ইন্টারভিউ রুমে প্রবেশের সময় কি কি করা উচিত নয় ?

ইন্টারভিউ রুমে প্রবেশের সময় কি কি করা উচিত নয় ?

আজকের আর্টিকেলে আমরা দেখে নেবো চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ের সময় কি কি করা উচিত নয় । সামান্য একটু ভুলের জয় অনেকক্ষেত্রে পরীক্ষার্থীরা ইন্টারভিউতে নম্বর কম পেয়ে যায়। তাই ইন্টারভিউ রুমে ঢোকার আগে নিচের পয়েন্টগুলি মনে রাখা অত্যন্ত দরকার।

  1. দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে কথা বলবেন না।
  2. চেয়ার বা টেবিলে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা উচিত নয়।
  3. চেয়ার বা টেবিলে হাত দিয়ে দাঁড়িয়ে বোর্ড সদস্যসের সাথে কথা বলা উচিত নয়।
  4. চেয়ারে বসে এধার-ওধার তাকানো উচিত নয়।
  5. চুল যেন মার্জিতভাবে আচড়ানো থাকে ।
  6. বারবার চুলে বা জামা কাপড়ে হাত দেওয়া উচিত নয়।
  7. বোর্ড সদস্যদের সামনে অকারণে হাসা উচিত নয়।
  8. অহেতুক টেনশন করে থাকবেন না
  9. বার বার রুমাল দিয়ে মুখ মুছবেন না ।
  10. চেয়ারে হেলান দিয়ে বসবেন না।
  11. চেয়ারের হাতলে হাত দিয়ে বসবেন না ।
  12. আবেগপ্রবণ হয়ে পড়বেন না।
  13. উদাসীন ভাবে বসে থাকবেন না।
  14. মুখে দাড়ি নিয়ে যাবেন না ৷
  15. মোবাইল ‘ফোন অন করে ইনটারভিউ কক্ষে প্রবেশ করবেন না ।
  16. সাক্ষাৎকার পর্ব চলার সময় কোনরূপে অঙ্গভঙ্গি করে কথা বলবেন না ।
  17. মার্জিত, মানানসই এবং রুচিসম্মত নয় এমন পোশাক পরবেন না ৷
  18. মেয়েরা উত্তেজক পোশাক, বেমানান গহনা পরবেন না।
  19. সাক্ষাৎকার পর্ব চলার সময় টেবিলে হাত দেবেন না।
  20. উত্তর জানা না থাকলে লজ্জা বোধ করবেন না বা মাথা নিচু করে কোনো কথা না বলে বসে থাকবেন না।
  21. হাওয়াই চটি বা স্যান্ডেল পরে যাবেন না।
  22. বোর্ড সদস্যদের সঙ্গে অহেতুক তর্কে যাবেন না ৷
  23. যেহেতু আপনি বাঙালি তাই বোর্ড সদস্যসের সাথে বাংলাতেই কথা বলুন।
  24. স্পোকেন ইংলিশ ভালো না হলে ইংরেজিতে বলবেন না। কারণ আপনার মুখ থেকে ইংরেজি শুনে যদি উনারাও আপনাকে ইংরেজিতে প্রশ্ন করা শুরু করে তাহলে আপনি হয়তো বেকায়দায় পড়ে যেতে পারেন।
  25. ইনটারভিউ রুমে খুব আস্তে বা খুব দ্রুত বেগে প্রবেশ করবেন না।
  26. বসার অনুমতি না দিলে বসবেন না। অনুমতি নিয়ে বসে হবে।
  27. খুব জোরে বা খুব আস্তে কথা বলবেন না ।
  28. কান চুলকাতে চুলকাতে বা ঠোঁট চাটতে চাটতে কথা বলবেন না।
  29. দাঁত দিয়ে নখ কাটবেন না ।
  30. বোর্ড সদস্যরা আপনার দিকে করমর্দনের জন্য হাত না বাড়ালে আপনি নিজে থেকে হাত বাড়িয়ে দেবেন না ৷
  31. অতিরিক্ত সময় ধরে করমর্দন করবেন না বা লজ্জার সাথে করমর্দন করবেন না ।
  32. অস্পষ্ট বা অগোছালোভাবে কথা বলবেন না ।

আরও দেখে নিন : ইন্টারভিউতে জিজ্ঞাসা করা খুব কমন প্রশ্নগুলি – ইন্টারভিউ প্রস্তুতি

Scroll to Top