General Science in Bangla – 35 Questions & Answers RRB Special

General Science in Bangla – 35 Questions & Answers RRB Special

দেওয়া রইলো ৩৫টি General Science in Bangla প্রশ্ন ও উত্তর ।

দেখে নাও – অ্যাসিড ও ক্ষার – প্রশ্ন ও উত্তর

1. FeCl3 কী ধরনের পদার্থ?
– জলাকর্ষী পদার্থ
– উদত্যাগী পদার্থ
– উদগ্রাহী পদার্থ
– কোনোটিই নয়

2. নিম্নলিখিত কোন আয়নটি সমুদ্রের জলে সবচেয়ে কম আছে?
– পটাশিয়াম
– ব্রোমাইড
– ম্যাগনেসিয়াম
– ক্যালসিয়াম

3. কোন যুগের বিজ্ঞানীরা HNO3 কে বলতেন অ্যাকোয়া ফরর্টিস?
– চসার যুগ
– নিউটন যুগ
– ভিক্টোরিয়ান যুগ
– অ্যালকেমী যুগ

4. অয়েল অব মিরাবেন (Oil of Mirabane) নামে পরিচিত নীচের কোনটি?
– নাইট্রো বেঞ্জিন
– ফেনল
– অ্যামিনো বেঞ্জিন
– টলুইন

5. কোন বিখ্যাত গ্রন্থে সালফার কে জ্বলন্ত পাথর হিসেবে বলা হয়েছে?
– কোরান
– বেদ
– গীতা
– বাইবেল

6. নিম্নলিখিত কোনটি ভৌত পরিবর্তন?
– Pt তারের দহন
– দাবানল
– Mg এর দহন
– লোহায় মরচে পড়া

7. কোন ফসফরাসকে জলের নিচে রাখা হয়?
– হলুদ
– সাদা
– কালো
– লাল

8. ক্রোমাটোগ্রাফি কী?
– উর্ধ্বপাতন করার পদ্ধতি
– মিশ্রণের উপাদান আলাদা করার পদ্ধতি
– ক্রোমোজোম গুলিকে জোড়া লাগানোর পদ্ধতি
– ক্রোমোজোম আলাদা করার পদ্ধতি

9. রম্বিক সালফার এর কয়টি তল থাকে?
– 9
– 6
– 7
– 8

10. “জাপান ব্ল্যাক” তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়?
– ঝুল
– গ্যাস কার্বন
– কোক
– অঙ্গার

দেখে নাও – কার্বন ও কার্বনঘটিত যৌগ – প্রশ্ন ও উত্তর

11. চিলি সল্টপিটারের সংকেত কোনটি?
– NaNO3
– NaNO2
– Na2CO3
– Na2SO4

12. রাবার গাছ থেকে প্রাপ্ত নরম রাবারকে কোন মৌলের সঙ্গে বিক্রিয়ায় শক্ত রাবারে পরিনত করা হয়?
– C
– Mg
– S
– Fe

13. কোন দেশে পৃথিবীর সবচেয়ে বেশি হীরক পাওয়া যায়?
– দক্ষিণ আফ্রিকা
– রাশিয়া
– চিলি
– ব্রাজিল

14. কোন ধরনের কয়লার অন্তর্ধূম পাতনে কোক পাওয়া যায়?
– পিট
– লিগনাইট
– বিটুমিনাস
– অ্যানথ্রাসাইট

15. অঙ্গার বা চারকোল জলে ভাসে, কারণ?
– এটি জলের চেয়ে হালকা
– এটির ঘনত্ব জলের চেয়ে কম
– এটি সচ্ছিদ্র
– এটি হাইড্রোজেনের চেয়ে হালকা

16. SP³ হাইব্রিড অর্বিট্যালের বন্ধন কোণের মান কত?
– 180°
– 120°
– 360°
– 109°28′

17. নিচের কোন মিশ্রণটিকে বলে বরডিয়াক্স?
– তুঁতে ও কলিচুন
– তুঁতে ও পোড়াচুন
– কলিচুন ও পোড়াচুন
– কলিচুন ও সাবান

18. স্ফুটনাঙ্কের পাল্লার ভিত্তিতে উর্ধ্বক্রমে সাজাও
ভেসলিন, প্যারাফিন, পিচ, পেট্রোল

– ভেসলিন<প্যারাফিন<পিচ<পেট্রোল
– পেট্রোল<ভেসলিন<প্যারাফিন<পিচ
– পিচ>প্যারাফিন>ভেসলিন>পেট্রোল
– ভেসলিন>প্যারাফিন>পিচ>পেট্রোল

19. “লাইম ওয়াশ” হিসেবে নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয়?
– CaSO4
– CaO
– Ca(OH)2
– CaCl2

20. তড়িৎযোজী বন্ধনের অভিমুখ কোন দিকে?
– ঋণাত্মক আয়ন থেকে ধনাত্মক আয়নের দিকে
– যে কোনো দিকে
– ধনাত্মক আয়ন থেকে ঋণাত্মক আয়নের দিকে
– নির্দিষ্ট অভিমুখ নেই

21. ফুসফুসের গঠনগত এবং কার্যগত একককে বলা হয়?
– ল্যারিংক্স
– ট্র্যাকিয়া
– প্লুরা
– অ্যালভিওলাই

22. খাদ্যনালীর মধ্য দিয়ে যে প্রক্রিয়ায় খাদ্য পাকস্থলীতে পৌঁছায় তাকে বলে?
– পেরিস্টলসিস
– খন্ডীভবন
– কোনোটিই নয়
– অ্যান্টি-পেরিস্টলসিস

23. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত?
– সবগুলোই সঠিক
– 1.013×10⁵ dyn/cm²
– 1.013 bar
– 1.013×10⁶ N/m²

24. নীচের কোন সংকর ধাতুটি চারটি ধাতুর সংমিশ্রণ?
A. জার্মান সিলভার
B. গান মেটাল C. অ্যালনিকো D. কলঙ্কহীন ইস্পাত

– Option B & C
– Option C & D
– Option D
– Option B , C & D
– Option A & D

25. সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
– স্লেইডেন
– পিভেনহিক
– অ্যারিস্টটল
– জেনোফেন

26. কোন প্রাণীতে প্রথম স্নায়ুতন্ত্রের আবির্ভাব ঘটে?
– অ্যামিবা
– প্লানেরিয়াম
– স্পঞ্জ
– হাইড্রা

27. অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে?
– মাইটোকন্ড্রিয়াতে
– ক্লোরোপ্লাস্টে
– সাইটোপ্লাজমে
– নিউক্লিয়াসে

28. তার্পিন তেল হলো একপ্রকার?
– গঁদ
– উপক্ষার
– রজন
– তরুক্ষীর

29. কার্বোহাইড্রেট নয় এমন পদার্থ থেকে গ্লুকোজ উৎপাদনকে বলা হয়?
– গ্লাইকোজেনোলাইসিস
– গ্লুকোনিওজেনেসিস
– গ্লাইকোলাইসিস
– গ্লাইকোজেনেসিস

30. কোন আলোয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়?
– লাল
– সবুজ
– নীল
– সাদা

31.  অভ্যাসগত প্রতিবর্তক্রিয়া পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন –
– আইভ্যান প্যাভলভ
– ম্যাক্স মুলার
– চার্লস ডারউইন
– গ্রেগর জোহান মেন্ডেল

32.  হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক হলেন বিজ্ঞানী?
– ক্যাভেনডিস
– কেউই নয়
– ল্যাভোয়সিয়র
– প্রিস্টলে

33. রন্টজেন কী আবিষ্কার করেন?
– ইনফারেড রশ্মি
– তেজস্ক্রিয় রশ্মি
– এক্স রশ্মি
– ক্যাথোড রশ্মি

34. আর্জুমান্দ বানু বেগম কোন নামে পরিচিত?
– মমতাজ
– রোশেনারা
– জাহানারা
– নূরজাহান

35. রাইবোজোম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
– রবার্ট ব্রাউন
– ডি ডুভে
– প্যালাডে
– রবার্টসন

Comments are closed.

Scroll to Top