কোষ চক্র ও কোষ বিভাজন – প্রশ্ন ও উত্তর

কোষ চক্র ও কোষ বিভাজন – প্রশ্ন ও উত্তর

দেওয়া রইলো কোষ চক্র ও কোষ বিভাজন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর।

1. মানুষের ক্যারিওটাইপ করা হয় –
– পেশি কোশে
– স্নায়ু কোশে
– WBC কোশে
– RBC কোশে

2. টেলোসেন্ট্রিক ক্রোমোজোম গুলির আকৃতি কেমন হয় ?
– V আকৃতির
– J আকৃতির
– L আকৃতির
– I আকৃতির

দেখে নাও – ভিটামিন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

3. পলিটিন ক্রোমোজোম দেখতে পাওয়া যায় –
– গোল কৃমি
– ড্রসোফিলা মাছি
– অ্যাসকারিস
– হাইড্রা

4. কার্যের ভিত্তিতে ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা হয়?
– 3
– 2
– 4
– 6

5. অ্যামাইটোসিস কোশ বিভাজন দেখতে পাওয়া যায় –
– ঈস্ট
– অ্যামিবা
– উভয়েই

দেখে নাও – মানব সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর

6. সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কী বলা হয়?
– হলোসেন্ট্রিক
– পলিসেন্ট্রিক
– মনোসেন্ট্রিক
– অ্যাসেন্ট্রিক

7. কারা সর্বপ্রথম মানুষের ক্যারিওটাইপ প্রস্তুত করেন?
– হ্যালডেন এবং ওপারিন
– টিজো ও লেভেন
– গ্রিফিথ ও হেনকিং
– উইলসন ও স্টেভেন

8. ক্রোমোজোম শব্দটি কে প্রথম প্রবর্তন করেন?
– কর্নবার্গ
– ক্যামেলিও গলগি
– ওয়ালডেয়ার
– হেনকিং

দেখে নাও – সালোকসংশ্লেষ ও শ্বসন – প্রশ্ন ও উত্তর

9. ক্লোভার লিফ মডেল লক্ষ্য করা যায় –
– mRNA
– sRNA
– tRNA
– rRNA

10. ক্রোমোজোমে কয় প্রকার হিস্টোন প্রোটিন লক্ষ্য করা যায়?
– 4
– 6
– 5
– 3

দেখে নাও – জনন ও বংশগতি প্রশ্ন ও উত্তর

Comments are closed.

Scroll to Top