেত্রদেশ/রাজ্য
কোনিদেলা চিরঞ্জীবীকলাঅন্ধ্রপ্রদেশ
এম ভেঙ্কাইয়া নাইডুপাবলিক অ্যাফেয়ার্সঅন্ধ্রপ্রদেশ
বৈজয়ন্তীমালা বালিকলাতামিলনাড়ু
পদ্মা সুব্রহ্মণ্যমকলাতামিলনাড়ু
বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর)সামাজিক কাজবিহার

পদ্মভূষণ ২০২৪

২০২৪ সালের পদ্মভূষণ পুরস্কার বিজেতাদের সম্পূর্ণ তালিকা দেওয়া রইলো ।

নামক্ষেত্রদেশ/রাজ্য
সীতারাম জিন্দালবাণিজ্য ও শিল্পকর্ণাটক
এম ফাতিমা বিবি (মরণোত্তর)পাবলিক অ্যাফেয়ার্সকেরালা
ওলাঞ্চেরি রাজাগোপালপাবলিক অ্যাফেয়ার্সকেরালা
তেজস মধুসূদন প্যাটেলমেডিসিনগুজরাট
ইয়াং লিউবাণিজ্য ও শিল্পতাইবান
বিজয়কান্ত (মরণোত্তর)কলাতামিলনাড়ু
মিঠুন চক্রবর্তীকলাপশ্চিমবঙ্গ
সত্যব্রত মুখার্জি (মরণোত্তর)পাবলিক অ্যাফেয়ার্সপশ্চিমবঙ্গ
ঊষা উথুপকলাপশ্চিমবঙ্গ
চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুরমেডিসিনবিহার
হরমুসজি এন কামাসাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতামহারাষ্ট্র
অশ্বিন বালাচাঁদ মেহতামেডিসিনমহারাষ্ট্র
রাম নায়েকপাবলিক অ্যাফেয়ার্সমহারাষ্ট্র
দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্তকলামহারাষ্ট্র
পেয়ারেলাল শর্মাকলামহারাষ্ট্র
কুন্দন ব্যাসসাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতামহারাষ্ট্র
তোগদান রিনপোচে (মরণোত্তর)অন্যান্য – অধ্যাত্মবাদলাদাখ

পদ্মশ্রী ২০২৪

২০২৪ সালের পদ্মশ্রী পুরস্কার বিজেতাদের সম্পূর্ণ তালিকা দেওয়া রইলো ।

নামক্ষেত্রদেশ/রাজ্য
উমা মহেশ্বরী ডিকলাঅন্ধ্রপ্রদেশ
ইয়ানুং জামোহ লেগোঅন্যান্য – কৃষিঅরুণাচল প্রদেশ
কে চেল্লাম্মালঅন্যান্য – কৃষিআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
পার্বতী বড়ুয়াসামাজিক কাজআসাম
সর্বেশ্বর বসুমাতারিঅন্যান্য – কৃষিআসাম
দ্রোনা ভুয়ানকলাআসাম
খালিল আহমেদকলাউত্তরপ্রদেশ
নাসিম বানোকলাউত্তরপ্রদেশ
রাম চেত চৌধুরীবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংউত্তরপ্রদেশ
রাধা কৃষ্ণান ধিমানমেডিসিনউত্তরপ্রদেশ
রাজারাম জেইনসাহিত্য ও শিক্ষাউত্তরপ্রদেশ
গৌরব খান্নাক্রীড়াউত্তরপ্রদেশ
সুরেন্দ্র মোহন মিশ্র (মরণোত্তর)কলাউত্তরপ্রদেশ
রাধে শ্যাম পারীকমেডিসিনউত্তরপ্রদেশ
নবজীবন রাস্তোগীসাহিত্য ও শিক্ষাউত্তরপ্রদেশ
গোদাবরী সিংকলাউত্তরপ্রদেশ
ঊর্মিলা শ্রীবাস্তবকলাউত্তরপ্রদেশ
বাবু রাম যাদবকলাউত্তরপ্রদেশ
যশবন্ত সিং কথোচসাহিত্য ও শিক্ষাউত্তরাখণ্ড
বিনোদ মহারানাকলাওড়িশা
ভগবত প্রধানকলাওড়িশা
বিনোদ কুমার প্রসায়তকলাওড়িশা
গোপীনাথ সোয়াইনকলাওড়িশা
রোহন মাচান্দা বোপান্নাক্রীড়াকর্ণাটক
প্রেমা ধানরাজমেডিসিনকর্ণাটক
অনুপমা হোস্কেরেকলাকর্ণাটক
শ্রীধর মাকাম কৃষ্ণমূর্তিসাহিত্য ও শিক্ষাকর্ণাটক
কে এস রাজন্নাসামাজিক কাজকর্ণাটক
শ্রী চন্দ্রশেখর চন্নাপাটনা রাজন্নাচারমেডিসিনকর্ণাটক
সোমান্নাসামাজিক কাজকর্ণাটক
শশী সোনিবাণিজ্য ও শিল্পকর্ণাটক
সত্যনারায়ণ বেলেরিঅন্যান্য – কৃষিকেরালা
পি চিত্রন নাম্বুদিরিপাদ (মরণোত্তর)সাহিত্য ও শিক্ষাকেরালা
নারায়ণন ই পিকলাকেরালা
মুনি নারায়ণ প্রসাদসাহিত্য ও শিক্ষাকেরালা
অস্বতী থিরুনাল গৌরী লক্ষ্মী বেই থামপুরাট্টিসাহিত্য ও শিক্ষাকেরালা
বালাকৃষ্ণান সদনম পুঠিয়া ভিটিলকলাকেরালা
রঘুবির চৌধুরীসাহিত্য ও শিক্ষাগুজরাট
ইয়াজদি মানেকশা ইতালিয়ামেডিসিনগুজরাট
হরিশ নায়ক (মরণোত্তর)সাহিত্য ও শিক্ষাগুজরাট
দয়াল মাভজিভাই পারমারমেডিসিনগুজরাট
জগদীশ লাভশঙ্কর ত্রিবেদীকলাগুজরাট
সঞ্জয় অনন্ত পাতিলঅন্যান্য – কৃষিগোয়া
রামলাল বারেথকলাছত্তিশগড়
হেমচাঁদ মাঁঝিমেডিসিনছত্তিশগড়
জগেশ্বর যাদবসামাজিক কাজছত্তিশগড়
গুলাম নবি দারকলাজম্ম ও কাশ্মীর
রোমালো রামকলাজম্মু ও কাশ্মীর
পূর্ণিমা মাহাতোক্রীড়াঝাড়খণ্ড
চামি মুর্মুসামাজিক কাজঝাড়খণ্ড
বদরাপ্পান এমকলাতামিলনাড়ু
জোশনা চিনাপ্পাক্রীড়াতামিলনাড়ু
জো ডি’ক্রুজসাহিত্য ও শিক্ষাতামিলনাড়ু
জি নাচিয়ারমেডিসিনতামিলনাড়ু
শেশামপট্টি টি শিবলিঙ্গমকলাতামিলনাড়ু
এ ভেলু আনন্দ চারিকলাতেলেঙ্গানা
দাসারি কোন্ডপ্পাকলাতেলেঙ্গানা
গাদ্দাম সামমাইয়াকলাতেলেঙ্গানা
কেথাবথ সোমলালসাহিত্য ও শিক্ষাতেলেঙ্গানা
কুরেল্লা বিট্টলাচার্যসাহিত্য ও শিক্ষাতেলেঙ্গানা
স্মৃতি রেখা চাকমাকলাত্রিপুরা
চিত্ত রঞ্জন দেববর্মাঅন্যান্য – অধ্যাত্মবাদত্রিপুরা
কিরণ নাদারকলাদিল্লী
শৈলেশ নায়কবিজ্ঞান ও ইঞ্জিয়ারিংদিল্লী
হরবিন্দর সিংক্রীড়াদিল্লী
সানো ভামুজোসামাজিক কাজনাগাল্যান্ড
গীতা রায় বর্মণকলাপশ্চিমবঙ্গ
তাকদিরা বেগমকলাপশ্চিমবঙ্গ
নারায়ণ চক্রবর্তীবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংপশ্চিমবঙ্গ
রতন কাহারকলাপশ্চিমবঙ্গ
দুখু মাঝিসামাজিক কাজপশ্চিমবঙ্গ
সনাতন রুদ্র পালকলাপশ্চিমবঙ্গ
একলব্য শর্মাবিজ্ঞান ও ইঞ্জিয়ারিংপশ্চিমবঙ্গ
নেপাল চন্দ্র সূত্রধর (মরণোত্তর)কলাপশ্চিমবঙ্গ
নির্মল ঋষিকলাপাঞ্জাব
প্রাণ সবরওয়ালকলাপাঞ্জাব
সাসিন্দ্রান মুথুভেলপাবলিক অ্যাফেয়ার্সপাপুয়া নিউগিনি
চারলোত্তে চোপিনঅন্যান্য – যোগাফ্রান্স
পিয়েরে সিলভাইন ফিলিওজ্যাটসাহিত্য ও শিক্ষাফ্রান্স
ফ্রেড নেগ্রিটসাহিত্য ও শিক্ষাফ্রান্স
কিরণ ব্যাসঅন্যান্য – যোগাফ্রান্স
রেজওয়ানা চৌধুরী বন্যাকলাবাংলাদেশ
অশোক কুমার বিশ্বাসকলাবিহার
সুরেন্দ্র কিশোরসাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতাবিহার
রাম কুমার মল্লিককলাবিহার
শান্তি দেবী পাসওয়ান এবং শ্রী শিবান পাসওয়ানকলাবিহার
মচিহান সাসাকলামণিপুর
কালুরাম বামানিয়াকলামধ্যপ্রদেশ
সতেন্দ্র সিং লোহিয়াক্রীড়ামধ্যপ্রদেশ
ভগবতীলাল রাজপুরোহিতসাহিত্য ও শিক্ষামধ্যপ্রদেশ
ওমপ্রকাশ শর্মাকলামধ্যপ্রদেশ
উদয় বিশ্বনাথ দেশপাণ্ডেক্রীড়ামহারাষ্ট্র
মনোহর কৃশানা দোলেমেডিসিনমহারাষ্ট্র
জাহির আই কাজীসাহিত্য ও শিক্ষামহারাষ্ট্র
চন্দ্রশেখর মহাদেওরাও মেশরামমেডিসিনমহারাষ্ট্র
কল্পনা মোরপারিয়াবাণিজ্য ও শিল্পমহারাষ্ট্র
শঙ্কর বাবা পুন্ডলিকরাও পাপলকরসামাজিক কাজমহারাষ্ট্র
সাংথানকিমাসামাজিক কাজমিজোরাম
রবি প্রকাশ সিংবিজ্ঞান ও ইঞ্জিয়ারিংমেক্সিকো
সিলবি পাসাহকলামেঘালয়
জানকিলালকলারাজস্থান
আলী মোহাম্মদ ও গনি মোহাম্মদকলারাজস্থান
লক্ষ্মণ ভট্ট তাইলাংকলারাজস্থান
মায়া ট্যান্ডনসামাজিক কাজরাজস্থান
জর্ডান লেপচাকলাসিকিম
মহাবীর সিং গুড্ডুকলাহরিয়ানা
হরি ওমবিজ্ঞান ও ইঞ্জিয়ারিংহরিয়ানা
রাম চন্দর সিহাগবিজ্ঞান ও ইঞ্জিয়ারিংহরিয়ানা
গুরবিন্দর সিংসামাজিক কাজহরিয়ানা
সোম দত্ত বাত্তুকলাহিমাচল প্রদেশ

এরকম আরও কিছু পোস্ট :-

ফিল্মফেয়ার পুরস্কার 2024 – বিজেতাদের তালিকা PDF
Padma Award Winners list 2023 in Bengali । পদ্ম পুরস্কার ২০২৩ বিজয়ীদের তালিকা

Download Section

  • File Name: পদ্ম পুরস্কার ২০২৪
  • File Size: 122 KB
  • No. of Pages: 07
  • Format: PDF
  • Language: Bengali
Scroll to Top