২০টি ভারতের ভূগোল প্রশ্ন ও উত্তর MCQ

২০টি ভারতের ভূগোল প্রশ্ন ও উত্তর MCQ

দেওয়া রইলো ২০টি ভারতের ভূগোল প্রশ্ন ও উত্তর । ( Geography Questions & Answers in Bengali ) |

1. বনাঞ্চল আয়তনে সর্বাধিক যে রাজ্য
– উত্তরপ্রদেশ
– পশ্চিমবঙ্গ
– মধ্যপ্রদেশ
– অরুনাচল

2. The abode of clouds কোন রাজ্যকে বলা হয়
– মেঘালয়
– সিকিম
– উত্তরাখন্ড
– জম্মু কাশ্মীর

3. ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন
– মনিপুর
– বিহার
– অরুনাচল
– পশ্চিমবঙ্গ

4. ভারতের সবচেয়ে বড় জেলা
– পুরুলিয়া
– কচ্ছ
– বীরভূম
– কোনোটিই নয়

5. আয়তনে বৃহত্তম ভারতীয় রাজ্য
– পশ্চিমবঙ্গ
– উত্তরপ্রদেশ
– রাজস্থান
– কোনোটিই নয়

6. আয়তনে ক্ষুদ্রতম ভারতীয় রাজ্য
– গোয়া
– কোনোটিই নয়
– মধ্যপ্রদেশ
– মেঘালয়

7. The land of drawn lit mountains কোন রাজ্যকে বলা হয়
– মেঘালয়
– সিকিম
– অরুনাচল প্রদেশ
– হিমাচল প্রদেশ

8. ভারত ও শ্রীলঙ্কা কে আলাদা করেছে
– ডানকান প্রনালী
– পক্ প্রনালী
– ম্যাকমোহন লাইন
– কোনোটিই নয়

9. ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি
– গুজরাট
– কেরল
– মধ্যপ্রদেশ
– হিমাচল প্রদেশ

10. কোন রাজ্যকে orchid state of India বলা হয়
– মেঘালয়
– অরুনাচল প্রদেশ
– সিকিম
– মনিপুর

11. আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল
– ত্রিপুরা
– উত্তরপ্রদেশ
– জম্মু ও কাশ্মীর
– কোনোটিই নয়

12. নিম্নলিখিত কোন দেশটি আন্দামানের নিকটতম ?
– নেপাল
– পাকিস্তান
– শ্রীলঙ্কা
– মায়ানমার

13. ভারতের কোন রাজ্যে নারী শিক্ষার হার সর্বনিম্ন ?
– মধ্যপ্রদেশ
– বিহার
– রাজস্থান
– মেঘালয়

14. ভারতের কোন রাজ্য মানব উন্নয়ন সূচকের মান সর্বোচ্চ ?
– পশ্চিমবঙ্গ
– কেরল
– গোয়া
– গুজরাট

15. ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমানার দৈর্ঘ্য সর্বাধিক ?
– চিন
– বাংলাদেশের 
– নেপাল
– পাকিস্তান

16. The land of forest কোন রাজ্যকে বলা হয়
– মধ্যপ্রদেশ
– অসম
– ঝাড়খন্ড
– হিমাচলপ্রদেশ

17. ছত্তিশগড় রাজ্যটি কোন রাজ্য বিভক্ত হয়ে গঠিত হয়েছে ?
– ঝাড়খন্ড
– মধ্যপ্রদেশ
– ওড়িশা
– অন্ধপ্রদেশ

18. ভারতের মোট উপকূলরেখার দৈর্ঘ্য কত ?
– 7317 কিমি
– 7910 কিমি
– 7517 কিমি
– 6519 কিমি

19. ভারতের মোট কটি জেলা আছে ?
– 718
– 716
– 752
– 729

20. ভারতের সবচেয়ে ছোটো জেলা
– বীরভূম
– বাকুড়া
– পুদুচেরির মাহে
– কোনোটিই নয়

Scroll to Top