Important General Science Questions and Answers in Bengali

Important General Science Questions and Answers in Bengali

1. কোন উদ্ভিদে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে?
– শিমুল
– আম
– সূর্যমুখী
– গম

2. সঞ্চয়ক কোশের তড়িৎচালক বলের মান কত?
– 1.5 V
– 2.4 V
– 2.1 V
– 1.8 V

3. বলের SI একক কি?
– dyn
– KJ/g
– N
– m²

4. গ্যাসের বাস্পঘনত্ব ( D) ও আণবিক ভর ( M) – এর সম্পর্ক হল
– M= 2D
– D= 2M
– D=M
– M=2M

5. কোন আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
– বেগুনি
– কমলা
– লাল
– আকাশি

দেখে নাওসংকর ধাতু বা ধাতু সংকর – উপাদান ও ব্যবহার

6. জৈব যৌগের মূল উপাদান কি?
– কার্বন
– অক্সিজেন
– নাইট্রোজেন
– মিথেন

7. 1 u পরিমাণ ভর শক্তিকে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে?
– 9.31Mev
– 931MV
– 9931Mev
– 931MeV

8. শুষ্ক বায়ু চেয়ে আর্দ্র বায়ু কী হয়?
– কখনও ভারী আবার কখনও হালকা
– হালকা
– ভারীও নয় আবার হালকাও নয়
– ভারী

9. সরল ভোল্টীয় কোশের তড়িৎচালক বলের মান কত?
– 1.8 V
– 1.08 V
– 1.5 V
– 1 V

10. বীজবিহীন ফল উৎপাদন করতে কোন হরমোন সাহায্য করে?
– ফ্লোরিজেন
– IAA
– কাইনিন
– GH

11. 1 স্ট্যাটভোল্ট = কত ভোল্ট
– 350 ভোল্ট
– 2000 ভোল্ট
– 300 ভোল্ট
– 1000 ভোল্ট

দেখে নাওবিভিন্ন ভৌত রাশির একক – SI ও CGS পদ্ধতিতে

12. নীচের কোনটি মিশ্র স্নায়ু?
A) ভেগাস
B) অপটিক C) করোটিক D) অডিটোরি E) সবগুলো F) A & C উভয়ই

– A
– F
– D
– C
– B
– E

13. সবচেয়ে বড়ো করোটি স্নায়ু নাম কি?
– অলফ্যাক্টরি
– ভেগাস
– অডিটেরি
– ফেসিয়াল

14. আধুনিক পর্যায় সারণীতে Li কোন শ্রেণী, কোন পর্যায় অবস্থিত?
– 1 নম্বর শ্রেণী, 2 নম্বর পর্যায়
– 2 নম্বর শ্রেণী, 2 নম্বর পর্যায়
– 18 নম্বর শ্রেণী, 2 নম্বর পর্যায়
– 2 নম্বর শ্রেষ্ঠ, 1 নম্বর পর্যায়

15. ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কী?
– VTV Boad
– Turn Ship
– HMS Beagle
– HAT Beagle

16. গ্যাসের উষ্ণতা বাড়লে অণুগুলি গতিবেগ কি হবে ?
– কমবে
– প্রথমে বাড়বে , পরে কমবে
– বাড়বে
– অপরিবর্তিত থাকবে

17. মিথেন হাইড্রেট অপর নাম কি?
– বায়োফুয়েল
– ফায়ার আইস
– ফায়ার হাইড্রেট
– মিথেন আইস

18. বয়েলের সূএের ধ্রুবক হল
– গ্যাসের উষ্ণতা
– গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা উভয়ই
– গ্যাসের ভর
– গ্যাসের আয়তন

19. তাপনিয়ন্ত্রণ মূল্য পরিমাপ করার প্রচলিত SI একক কি?
– KJ/g
– J/g
– KJ/Cm
– Dyn

দেখে নাওজীবনবিজ্ঞান অধ্যায় : পৌষ্টক তন্ত্র – প্রশ্ন ও উত্তর

20. কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
– বেগুনি
– কমলা
– নীল
– লাল

21. নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন নাম কি?
– অক্সিন
– NAA
– জিব্বেরেলিন
– সাইটোকাইনিন

22. বন্দুক ও সামরিক যন্ত্রপাতি নির্মাণের কোন সংকর ধাতু ব্যবহৃত হয়?
– গান মেটাল
– পিতল
– ডুরালুমিন
– পিতল

23. সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?
– কলকাতা
– জলপাইগুড়ি
– আলিপুরদুয়ার
– দার্জিলিং

24. PV = nRT – সমীকরণে R কি?
– আয়তন
– গ্যাসের চাপ
– সর্বজনীন গ্যাস ধ্রুবক
– কেলভিন উষ্ণতা

25. বায়ো গ্যাসের মুখ্য উপাদান কি?
– কার্বন ডাইঅক্সাইড
– হাইড্রোজেন
– মিথেন
– অক্সিজেন

26. সমাবয়বতা কোন যৌগের ধর্ম?
– আয়নীয় যৌগ
– সমযোজী যৌগ
– সমযোজী যৌগ ও আয়নীয় যৌগ উভয়ই
– সমযোজী যৌগ ও আয়নীয় যৌগ কোনোটিকে দেখা যায় না

27. টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় ঝুঝে যায় । এটি কি ধরনের চলন?
– থার্মোন্যাস্টিক চলন
– ফটোন্যাস্টিক চলন
– জিওট্রপিক চলন
– ফটোট্রপিক চলন

28. অ্যামোনিয়া বাস্পঘনত্ব কত?
– 14.4
– 14
– 8
– 8.5

29. যে কোনো রাসায়নিক বিক্রিয়া পর ভর ও শক্তির মোট পরিমাণ কি হয়?
– হ্রাস পায়
– বৃদ্ধি পায়
– অপরিবর্তনীয়
– কোনোটিই নয়

30. নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
– কার্বন ডাইঅক্সাইড
– জলীয় বাষ্প
– মিথেন
– অক্সিজেন

31. প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কত?
– 0.5°C
– 0° C
– 0.05°C
– 1°C

দেখে নাও৫০টি জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর

32. বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থকে যে পাএে রেখে তড়িৎবিশ্লেষণ করা হয়, তাকে কি বলা হয়
– বোল্টমিটার
– ভোল্টামিটার
– তড়িৎমিটার
– জুলমিটার

33. একটি পরিবাহীর মধ্য দিয়ে 5 সেকেন্ডে 30 কুলম্ব তড়িদাধান প্রবাহিত হলে তড়িৎপ্রবাহমাএার মান কত হবে?
– 5 অ্যাম্পিয়ার
– 10 অ্যাম্পিয়ার
– 7 অ্যাম্পিয়ার
– 6 অ্যাম্পিয়ার

34. নিম্নের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়?
– অন্তরক
– পরিবাহী
– অতিপরিবাহী
– অর্ধপরিবাহী

35. যদি চোখ কাছের বস্তুুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুুকে স্পষ্ট দেখতে না পায় তাহলে চোখের দৃষ্টিজনিত এুটিকে কি বলে?
– প্রেসোপিয়া
– হাইপারমেট্রোপিয়া
– মায়োপিয়া
– মায়াপারপিয়া

36. কোন উদ্ভিদে জোড় কলম করা হয়?
– পেয়ারা
– আলু
– শুশনি
– আদা

37. একটি পরিবাহীর দুই প্রান্তের বিভবপার্থক্য 12 ভোল্ট এবং পরিবাহীর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ হলে, পরিবাহীর রোধ কত হবে?
– 8 ওহম
– 6 ওহম
– 4 ওহম
– 12 ওহম

38. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে যে কারণে নুইয়ে পড়ে তা হল
– ফোটোন্যাস্টিক চলন
– সিসমোন্যাস্টিক চলন
– থার্মোন্যাস্টিক চলন
– নিকটিন্যাস্টি চলন

39. পদার্থকে উওপ্ত করলে তার কি হয়?
– প্রসারণ হয়
– আকার অপরিবর্তিত থাকে
– সংকোচন হয়
– ঘনত্ব অপরিবর্তিত থাকে

40. সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দু কত?
– 25 cm
– 30 cm
– 20 cm
– 25 m

41. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ?
– ফ্লোরিন
– ইথিলিন
– অক্সিন
– সাইটোকাইনিন

Comments are closed.

Scroll to Top