বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত

বিভিন্ন যৌগের রাসায়নিক নাম ও সংকেত তালিকা দেওয়া রইলো ।

নংদ্রব্যরাসায়নিক নামসংকেত
অ্যাক্রাইলো নাইট্রাইলভিনাইল সায়ানাইডCH2=CH-CN
অ্যালাম বা ফটকিরিসোদক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটK2SO4, Al2(SO4)3 24H2O
অ্যাসপিরিনঅ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিডC6H4 (OCOCH3)COOH
এপসম সল্টসোদক ম্যাগনেসিয়াম সালফেটMgSO4, 7H2O
ওয়াটার গ্যাসCO ও H2 এর মিশ্রণCO + H2
ওলিয়ামধূমায়মান সালফিউরিক অ্যাসিডH2S2O7
কস্টিক পটাসপটাসিয়াম হাইড্রক্সাইডKOH
কস্টিক সোডাসোডিয়াম হাইড্রক্সাইডNaOH
কাপড় কাচার সোডাসোডিয়াম কার্বনেটNa2CO3
১০কার্বোরাণ্ডামসিলিকন কার্বাইডSiC
১১কুইক সিলভারপারদHg
১২কোয়ার্টজবালিSiO2
১৩কোরালপ্রকৃতিজাত ক্যালসিয়াম কার্বনেটCaCO3
১৪ক্যালগনসোডিয়াম হেক্কামেটা ফসফেটNa2 [Na4 (PO3)6]
১৫ক্যালোমেলমারকিউরাস ক্লোরাইডHg2Cl2
১৬ক্রায়োলাইটসোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লওরাইডNa3AlF6
১৭ক্রোম অ্যালামসোদক পটাসিয়াম ও ক্রোমিয়াম সালফেটK2SO4, Cr2(SO4)3 24H2O
১৮ক্রোম ইয়েলোলেড ক্রোমেটPbCrO4
১৯ক্লোরোটোনট্রাইক্লোরো টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল(CH3)2C(OH)CCl3
২০গান পাউডারপটাসিয়াম নাইট্রেট, গন্ধক ও চারকোলের মিশ্রণKNO3 + S + চারকোল
২১গ্রীন ভিট্রিয়লসোদক ফেরাস সালফেটFeSO4, 7H2O
২২গ্লবার লবণসোদক সোডিয়াম সালফেটNa2SO4, 10H2O
২৩চিলি সল্টপিটারসোডিয়াম নাইট্রেটNaNO3
২৪জিঙ্ক ব্লেণ্ডজিঙ্ক সালসাইডZnS
২৫জিঙ্ক হোয়াইটজিঙ্ক অক্সাইডZnO
২৬জিপসামসোদক ক্যালসিয়াম সালফেটCaSO4, 2H2O
২৭দার্শনিকের উলজিঙ্ক অক্সাইডZnO
২৮নাইটারপটাসিয়াম নাইট্রেটKNO3
২৯পোড়া চুনক্যালসিয়াম অক্সাইডCaO
৩০প্লাস্টার অফ প্যারিসক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট2CaSO4, H2O
৩১ফসজিন গ্যাসকার্বনিল ক্লোরাইডCOCl2
৩২ফেরিক অ্যালামসোদক পটাসিয়াম এবং ফেরিক সালফেটK2SO4, Fe2(SO4)3, 24H2O
৩৩ফেলস্পারপটাসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটKAI, Si3O4
৩৪ফ্রিয়ন-১২ডাইক্লোরো ডাইফ্লুরো মিথেনCF2Cl2
৩৫বেকিং পাউডারসোডিয়াম বাইকার্বনেটNaHCO3
৩৬ব্যারাইটা ওয়াটারবেরিয়াম হাইড্রক্সাইডBa(OH)2, 8H2O
৩৭ব্রিমস্টোনসালফারS8
৩৮ব্লিচিং পাউডারক্যালসিয়াম ক্লোরো-হাইপোক্লোরাইটCa(OCl)Cl
৩৯ভারী জলজয়েটেরিয়াম হাইড্রাইডD2O
৪০ভিট্রওসিলসিলিকন ডাইঅক্সাইডSiO2
৪১মাইকাপটাসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটK2O, 3Al2O3, 6SiO2, 2H2O
৪২মার্বেল পাথরক্যালসিয়াম কার্বনেটCaCO3
৪৩মার্শ গ্যাসমিথেনCH4
৪৪মাস্টার্ড গ্যাস২-২ ডাইক্লোরো ডাইইথাইল সালফাইড(ClH2C-CH2)2S
৪৫মিল্ক অফ লাইমক্যালসিয়াম হাইড্রক্সাইডCa(OH)2
৪৬মোজেইক গোল্ডস্ট্যানিক সালফাইডSNS2
৪৭মোর লবণফেরাস অ্যামোনিয়াম সালফেটFeSO4, (NH4)2, SO4, 6H2O
৪৮ম্যাগনেসিয়ামম্যাগনেসিয়াম অক্সাইডMg(OH)2
৪৯রুজফেরিক অক্সাইডFe2O3
৫০রেড লেডলেড অক্সাইডPb3O4
৫১লিথো ফোনজিঙ্ক সালফাইড ও বেরিয়াম সালফেটের মিশ্রণZnS + BaSO4
৫২শুষ্ক বরফকঠিন কার্বন ডাই অক্সাইডCO2
৫৩সাইক্লোনাইটট্রাইমিথিলিন ট্রাইনাইট্যামিন(CH2N-NO2)3
৫৪সিনাবারমারকিউরিক সালফাইডHgS
৫৫সিমেন্টাইটআয়রন কার্বাইডFeC2
৫৬সেরুসাইটলেড কার্বনেটPbCO3
৫৭সোরাপটাসিয়াম নাইট্রেটKNO3
৫৮হর্ন সিলভারসিলভার ক্লোরাইডAgCl
৫৯হাইড্রোলিথক্যালসিয়াম হাইড্রাইডCaH2
৬০হাইপোসোদক সোডিয়াম থায়োসালফেটNa2S2O3, 5H2O
৬১হোয়াইট ভিট্রিয়লজিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটZnSO4, 7H2O
৬২হোয়াইট লেডক্ষারীয় লেড কার্বনেট2PbCO3, Pb(OH)2
বিভিন্ন যৌগের রাসায়নিক নাম ও সংকেত

রাসায়নিক নাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

 কুইক সিলভার কাকে বলা হয় ?

পারদ।

বেকিং পাউডারের রাসায়নিক নাম কি ?

সোডিয়াম বাইকার্বনেট।

মার্শ গ্যাস হল –

মিথেন।

পোড়া চুনের সংকেত কি ?

CaO

মার্বেল পাথরের রাসায়নিক নাম কি ?

ক্যালসিয়াম কার্বনেট। 

দার্শনিকের উল কাকে বলা হয় ?

জিঙ্ক অক্সাইডকে।

ভারী জলের সংকেত কি ?

D2O.

কাপড় কাচার সোডার সংকেত কি ?

Na2CO3

কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি ?

সোডিয়াম কার্বনেট

ব্লিচিং পাউডারের সংকেত কি ?

Ca(OCl)Cl

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত, Chemical Symbols and Formulas, দ্রব্যের সাধারণ নাম, রাসায়নিক নাম ও সংকেত

Download Section

  • File Name: বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত
  • File Size: 97 KB
  • No. of Pages: 04
  • Format: PDF
  • Language: Bengali

2 thoughts on “বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF”

Comments are closed.

Scroll to Top