৫০টি ইতিহাসের ছোট প্রশ্ন উত্তর

৫০টি ইতিহাসের ছোট প্রশ্ন উত্তর

দেওয়া রইলো ৫০টি ইতিহাসের ছোট প্রশ্ন উত্তর ।

দেখে নাওসিন্ধু সভ্যতার ইতিহাস –  প্রশ্ন ও উত্তর

1. ভারতে মনসবদারি ব্যবস্থা কে প্রর্বতন করেন?
উত্তর : আকবর(1571 খ্রীঃ.
2. খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উত্তর : 1527 খ্রীঃ বাবর ও রাণা সংগ্রাম সিংহ।
3. কিভাবে শেরশাহের মৃত্যু হয়?
উত্তর : কালিঞ্জর দুর্গ অবরোধের সময় বিস্ফোরণে।
4. বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন?
উত্তর : আকবর(গুজরাট জয়ের স্মৃতি স্বরূপ.
5. সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মোঘল সম্রাটের মৃত্যু হয়?
উত্তর : হুমায়ুন
6. “হুমায়ুননামা” গ্রন্থটি কার লেখা?
উত্তর : গুলবদন বেগম।
7. কোন দুজন মোগল সম্রাট আত্মজীবনী রচনা করেছিলেন?
উত্তর : বাবর ও জাহাঙ্গীর।
8. আকবর প্রতিষ্ঠিত ‘ইবাদতখানা’ (ধর্মালোচনার কক্ষ. কোথায় অবস্থিত?
উত্তর : ফতেপুর সিক্রি।
9. কোন শিখগুরুকে জাহাঙ্গীর হত্যা করেন?
উত্তর : পঞ্চম গুরু অর্জুন।
10. নাদির শাহ কবে ভারত আক্রমণ করে?
উত্তর : 1739 খ্রীঃ।
11. বিজয়নজর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : হরিহর ও বুক্কা।
12. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে?
উত্তর : হাম্পিতে।
13. বিজয়নজরে কোন কোন রাজবংশ রাজত্ব করেছিল?
উত্তর : সঙ্গম, সালুভ, তুলুভ ও আরাবিডু।
14. সঙ্গম বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় দেবরায়।
15. ইতালীয় পর্যটক নিকোলো কন্টি কার রাজত্বকালে ভারতে আসেন?
উত্তর : প্রথম দেবরায়।
16. “আমুক্তমাল্যদা” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : কৃষ্ণদেব রায়।
17. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর : 1565 খ্রীঃ।
18. অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়?
উত্তর : পেড্ডন।
19. বিজয়নগরে আরাবিডু বংশ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : তিরুমল।
20. বীরুপাক্ষ মন্দির কে নির্মাণ করেন?
উত্তর : কৃষ্ণদেব রায়।

দেখে নাওভারতের ইতিহাস – সশস্ত্র বিপ্লবী আন্দোলন – প্রশ্ন ও উত্তর

21. পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল?
উত্তর : 1776 খ্রীঃ ওয়ারেন হেস্টিংস ও পেশোয়া দ্বিতীয় মাধব রাও
22. সলবাই এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : 1782 খ্রীঃ (ইংরেজ ও মারাঠা.
23. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন?
উত্তর : লর্ড ওয়েলেসলি(1798 খ্রীঃ.
24. কোন যুদ্ধে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটে?
উত্তর : চতুর্থ-ইঙ্গ মহীশূর যুদ্ধে (1799খ্রীঃ.
25. রঞ্জিত সিংহ শিখদের কোন মিশলের অধিপতি ছিলেন?
উত্তর : সুকারচাকিয়া মিশলের
26. অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাফের সঙ্গে রঞ্জিত সিংহ(1809 খ্রীঃ.
27. লর্ড ডালহৌসি স্বত্ত্ব বিলোপ নীতির দ্বারা প্রথম কোন দেশীয় রাজ্য অধিকার করেন?
উত্তর : সাতারা (1848 খ্রীঃ )
28. “সব লাল হো যায়েগা” -কে বলেছিলেন?
উত্তর : রঞ্জিত সিংহ
29. ভারতে সিভিল সার্ভিসের ভিত্তি কে স্থাপন করেন?
উত্তর : লর্ড কর্নওয়ালিস
30. কলকাতায় সুপ্রীম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর : 1774 খ্রী:।
31. “মাতৃভাষায় সংবাদপত্র আইন” কে জারি করেন?
উত্তর : লর্ড লিটন।(1878 খ্রীঃ.
32. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর : সমাচার দর্পণ।
33. মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : 1906 খ্রীঃ।
34. “বর্তমান ভারত” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : স্বামী বিবেকানন্দ।
35. ‘হিন্দু মেলা’র প্রতিষ্ঠাতা কে?
উত্তর : নবগোপাল মিত্র।
36. ‘ভারত সভা’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : সুরেন্দ্রনাথ ব্যানার্জী।(1876 খ্রীঃ.
37. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : লালা হরদয়াল (1913 খ্রীঃ, আমেরিকা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে.
38. “ভারতের লৌহ মানব” কাকে বলা হয়?
উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেল।
39. ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন?
উত্তর : সুভাষচন্দ্র বসু (1939 খ্রীঃ.
40. সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : 7 জন।

দেখে নাও১০০ টি General Knowledge in Bengali –  প্রশ্ন ও উত্তর –  সেট ১৬

41. ভাইসরয় শব্দের অর্থ কী?
উত্তর : রাজ প্রতিনিধি
42. নীল বিদ্রোহ সর্বপ্রথম কোথায় শুরু হয়?
উত্তর : নদীয়ার চৌগাছা গ্রামে।
43. মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
উত্তর : বিরসা মুন্ডা।
44. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর : অ্যানি বেসান্ত।
45. ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’র প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মাস্টারদা সূর্য সেন।
46. “মেদিনীপুরের লক্ষীবাঈ” কাকে বলা হয়?
উত্তর : রাণী শিরোমণি কে।
47. জাতীয় কংগ্রেস কবে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীতে ভাগ হয়ে যায়?
উত্তর : 1907 খ্রীঃ সুরাট অধিবেশনে।
48. আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন?
উত্তর : -অরবিন্দ ঘোষ।
49. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়?
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
50. বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেল।

Comments are closed.

Scroll to Top