৫০টি General Awareness in Bangla MCQ – সেট ৮
দেওয়া রইলো ৫০টি General Awareness in Bangla MCQ – সেট । সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর ।
দেখে নাও – ১০০টি General Knowledge in Bangla – MCQ – সেট ৭
1. ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয়_____ তৈরিতে
– কাগজ
– বাসন
– ইট
– সার
2. ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি চন্দন গাছ রয়েছে
– কর্ণাটক
– তামিলনাড়ু
– অন্দ্রপ্রদেশ
– কেরালা
3. বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি
– প্লুটো
– বৃহস্পতি
– নেপচুন
– বুধ
4. বেশি লবণাক্ত জল হয়
– ভারী
– শীতল
– উষ্ণ
– হালকা
5. পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায়
– 61%
– 91%
– 81%
– 71%
6. হাওয়া মহল তৈরী করেন
– মহারাজা প্রতাপ সিং
– সাওয়াই জয় সিং
– গুরু রামদাস
– রানা কুম্ভ
7. যে মাটিতে ধান চাষ ভালো হয় সেটি হল
– কালোমাটি
– লালমাটি
– বেলেমাটি
– পলিমাটি
8. একটি মিষ্টি জলের হ্রদ
– সম্বর
– চিলকা
– উলার
– পুষ্কর
9. প্রাচীনকালে বাংলার নাম ছিল
– মৎস
– কামরূপ
– গৌড়
– বৎস
10. ভারতের নেপোলিয়ন বলা হয়
– আকবর
– সমুদ্রগুপ্ত
– অশোক
– চন্দ্রগুপ্ত
দেখে নাও – ১০০ টি মিক্সড GK MCQ প্রশ্ন ও উত্তর – সেট ৬
11. চাণক্যের অপর নাম হল
– বিষ্ণুগুপ্ত
– বিশাখদত্ত
– বিষ্ণু শর্মা
– রাজ শেখর
12. আগ্রা দূর্গ তৈরী করেছিলেন
– ঔরাঙ্গজেব
– জাহাঙ্গীর
– শাহজাহান
– আকবর
13. রাজস্থানের প্রধান নদী
– সরস্বতী
– মাহি
– সবরমতী
– লুনি
14. ভারতে শিল্পনীতি ঘোষিত হয়____সালে
– 1991
– 1948
– 1956
– 1960
15. কোন যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়
– কুষান
– সাতবাহন
– গুপ্ত
– মৌয্
16. দিল্লির শেষ হিন্দু রাজা
– রতন সিং
– জয়চাঁদ
– রানা প্রতাপ
– পৃথ্বীরাজ চৌহান
17. নীলদর্পন কে ইংরেজি ভাষায় অনুবাদ করেন
– রেভ, জেমস লং
– হরিশ্চন্দ্র মুখার্জি
– মধুসূদন দত্ত
– কালীপ্রসন্ন সিংহ
18. লাক্ষাদ্বীপ অবস্থিত
– ভারত মহাসাগরে
– বঙ্গোপসাগরে
– আরব সাগরে
– পক প্রণালীতে
19. সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত
– কর্ণাটক
– মধ্যপ্রদেশ
– হরিয়ানা
– পাঞ্জাব
20. পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল
– 1535
– 1526
– 1521
– 1621
দেখে নাও – ২৫টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর – সেট ৫
21. নর্মদা নদীর অন্য নাম
– লোহিত
– সাংপো
– রেওয়া
– হিরণ
22. কত সালে ডঃ আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান
– 1999
– 1995
– 1993
– 1997
23. মরুস্থলি কথার অর্থ
– বালুকাময় অঞ্চল
– মরুভূমি
– উষ্ণমরু
– মৃতের দেশ
24. রামায়ণ কটি খন্ডে সমাপ্ত হয়েছে
– 12টি
– 9টি
– 5টি
– 7টি
25. নিচের কোন বইটি আব্দুল কালাম রচিত নয়
– Failure to Success : Legendary Lives
– You are born to Blossom
– A house for Mr.Biswas
– Ignited Minds
26. ভারতীয় পুরানের সংখ্যা কতগুলি
– 10
– 12
– 18
– 15
27. শিবাজী এর পর সিংহাসনে বসেন
– শম্ভুজী
– দ্বিতীয় শিবাজী
– তারাবাঈ
– রাজারাম
28. বিদ্যুৎ শিল্পে পরিব্যয় একক হল
– কিলোওয়াট
– হাজার
– লিটার
– টন
29. মানুষের চক্ষু দানের সময়, দাতার চোখের কোন অংশটি নেওয়া হয়
– আইরিশ
– রেটিনা
– লেন্স
– কর্নিয়া
30. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন
– লর্ড ক্যানিং
– কোনোটিই নয়
– লর্ড ডাফরিন
– লর্ড লিটন
দেখে নাও – ৩০টি সাধারণ জ্ঞান প্রাকটিস সেট – ৪
31. মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে
– স্কিন
– অগ্ন্যাশয়
– লিভার
– অন্ত্রে
32. সন্ধ্যাকর নন্দী কোন বংশের সভাকবি ছিলেন
– গুপ্ত
– চল
– সেন
– পাল
33.[15/20 চার্লস উডের ডেচপ্যাচ কার আমলে প্রকাশিত হয়?
– লর্ড ক্যানিং এর আমলে
– উইলিয়াম বেন্টিং এর আমলে
– ডালহৌসির আমলে
– মেকেলের আমলে
34. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন
– চিত্তরঞ্জন দাস
– সূর্য সেন
– সুভাষচন্দ্র বোস
– রাসবিহারী বোস
35. ক্যাটরিনা দেখা যায়
– ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে
– ক্যালিফোর্নিয়া
– হংকং
– জাপান
36. বাণিজ্য চক্রের মোট পর্যায় সংখ্যা হল
– 2টি
– 5টি
– 4টি
– 3টি
37. হিন্দুমেলার আয়োজন করেন
– ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
– নবগোপাল মিত্র
– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
– রাজা রামমোহন রায়
38. স্যাটেলাইট শব্দের ফরাসি অর্থ
– নজর
– উপগ্রহ
– প্রহরী
– দ্বাররক্ষী
39. হিমালয়ের হ্রদ
– লোকটাক
– চিলকা
– কোলেরু
– রূপকুন্ড
40. বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় অবস্থিত ছিল
– কলকাতা
– বাঁকুড়া
– হুগলি
– বারাসাত
41. সমাজে আয়বৈষম্য দূর করতে পারে_____ কর
– জরিমানা
– আধাগতিশীল
– সমানুপাতিক
– প্রগতিশীল
42. ভয়েস অফ ইন্ডিয়া প্রকাশিত হতো কোথা থেকে
– দিল্লি
– বোম্বাই
– পশ্চিমবঙ্গ
– পুনে
43. তানসেনের আসল নাম
– রামতনু পান্ডে
– রাজ বাহাদুর
– মাহেশ দাস
– মরকন্ড পান্ডে
44. বেসরকারি ক্ষেত্রের অন্তর্গত নয়
– TELCO
– TISCO
– DVC
– HINDUSTAN MOTORS
45. মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হল
– প্লাটফর্ম
– স্পট
– সেন্সর
– ল্যান্সম্যাট
46. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে
– 6
– 5
– 7
– 4
47. আইবক শব্দটির অর্থ
– রাজা
– দাস
– জগতের প্রভু
– সুলতান
48. বৈদিক যুগে কি দিয়ে বাড়ি ঘর তৈরী হত
– পোড়া ইট
– রোদে শুকনো ইট
– পাথর
– বাঁশ ও খড়
49. মালাই শব্দের অর্থ
– গিরিপথ
– নদী
– পাহাড়
– হ্রদ
50. সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে
– মুণ্ডক উপনিষদ
– মহাভারত
– বুদ্ধচরিত
– অর্থশাস্ত্র
Please provide me pdf