দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩ – World Happiness Report 2023
সম্পর্কিত প্রকাশিত হয়েছে World Happiness Report 2023 / দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩ । যেটাকে আমরা বলে থাকি সুখের রিপোর্ট। কোন দেশ কতটা সুখী তার একটি তালিকা।
এই রিপোর্টে টানা ছয় বারের জন্য শীর্ষে রয়েছে ফিনল্যাণ্ড। অর্থাৎ বলা যেতেই পারে বিশ্বের সুখীতম দেশ হল ফিনল্যাণ্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ডেন্মার্ক্ ও ফিনল্যাণ্ড। ভারতের এই রিপোর্টে আগের বারের থেকে ভালো স্কোর করলেও ভারতের স্কোর রয়েছে পেছনের দিকে। এর আগের বারের ১৩৬ তম স্থানের জায়গায় এবারে ভারতের স্থান ১২৬ তম । ভারতের স্কোর কিছুটা ভালো হলেও ভারত কিন্তু তার প্রতিবেশী দেশ নেপাল, চীন, বাংলাদেশের থেকে এই রিপোর্টে পেছনেই রয়েছে।
দেখে নেওয়া যায় এই রিপোর্টে কিছু দেশের স্কোর তালিকা ।
র্যাংক | দেশ |
১ | ফিনল্যাণ্ড |
২ | ডেনমার্ক |
৩ | আইস্ল্যাণ্ড |
৪ | ইসরায়েল |
৫ | নেদারল্যান্ড |
৬ | সুইডেন |
৭ | নরওয়ে |
৮ | সুইজারল্যান্ড |
৯ | লুক্সেমবুর্গ |
১০ | নিউজিল্যান্ড |
১২৬ | ভারত |
এই রিপোর্টে সর্বশেষ স্থানে রয়েছে আফগানিস্তান (১৩৭ তম ) ।