রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর MCQ । সংবিধান –

রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর MCQ । সংবিধান

দেওয়া রইলো রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর MCQ । ভারতীয় সংবিধানের ওপরে এই প্রশ্ন ও উত্তর গুলো বিভিন্ন পরীক্ষায় তোমাদের সাহায্য করবে ।

দেখে নাওভারতের সংবিধান সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

1. ভারতের কোন রাজ্যে প্রথম ভ্রাম্যমান আদালত চালু হয়?
– মধ্যপ্রদেশ
– হরিয়ানা
– গুজরাট
– রাজস্থান

2. রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল কত?
– 6 বছর
– 3 বছর
– 4 বছর
– 5 বছর

3. লোকসভার স্পিকারদের বেতন ঠিক করেন?
– পার্লামেন্ট
– মন্ত্রীদের কাউন্সিল
– রাষ্ট্রপতি
– ক্যাবিনেট

4. ভারতের প্রথম ফিসক্যাল কমিশন কত সালে নিযুক্ত হয়?
– 1923 সালে
– 1916 সালে
– 1921 সালে
– 1920 সালে

5. লোকসভার মোট সদস্যের কত শতাংশ ফোরাম?
– ১/৩ অংশ
– ১/১০ অংশ
– ৩/৪ অংশ
– ১/৫ অংশ

6. বিধানসভায় সাধারণভাবে সর্বনিন্ম সদস্য হতে পারে?
– 50 জন
– 30 জন
– 60 জন
– 40 জন

7. সাধারণত সংসদে সাধারন বাজেট পেশ করা হয় কোন মাসে?
– জানুয়ারি
– মার্চ
– বছরের শেষ মাস
– ফেব্রুয়ারি

দেখে নাওদেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু – কিছু জানা-অজানা তথ্য

8. সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য কতগুলি লেখ(writes) জারি করতে পারে?
– ৩ ধরণের
– ৫ ধরণের
– ২ ধরণের
– ৬ ধরণের

9. ভারতীয় সংবিধানের প্রস্তবনাকে ‘A key to the constitution’ বলে উল্লেখ করেছেন–
– ঠাকুরদাস ভার্গব
– আর্নেস্ট বারকার
– নানী পালকিয়ালা
– দুর্গদাস বসু

10. কোন লেখটি ব্যাক্তিগত স্বাধীনতার জন্য ব্যাবহৃত হয়?
– বন্দি প্রত্যখীকরন
– প্রতিষেধ
– পরমাদেশ
– উৎপ্রেষণ

11. বর্যমানে ভারতের লোকসভাটি কততম লোকসভা?
– 25 তম
– 12 তম
– 17 তম
– 15 তম

12. মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন?
– প্রধান বিচারপতি
– রাষ্ট্রপতি
– উপরাষ্ট্রপতি
– সংসদ

13. নিচের কোনটি ভারতের মৌলিক আইন?
– প্রত্ত্বাবনা
– উচ্চ আদালত
– সংসদ
– সংবিধান

দেখে নাও200+ ভূগোলের প্রশ্ন ও উত্তর – PDF । One Liners

14. ভারতীয় সংবিধান সমীক্ষা কমিশন রিপোর্ট পেশ করে—
– ২০০০ সালে
– ২০০৪ সালে
– ২০০৩ সালে
– ২০০২ সালে

15. ৩৬৮ নং ধারাটি যে অধ্যায়ের সঙ্গে যুক্ত—
– ২০ তম অধ্যায়
– ২৩ তম অধ্যায়
– ২৪ তম অধ্যায়
– ২১ তম অধ্যায়

16. রাজ্যের আপদকালীন তহবিল কি নিয়ন্ত্রণ করেন?
– রাজ্য অর্থমন্ত্রী
– মুখ্যমন্ত্রী
– কেন্দ্রীয় অর্থমন্ত্রী
– রাজ্যপাল

17. জেলার সর্বোচ্চ আদালত কোনটি?
– লোক আদালত
– মুন্সেফী আদালত
– জেলা জজের আদালত
– হাইকোর্ট

18. জাতীয় মহিলা কমিশন কবে গঠিত হয়?
– ১৯৮২
– ১৯৯২
– ১৮৬৭
– ১৯৫৬

দেখে নাওভারতীয় সংবিধানের সংগৃহিত উৎস তালিকা

19. ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস কোনটি?
– শিল্পক্ষেত্র
– পরিষেবা ক্ষেত্র
– কোনোটিই নয়
– কৃষিক্ষেত্র

20. ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে?
– ইন্দিরা গান্ধী
– মায়া দেবী
– সুচেতা কৃপালেনি
– প্রতিভা পাটিল

21. আঞ্চলিক পরিষদ কি রকমের সংস্থা?
– পরামর্শ সংস্থা
– প্রশাসনিক সংস্থা
– আইন তৈরি সংস্থা
– কনসালটটিভ সংস্থা

22. জেলা পরিষদের কয়টি স্থায়ী কমিটি আছে?
– 13 টি
– 10 টি
– 9 টি
– 11 টি

23. সুপ্রিমকোর্ট বিভিন্ন লেখ জারি করতে পারে কত নম্বর ধারা অনুযায়ী?
– ২১ নং
– ৩২ নং
– ২৪ নং
– ২৮ নং

24. সংবিধান রচনা করতে মোট কত টাকা খরচ হয়েছিল?
– ৩০ লক্ষ
– ৬৪ লক্ষ
– ১ কোটি
– ২ কোটি ৫০ লক্ষ

দেখে নাওপশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে প্রশ্ন ও উত্তর

25. ভারত সরকারের অর্থবিল পার্লামেন্টের কোন কক্ষে পেশ করা হয়?
– রাজ্যসভা
– লোকসভা
– বিধান পরিষদ
– বিধানসভা

26. অঙ্গরাজ্জ্যের সর্বোচ্চ আদলাতের নাম কি?
– হাইকোর্ট
– কোনোটিই নয়
– জজ কোর্ট
– ন্যায় পঞ্চায়েত

27. লোকসভার স্পিকারের দেওয়া ভোটটির কি নাম?
– নির্ণায়ক ভোট
– পরোক্ষ ভোট
– প্রত্যক্ষ ভোট
– কোনোটিই নয়

28. ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে?
– এটর্নি জেনারেল
– রাজ্যপাল
– রাষ্ট্রপতি
– উপরাষ্ট্রপতি

29. কোন লেখটির মানে ‘তোমার কি অধিকার, ?
– প্রতিষেধ
– পরোমাদেশ
– অধিকার স্পৃহা
– উৎপ্রেষণ

30. গ্রাম পঞ্চায়েতের মিটিং কতদিন অন্তর অনুষ্ঠিত হয়?
– 2 মাস
– 1 মাস
– 6 মাস
– 4 মাস

31. সংবিধান অনুসারে কম্পট্রলার এবং অডিটর জেনারলের কার্যকাল কত?
– ৫ বছর
– ৬ বছর
– ৩ বছর
– ৮ বছর

32. কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক বিরোধ কোন সংস্থা প্রধানত কপ্রে থাকে?
– আইন মন্ত্রী
– অর্থমন্ত্রী
– ফিন্যান্স কমিশন
– সুপ্রিম কোর্ট

33. রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনয়ণ কোন দেশের অনুকরণ থেকে নেওয়া?
– দক্ষিন আফ্রিকা
– রাশিয়া
– কানাডা
– আয়ারল্যান্ড

34. কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে গেলে লোকসভার কতজন সদস্যদের সমর্থন লাগে?
– 40 জন
– 30 জন
– 50 জন
– 60 জন

35. সংবিধানের প্রস্তাবনার কথা উত্থাপন করেন —
– জওহরলাল নেহেরু
– ডক্টর রাজেন্দ্র প্রাসাদ
– মহাত্মা গান্ধী
– বি এন রাও

36. ভারতের প্রথম অস্থায়ী (Acting) প্রধানমন্ত্রী কে ছিলেন?
– গুলজারিলাল নন্দ
– জহরলাল নেহেরু
– ইন্দিরা গান্ধী
– রাজীব গান্ধী

37. কততম লোকসভায় লোকসভার মেয়াদ বাড়িয়ে ছয় বছর করা হয়েছিল?
– ষষ্ঠ
– সপ্তম
– অষ্টম
– পঞ্চম

Scroll to Top