Indian National Movement Questions and Answers in Bengali PDF for All Competitive Exam

Indian National Movement Questions and Answers in Bengali PDF for All Competitive Exam

প্রশ্ন : ‘অর্ধেক জীবন’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : সুনীল গঙ্গোপাধ্যায়।

প্রশ্ন : ‘জয়হিন্দ স্লোগানটি’ কে দিয়েছিলেন ?
উত্তর : নেতাজি সুভাষচন্দ্র বসু।

প্রশ্ন : ‘সমৃদ্ধ ব্রিটিশ ভারত’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর : উইলিয়াম ডিগবি।

প্রশ্ন : ‘স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র’ -র সার্থক রূপকার কে ?
উত্তর : মােহাম্মদ আলী জিন্নাহ।

প্রশ্ন : ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ – কার উক্তি ?
উত্তর : বাল গঙ্গাধর তিলক।

প্রশ্ন : “দয়ানন্দ অ্যাংলাে বেদিক’ স্কুলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : লালা হংসরাজ।

প্রশ্ন : “মিলন মন্দির’ কে স্থাপন করেন ?
উত্তর : আনন্দমােহন বসু।

প্রশ্ন : ১৮৯৩ খ্রিস্টাব্দে গণপতি উৎসব কে চালু করেন ?
উত্তর : বাল গঙ্গাধর তিলক।

প্রশ্ন : ১৮৯৯ খ্রিস্টাব্দে কারা মিত্রমেলা প্রতিষ্ঠা করেন ?
উত্তর : সাভারকার ভাতৃদ্বয়।

প্রশ্ন : ১৯২০ সালে লেনিনের আমন্ত্রণে কোন ভারতীয় সংগ্রামী রাশিয়া যান ?
উত্তর : এম. এন. রায়।

প্রশ্ন : Do or Die – কোন আন্দোলনের স্লোগান ?
উত্তর : ভারত ছাড়াে আন্দোলনের।

প্রশ্ন : অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন ?
উত্তর : এন. এম. যােশি।

প্রশ্ন : আত্মােন্নতি সমিতি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : বিপিনবিহারী গাঙ্গুলী।

প্রশ্ন : আমিনী কমিশন কে, কবে গঠন করে ?
উত্তর : ১৭৭৬ খ্রিস্টাব্দে, লর্ড ওয়ারেন হেস্টিংস।

প্রশ্ন : ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লিগের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : রাসবিহারী বসু।

প্রশ্ন : উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয় ?
উত্তর : ১৮৫৪ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : কত সালে অরবিন্দ ঘােষকে আলিপুর ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করা হয় ?
উত্তর : ১৯০৮ সালে।

প্রশ্ন : কত সালে চুয়ার বিদ্রোহ হয়েছিল ?
উত্তর : ১৭৯৯ সালে।

প্রশ্ন : কবে ‘মার্লো-মিন্টো সংস্কার আইন’ প্রবর্তিত হয় ?
উত্তর : ১৯০৯ সালে।

প্রশ্ন : কবে আজাদ-হিন্দ-ফৌজ গঠিত হয় ?
উত্তর : ১লা সেপ্টেম্বর ১৯৪২ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল ?
উত্তর : ১৩ই এপ্রিল ১৯১৯ সালে।

প্রশ্ন : কবে পাকিস্থান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল ?
উত্তর : ১৯৪০ সালে।

প্রশ্ন : কবে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় ?
উত্তর : ১৯২৯ সালে।

প্রশ্ন : কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৯২৫ খ্রিস্টাব্দে কানপুরে।

প্রশ্ন : কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ?
উত্তর : গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন : কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৮৩৫ সালে।

প্রশ্ন : কসাই কাজী কাকে বলা হত ?
উত্তর : কিংসফোর্ড।

প্রশ্ন : কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় ?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন : কাকে গদর পার্টি হত্যা করতে চেয়েছিল ?
উত্তর : হার্ডিঞ্জকে।

প্রশ্ন : কাকে পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয় ?
উত্তর : রাসবিহারী বসু।

প্রশ্ন : কাকে বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হত ?
উত্তর : অরবিন্দ ঘােষকে।

প্রশ্ন : কাকে ভারতের বিপ্লববাদের জনক বলা হয় ?
উত্তর : বাসুদেব বলবন্ত ফাদকে।

প্রশ্ন : কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : বানভট্ট।

প্রশ্ন : কে লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশােধ নেন ?
উত্তর : উধম সিং।

প্রশ্ন : কে শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন ?
উত্তর : গােবিন্দ সিং।

প্রশ্ন : কে সর্বপ্রথম ‘বয়কট’ -র আহ্বান করেন ?
উত্তর : কৃষ্ণকুমার মিত্র।

প্রশ্ন : কে স্বাধীনতার বৃক্ষ রােপন করেছিলেন ?
উত্তর : টিপু সুলতান।

প্রশ্ন : কোন আইনের দ্বারা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ওপর সরকারের নিয়ন্ত্রণের সূচনা হয় ?
উত্তর : ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট।

প্রশ্ন : কোন গ্রন্থকে আধুনিক বাঙালির দেশপ্রেমের বাইবেল বলে অভিহিত করা হয় ?
উত্তর : আনন্দমঠ।

প্রশ্ন : কোন বিপ্লবীর ছদ্মনাম ছিল “ফাদার মার্টিন’ ?
উত্তর : নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

প্রশ্ন : কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের প্রথম ডাক টিকিট প্রবর্তন করেন ?
উত্তর : লর্ড ডালহৌসি।

প্রশ্ন : কোন মামলায় উল্লাসকর দত্ত, অবিনাশ ভট্টাচার্য এবং বারীন্দ্র কুমার ঘােষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় ?
উত্তর : আলীগড় বােমা মামলায়।

প্রশ্ন : কোন যুদ্ধকে অকল্যান্ডের বােকামি বলা হয় ?
উত্তর : প্রথম ইঙ্গ আফগান যুদ্ধকে।

প্রশ্ন : কোন সন্ধি স্বাক্ষরিত হলে অখিল স্থাপনের স্বপ্ন চিরতরে ধুলিস্যাৎ হয়ে যায় ?
উত্তর : অমৃতসরের সন্ধি (১৮০৯ খ্রিস্টাব্দে)।

প্রশ্ন : গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : লালা হরদয়াল।

প্রশ্ন : গান্ধী বুড়ি কাকে বলা হত ?
উত্তর : মাতঙ্গিনী হাজরা।

প্রশ্ন : গান্ধীজীর অনুপস্থিতিতে কে ভারত ছাড়াে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ?
উত্তর : অরুণা আসফ আলি।

প্রশ্ন : জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্ত সংক্রান্ত হান্টার কমিশনের রিপাের্ট কবে প্রকাশিত হয় ?
উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : পুলিন বিহারী দাস।

প্রশ্ন : দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত সােমপ্রকাশ কি ধরনের পত্রিকা ?
উত্তর : সাপ্তাহিক পত্রিকা।

প্রশ্ন : দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : সুভাষচন্দ্র বসু।

প্রশ্ন : নববিধান ব্রাহ্মসমাজ কে গঠন করেন ?
উত্তর : কেশব চন্দ্র সেন।

প্রশ্ন : নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?
উত্তর : ডিরােজিও।

প্রশ্ন : নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে কবে পাশ করেন ?
উত্তর : ১৮৭৬ খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক।

প্রশ্ন : নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : উর্মিলা দেবী।

প্রশ্ন : নৌ বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয় ?
উত্তর : ১৯৪৬ সালে।

প্রশ্ন : পাক প্রণালি গ্রন্থটি রচয়িতা কে ?
উত্তর : বিপ্রদাস মুখােপাধ্যায়।

প্রশ্ন : পিটের ভারত শাসন আইন কবে পাশ হয় ?
উত্তর : ১৭৮৪ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন : পুনা চুক্তি সাক্ষরিত হয়েছিল কবে ?
উত্তর : ১৯৩২ সালে।

প্রশ্ন : ফরওয়ার্ড ব্লক কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
উত্তর : ১৯৩৯ সালে।

প্রশ্ন : ফরাজী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : হাজী শরীয়ত উল্লাহ।

প্রশ্ন : বাংলার নানাসাহেব কাকে বলা হয় ?
উত্তর : রামরতন মল্লিক।

প্রশ্ন : বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।

প্রশ্ন : বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ?
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন : বাঘা যতীনের পুরাে নাম কি ?
উত্তর : যতীন্দ্রনাথ মুখােপাধ্যায়।

প্রশ্ন : বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন ?
উত্তর : তিতুমীর।

প্রশ্ন : ভাইয়াচারি ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল ?
উত্তর : পাঞ্জাব।

প্রশ্ন : ভারত সভা কে কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : ১৮৭৬ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন : ভারতমাতা চিত্রটির সৃষ্টিকর্তা কে ?
উত্তর : অবনীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর : অ্যালান অক্টোভিযান হিউম।

প্রশ্ন : ভারতীয় জাতীয়তাবাদের গুরু কাকে বলা হয়?
উত্তর : স্বামী বিবেকানন্দ।

প্রশ্ন : ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার লাভ করে ?
উত্তর : ১৮৫৮ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন : ভারতে প্রথম রেল পথ স্থাপিত হয় কার আমলে ?
উত্তর : লর্ড ডালহৌসি।

প্রশ্ন : ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : মানবেন্দ্র রায়।

প্রশ্ন : ভারতের ত্রি-বর্ণরঞ্জিত পতাকা প্রথম কে উত্তোলন করেছিলেন ?
উত্তর : মাদাম ভিকাজি রুস্তম কামা।

প্রশ্ন : ভারতের বিপ্লবীবাদের জননী নামে কাকে ডাকা হয় ?
উত্তর : ভিকাজি রুস্তম কামা।

প্রশ্ন : ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ?
উত্তর : প্রীতিলতা ওয়াদ্দেদার।

প্রশ্ন : ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?
উত্তর : ১৯১১ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : মহারাষ্ট্রের কোন বিপ্লবী দ্বিতীয় শিবাজি নামে খ্যাত ?
উত্তর : বাসুদেব বলবন্ত ফাদকে ।

প্রশ্ন : মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৮৮৪ খ্রিস্টাব্দ।

প্রশ্ন : রঞ্জিত সিংহকে কে রাজা উপাধি দিয়েছিলেন ?
উত্তর : কাবুল অধিপতি জামানশাহ।

প্রশ্ন : রণজিৎ সিংহের রাজধানী কোথায় ছিল ?
উত্তর : লাহাের।

প্রশ্ন : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কত সালে স্থাপিত হয় ?
উত্তর : ১৯২৫ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : রেডিক্যাল ডেমােক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : মানবেন্দ্রনাথ রায়।

প্রশ্ন : লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে।

প্রশ্ন : লন্ডনে কার্জন উইলিকে কে হত্যা করেন ?
উত্তর : মদনলাল ধিংড়া।

প্রশ্ন : লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস রাজদ্রোহের অপরাধে নিষিদ্ধ হয় ?
উত্তর : পথের দাবী।

প্রশ্ন : শের-ই-বাংলা কাকে বলা হয় ?
উত্তর : আবুল কাশেম ফজলুল হক।

প্রশ্ন : শ্রীরামপুর মিশন কে তৈরি করেন ?
উত্তর : উইলিয়াম কেরি।

প্রশ্ন : সংবাদপত্র দমন আইন’ কোন বড় লাট প্রত্যাহার করেন ?
উত্তর : রর্ড রিপন।

প্রশ্ন : সংবাদপত্রের মুক্তিদাতা নামে কে পরিচিত ?
উত্তর : মেটকাফ।

প্রশ্ন : সত্যশােধক সমাজ কে গঠন করেন ?
উত্তর : জ্যোতিবা ফুলে।

প্রশ্ন : সাইমন কমিশন কবে গঠিত হয় ?
উত্তর : ১৯২৭ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : সাধারন জনশিক্ষা কমিটি কবে গঠিত হয় ?
উত্তর : ১৮২৩ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা কোথায় হয়েছিল ?
উত্তর : ব্যারাকপুরে।

প্রশ্ন : স্বত্ববিলােপ নীতি কে, কবে প্রবর্তন করেন ?
উত্তর : ১৮৪৮ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি।

প্রশ্ন : স্বরাজ্য দলের প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর : মতিলাল নেহেরু।

প্রশ্ন : স্বরাজ্য দলের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর : এলাহাবাদ।

প্রশ্ন : স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উত্তর : জে. বি. কৃপালিনী।

প্রশ্ন : হরিপুরাতে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সভাপতি কে ছিলেন ?
উত্তর : সুভাষচন্দ্র বসু।

Download Section :

  • File Name :  Indian National Movement Questions and Answers in Bengali PDF for All Competitive Exam
  • File Size : 238 KB
  • Format : PDF
  • No. of Pages : 04

Click Here to Download

Scroll to Top