ভারতের সংবিধানে গুরুত্বপূর্ণ আর্টিকেল বা অনুচ্ছেদ তালিকা

ভারতের সংবিধানে গুরুত্বপূর্ণ আর্টিকেল বা অনুচ্ছেদ তালিকা

ভারতের সংবিধানে গুরুত্বপূর্ণ আর্টিকেল বা অনুচ্ছেদ তালিকা / ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা তালিকা নিচে দেওয়া রইলো।
Article 1 কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ।
Article 2 নতুন রাজ্য গঠন ।
Article 3 নতুন রাজ্যের গঠন পদ্ধতি, সীমানা নির্ধারন , নামকরন ।
Article 4 নতুন রাজ্যের আইন রচনা ।
Article (5-11) নাগরিকত্ব
Article ( 12-35) মৌলিক অধিকার ।
Article 14 আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষনের ব্যবস্থা ।
Article 15(C) মহিলা এবং শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষনের ব্যবস্থা ।
Article 16 সরকারী চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা ।
Article 17 অস্পৃশ্যতা দূরীকরন ।
Article 18 বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোন খেতাব দান করতে পারবে না । (রাজা, মহারাজা, পন্ডিত ইত্যাদি বিলোপ করা হল)
Article 19 বাক স্বাধীনতার অধিকার ।
Article 20 অপরাধীর অপরাধ সংক্রান্ত তিনটি অধিকারের কথা আছে ।
Article 21 জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে ।
Article 21(A) শিক্ষার অধিকার ।
Article 22 গ্রেফতার ও আটক সংক্রান্ত কিছু অধিকার বলা আছে ।
Article 23 মানুষ কেনাবেচা বন্ধ করা এবং জোর করে কাজ করানো বন্ধ করার ব্যবস্থা।
Article 24 শিশুশ্রম বন্ধ করা হয়েছে ।
Article 25-28 ধর্মীয় স্বাধীনতার অধিকার যেমন ধর্মবিশ্বাস, ধর্মানুষ্ঠান ও ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়েছে ।
Article 31(1) সম্পত্তির অধিকার আগে এই ধারায় ছিল । বর্তমানে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার নেই। তাই সম্পত্তির অধিকারকে বর্তমানে 300(A) ধারায় নিয়ে যাওয়া হয়েছে ।
Article 32 সংবিধানের মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রীম কোর্ট ৫ রকম লেখ, নির্দেশ বা রিট জারী করতে পারে ।
Article 40 গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা ।
Article 41 বেকার ও বার্ধক্য ভাতা ।
Article 45 অবৈতনিক বাধ্যতামূলক শিশুশিক্ষা ।
Article 47 রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ ।
Article 48(A) পরিবেশ , বন এবং বন্যপ্রানী রক্ষা ।
Article 49 মনুমেন্ট, জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষন ও রক্ষা ।
Article 51(A) 11 টি মৌলিক কর্তব্য এই ধারায় বর্নিত আছে ।
Article 52 ভারতের রাষ্ট্রপতি ।
Article 54 রাষ্ট্রপতি নির্বাচন ।
Article 55 রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ।
Article 61 রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি ।
Article 72 রাষ্ট্রপতি কোন আসামীর মৃত্যুদন্ড রদ করতে পারে এই ধারা অনুযায়ী ।
Article 75(3) মন্ত্রীপরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে ।
Article 76 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ।
Article 93 স্পিকার এবং ডেপুটি স্পিকার ।
Article 108 কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন ।
Article 110 অর্থ বিল ।
Article 112 বাজেট ।
Article 123 সংসদের অধিবেশন বন্ধ থাকলেও রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে ।
Article 124 সুপ্রীম কোর্ট।
Article 148 কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল। ( C&AG)
Article 153 রাজ্যপাল
Article 165 অ্যাডভোকেট জেনারেল ।
Article 214 হাই কোর্ট।
Article 226 কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা।
Article 243  পঞ্চায়েত।
Article 243A  গ্রাম সভা ।
Article 266. Consolidated Funds and public accounts of India and of the States
Article 267  আপৎকালীন তহবিল ।
Article 280  অর্থ কমিশন
Article 300A  সম্পত্তির অধিকার ।
Article 312 সর্বভারতীয় প্রবেশিকা পরিক্ষা (IAS) .
Article 315 কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন । (UPSC & PSC)
Article 324  ইলেকশন কমিশন ।
Article 326 প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে ।
Article 335 চাাকরির ক্ষেত্রে SC & CT দের সংরক্ষনের ব্যবস্থা ।
Article 343  কেন্দ্রের সরকারী ভাষা ।
Article 352  দেশে জাতীয় জরূরী অবস্থা ঘোষনা ।
Article 356 রাজ্যে জরুরী অবস্থা ঘোষনা ।
Article 360 আর্থিক জরুরী অবস্থা ঘোষনা ।
Article 368 সংসদের অনুমোদন সাপেক্ষে সংবিধান সংশোধনের অধিকার ।
Article 370 জম্মু কাশ্মীরের জন্য বিশেষ আইন।

Covered Topics : ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা তালিকা, ভারতের সংবিধানে গুরুত্বপূর্ণ আর্টিকেল, ভারতের সংবিধানে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ , Important Articles of the Indian Constitution, List of Articles of Indian Constitution

Scroll to Top