অভিযোজন ও অভিব্যক্তি – প্রশ্ন ও উত্তর

অভিযোজন ও অভিব্যক্তি – প্রশ্ন ও উত্তর

দেওয়া রইলো অভিযোজন ও অভিব্যক্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ।

দেখে নাও – জনন ও বংশগতি প্রশ্ন ও উত্তর

1. জার্মপ্লাজমবাদ তত্ত্বের প্রবক্তা হলেন
– ডারউইন
– ভাইসম্যান
– হুগো দ্য ভ্রিস
– ল্যামার্ক

2. যে প্রাণীটির চোখে পেকটিন দেখা যায়, সেটি হল
– সাপ
– মাছ
– পায়রা
– ব্যাং

3. জীবন্ত জীবাশ্মের উদাহরণ হলো –
– কেঁচো
– লিমিউলাস
– গিরগিটি

4. “ফিলোজফিক জুওলজিক ” গ্রন্থের রচয়িতা হলেন
– ডারউইন
– ভাইসম্যান
– ল্যামার্ক
– হেকেল

5. বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় যে অঙ্ পরিণত হয়েছে সেটি হল
– কক্সিস
– স্যাক্রাল
– লাম্বার
– সারভাইক্যাল

6. নিম্নলিখিত কোনটি উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম?
– আর্কেওপটেরিক্স
– পেরিপেটাস
– ইকুইজিটাম
– প্লাটিপাস

7. প্লাটিপাস কোন কোন প্রাণীর সংযোগ রক্ষাকারী ?
– সরীসৃপ ও স্তন্যপায়ী
– পক্ষী ও স্তন্যপায়ী
– মাছ ও সরীসৃপ

দেখে নাও – সালোকসংশ্লেষ ও শ্বসন – প্রশ্ন ও উত্তর

8. ফণীমনসার কাঁটা হল
– রূপান্তরিত কান্ড
– রূপান্তরিত পর্বমধ্য
– রুপান্তরিত পাতা
– রূপান্তরিত কাক্ষিক মুকুল

9. মাছের দেহের দুপাশে অবস্থিত V আকৃতির পেশিকে বলে
– পেক্টোরালিস মাইনর
– মায়োটম পেশি
– পেক্টোরালিস মেজর
– কোরাকো ব্রাকিয়ালিস

10. বিবর্তন সংক্রান্ত ‘ প্রাকৃতিক নির্বাচনবাদ ‘ এর প্রবক্তা হলেন
– হুগো দ্য ভ্রিস
– হেকেল
– ল্যামার্ক
– ডারউইন

11. নিউম্যাটোফোর দেখা যায়
– সুন্দরী গাছে
– ক্যাকটাসে
– পাইন গাছে
– আম গাছে

12. বায়োজেনেটিক সূত্রের প্রবর্তক হলেন
– ভনবিয়ার
– হুগো দ্য ভ্রিস
– ভাইসম্যান
– হেকেল

দেখে নাও – মানব সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর

13. আধুনিক ঘোড়া হল
– মেসোহিপ্পাস
– ইকুয়াস
– ইওহিপ্পাস
– প্লায়োহিপ্পাস

14. উৎপত্তি ও গঠনগত সাদৃশ্যযুক্ত অঙ্গগুলিকে বলা হয় ?
– লুপ্তপ্রায় অঙ্গ
– সমবৃত্তীয় অঙ্গ
– সমসংস্থ অঙ্গ

15. আর্কিওপ্টেরিক্স এর জীবাশ্ম যে দুটি শ্রেণীর প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে তারা হল
– সরীসৃপ ও পক্ষী
– উভচর ও পক্ষী
– উভচর ও স্তন্যপায়ী
– সরীসৃপ ও স্তন্যপায়ী

16. মানবদেহের যেটি নিষ্ক্রিয় অঙ্গ সেটি হল
– অ্যাপেন্ডিক্স
– কোলন
– পাকস্থলী
– মলাশয়

17. পৃথিবীতে সর্বপ্রথম জীবণের আবির্ভাব ঘটে –
– জলে
– স্থলে
– ভূগর্ভে

দেখে নাও – জীবনবিজ্ঞান অধ্যায় : উৎসেচক – প্রশ্ন ও উত্তর

18. মিলার ও উরের পরীক্ষায় গৃহীত মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল
– 1:1:2
– 2:2:1
– 1:2:2
– 2:1:2

19. মিউটেশনের তত্ত্বের প্রবক্তা ?
– ডারউইন
– হুগো দ্য ভ্রিস
– ল্যামার্ক

20. সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি কে বলা হয় ?
– অভিব্যক্তি
– অভিযোজন
– পরিব্যক্তি

21. বিবর্তন সংক্রান্ত ‘ অঙ্গের ব্যবহার ও অব্যবহার ‘ মতবাদের প্রবক্তা হলেন
– হেকেল
– হুগো দ্য ভ্রিস
– ল্যামার্ক
– ডারউইন

দেখে নাও – ৫৬টি বায়োলজির প্রশ্ন ও উত্তর

22. ঘোড়ার আদি পূর্বপুরুষটি হল
– ইকুয়াস
– ইওহিপ্পাস
– প্লায়োহিপ্পাস
– মেরিচিপ্পাস

23. একটি অলিন্দ ও একটি নিয়ে গঠিত হৃৎপিন্ডযুক্ত প্রাণীটি হল
– পাখি
– সাপ
– মাছ
– ব্যাং

24. কোনটি সমসংস্থ অঙ্গ নয় ?
– পাখির ডানা
– পতঙ্গের ডানা
– বাদুরের ডানা

25. যে সকল উদ্ভিদ অধিক লবণাক্ত, জলমগ্ন, কর্দমাক্ত অঞ্চলে জন্মায় তাদের বলে
– হ্যালোফাইট
– মেসোফাইট
– হেলিওফাইট
– জেরোফাইট

দেখে নাও – কোশ তত্ত্ব ও কোশের গঠন – প্রশ্ন ও উত্তর

1 thought on “অভিযোজন ও অভিব্যক্তি – প্রশ্ন ও উত্তর”

Comments are closed.

Scroll to Top