50 Science GK MCQ in Bengali – Practice Set

50 Science GK MCQ in Bengali – Practice Set

1. নিচের কোন প্রাণীর ক্ষেত্রে বহু বিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হতে দেখা যায় ?
– প্লানেরিয়া
– প্যারামেসিয়াম
– হাইড্রা
– প্লাসমোডিয়াম

2. পারদের দূষণ জনিত কারণে মানুষের যে রোগের সৃষ্টি হয় তার নাম কি ?
– ইটাই ইটাই
– মিনামাটা
– ব্ল্যাক ফুট ডিজিজ
– ডিসলেক্সিয়া

3. ভারতের বায়লাডিলা পর্বত কোন ধাতুর আকরিক উৎপাদনের জন্য বিখ্যাত ?
– অ্যালুমিনিয়াম
– লোহা
– ইউরেনিয়াম
– সোনা

4. তিন ভরসংখ্যাবিশিষ্ট হাইড্রোজেন পরমাণুকে বলা হয়-
– প্রোটিয়াম
– টয়টেরিয়াম
– ট্রাইটিয়াম
– ডয়টেরিয়াম

5. বিশ্ব বিজ্ঞান দিবস কবে পালিত হয়?
– ২২ অগাস্ট
– ২৮ ফেব্রুয়ারী
– ২৬ মে
– ৩১ ডিসেম্বর

দেখে নাওImportant General Science Questions and Answers in Bengali

6. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে, আয়তন কত হবে ?
– দ্বিগুণ
– অর্ধেক
– চার গুণ
– তিনগুণ

7. শূন্য মাধ্যমে নির্দিষ্ট বর্ণের রশ্মির তরঙ্গদৈর্ঘ্য a ও কাচ মাধ্যমে ওই বর্ণের তরঙ্গদৈর্ঘ্য b হলে, কাচের পরম প্রতিসরাঙ্ক কত ?
– a/b
– a
– ab
– b/a

8. আইসোটোপ নেই এমন একটি মৌল হলো-
– ইউরেনিয়াম
– ক্লোরিন
– কার্বন
– ফ্লুরিন

9. কার্বলিক অ‍্যাসিডের রাসায়নিক নাম কি?
– বেনজয়িক এসিড
– ইথানল
– ফেনল
– অ‍্যাসিটিক অ‍্যাসিড

10. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
– ভিটামিন B
– ভিটামিন C
– ভিটামিন A
– ভিটামিন D

Scroll to Top