মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র – প্রশ্ন ও উত্তর

মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র – প্রশ্ন ও উত্তর

দেওয়া রইলো মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ।

দেখে নাওকোষ চক্র ও কোষ বিভাজন – প্রশ্ন ও উত্তর
1. মস্তিষ্কের আবরণ কে কি বলে?
– প্লুরা
– মেনিনজেস
– পেরিকার্ডিয়াম
– কোনোটিই নয়

2. থ্যালামাস মস্তিষ্কের কোন অংশের সঙ্গে যুক্ত
– অগ্র মস্তিষ্ক
– মধ্য মস্তিষ্ক
– পশ্চাৎ মস্তিষ্ক
– সেরিব্রাম

3. “Tree of life” নামে মস্তিষ্কের কোন অংশ পরিচিত?
– থ্যালমাস
– সেরিব্রাম
– সেরিবেলাম
– কোনোটিই নয়

4. মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি?
– অগ্র মস্তিষ্ক
– মধ্য মস্তিষ্ক
– পশ্চাৎ মস্তিষ্ক
– সেরিব্রাম

5. শরীরের ভারসাম্য বজায় রাখে মস্তিষ্কের কোন অংশ?
– সেরিব্রাম
– সেরিবেলাম
– থ্যালামাস
– মেডুলা অবলংগাটা

6. বেশি মদ খেলে দেহের কোন অংশ ব্লক হয়ে যায়?
– সেরিব্রাম
– সেরিবেলাম
– থ্যালামাস
– কোনোটিই নয়

7. মস্তিষ্কের কোন অংশ হাঁচি, নাক ডাকা এগুলো নিয়ন্ত্রণ করে?
– সেরিবেলাম
– পন্ডস
– মেডুলা অবলংগাটা
– প্লুড়া

8. ব্রেনের কোন অংশ স্পাইনাল কট থেকে বার্তা হাইপোথ্যালামাসের পৌঁছায়?
– সেরিব্রাম
– সেরিবেলাম
– পন্ডস
– নিউরন

দেখে নাও – ভিটামিন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

9. ব্রেনের কোন অংশ আমাদের জ্ঞানেন্দ্রিয় গুলিকে নিয়ন্ত্রণ করে? (বিশেষ করে চোখ ও কান)
– অগ্র মস্তিষ্ক
– মধ্য মস্তিষ্ক
– পশ্চাৎ মস্তিষ্ক
– থ্যালামাস

10. ব্রেনের কোন অংশটি সবচেয়ে ছোট?
– অগ্র মস্তিষ্ক
– মধ্য মস্তিষ্ক
– পশ্চাৎ মস্তিষ্ক
– সেরিব্রাম

11. আমাদের ক্ষুধা,তৃষ্ণা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?
– থ্যালামাস
– হাইপোথ্যালামাস
– সেরিব্রাম
– সেরিবেলাম

12. সেরিব্রামের কোন অংশকে মস্তিষ্কের হার্ডডিক্স বলে?
– ফন্টাল গ্লোব
– প্যারিওটাল গ্লোব
– হিপো কাক্কাস
– সবগুলি সঠিক

13. আমাদের ফিলিংস নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?
– থ্যালামাস
– হাইপোথ্যালামাস
– সেরিব্রাম
– সেরিবেলাম

14. মানবদেহে সুষুনা কান্ডের দৈর্ঘ্য কত?
– 12 ইঞ্চি
– 15 ইঞ্চি
– 16 ইঞ্চি
– 18 ইঞ্চি

15. প্রান্তীয় স্নায়ুতন্ত্রটি কত জোড়া করোটি স্নায়ু নিয়ে গঠিত?
– 12 জোড়া
– 31 জোড়া
– 43 জোড়া
– 10 জোড়া

দেখে নাও – 50 Life Science MCQ in Bengali – জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর

16. প্রান্তীয় স্নায়ুতন্ত্রটি কত জোড়া সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত?
– 12 জোড়া
– 31 জোড়া
– 43 জোড়া
– 10 জোড়া

17. যদি কারোর স্পাইনাল কর্ড আহত হয় তাহলে কি হয়?
– জন্ডিস
– হার্ট অ্যাটাক
– প্যারালাইসিস
– কিডনি খারাপ

18. নিচের কোন রোগটি তে স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়?
– মিরগি
– আর্থারাইটিস
– মিরগি ও আর্থারাইটিস
– কোনোটিই নয়

19. নিসাল বডি কি?
– গলগী বডি
– লাইসোজোম
– এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
– মাইটোকনড্রিয়া

20. একটি নিউরন অপরটির সঙ্গে কিভাবে যুক্ত থাকে?
– বৈদ্যুতিক
– রাসায়নিক
– রেডিও ওয়েভ
– বৈদ্যুতিক ও রাসায়নিক উভয়

দেখে নাও – মানব সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর

21. মায়োলিন সিদ উৎপন্ন করে ?
– একশন
– ডেনড্রন
– সোয়ান কোষ
– কোনোটিই নয়

22. ব্রেনের কোন অংশ চিন্তা নিয়ন্ত্রণ করে?
– পশ্চাৎ মস্তিষ্ক
– মধ্য মস্তিষ্ক
– অগ্র মস্তিষ্ক
– সেরিবেলাম

23. নিউরন কি?
– মস্তিষ্কের একক
– স্নায়ুতন্ত্রের একক
– কোনোটিই নয়
– দুটি সঠিক

24. মেডুলা অবলংগাটা কোন মস্তিষ্কের অংশ?
– অগ্র মস্তিষ্ক
– মধ্য মস্তিষ্ক
– পশ্চাৎ মস্তিষ্ক
– কোনোটিই নয়

25. মেনিনজেস আবরণী কয় স্তর বিশিষ্ট?
– এক স্তর
– দুই স্তর
– তিন স্তর
– চার স্তর

Comments are closed.

Scroll to Top