WBP SI-Constable Practice Set in Bengali – 1

21. স্যাকারিন কি দিয়ে তৈরী হয়?
– বিউটেন
– প্রপেন
– ফেনল
– টলুইন

22. নিচের কোনটিকে  বাদামি কয়লা বলে?
– পিট
– বিটুমিনাস
– কোক
– লিগনাইট

23. ফটোগ্রাফিক ফিল্ম এর আলোক চিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যাবহার করা হয়?
– সিলভার ব্রোমাইড
– হাইড্রোকুইনন
– সোডিয়াম সালফেট
– সোডিয়াম কার্বনেট

24. নিচে কোনটি যমজ শহর নয়?
– দিল্লি- নিউ দিল্লি
– কলকাতা- হওড়া
– দুর্গাপুর- আসানসোল
– হায়দ্রাবাদ- সেকেন্দ্রাবাদ

25. সূর্য এবং পৃথিবীর মধ্যে নূন্যতম দূরত্ব কবে হয়?
– 22 ডিসেম্বর
– 22 সেপ্টেম্বর
– 4 জানুয়ারি
– 21 জুন

দেখে নাও : ১০০ টি জেনারেল নলেজ GK প্রশ্ন ও উত্তর

26. ভারিজল কী?
– খনিজ মিশ্রিত জল
– ওজন গ্যাস মিশ্রিত জল
– ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল
– হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি জল

27. Servants of India society কে প্রতিষ্ঠা করেন?
– গোপাল কৃষ্ণ গোখলে
– দাদাভাই নৌরজি
– অ্যানি বেসান্ত
– অরবিন্দ ঘোষ

28. ভারতীয় সংবিধান এর কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে?
– 100 তম
– 103 তম
– 102 তম
– 101 তম

29. কিলোওয়াট- ঘণ্টা কিসের একক?
– শক্তি(energy)
– বল(force)
– ভরবেগ(momentum)
– ক্ষমতা(power)

30. কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যর উপর দিয়ে যায়নি?
– পশ্চিমবঙ্গ
– মিজোরাম
– গুজরাট
– উত্তরপ্রদেশ

2 thoughts on “WBP SI-Constable Practice Set in Bengali – 1”

  1. এখানে 46 নম্বর প্রশ্নের উত্তর ভুল আছে৷ ওটা হবে First Information Report.

    1. AuthorPanel - Team 1

      ধন্যবাদ । আমরা উত্তরটি ঠিক করে দিয়েছি ।

Comments are closed.

Scroll to Top