Indian History Practice Set
1. কোন বংশের পতনের মাধ্যমে শূঙ্গ বংশ প্রতিষ্ঠিত হয়
- নন্দ
- হর্ষঙ্ক
- মৌর্য ✓
- কান্ব
2. অমিত্রঘাত উপাধি কে ধারণ করে?
- মহেন্দ্র
- সুশীম
- অশোক
- বিন্দুসার ✓
3. কে শেষ শূঙ্গ সম্রাট দেবভূতিকে হত্যা করে কান্ব বংশের প্রতিষ্ঠাত করেন?
- বাসুদেব কাণ্ব ✓
- ইন্দ্রভূতি
- মহাদেব
- মহারক্ষিত
4. মধ্যপন্থা কে প্রচলন করেন ?
- নেমিনাথ
- পার্শ্বনাথ
- গৌতম বুদ্ধ ✓
- মহাবীর
5. রাজগীর নামক নতুন শহরের প্রতিষ্ঠা করেন কে?
- উদয়ভদ্র
- বিম্বিসার ✓
- অজাতশত্রু
- প্রদ্যোত
6. পঞ্চশীল কোন ধর্মের একটি মত ?
- বৌদ্ধ ✓
- জৈন
- আজীবক
7. কোশল মহাজনপদের বর্তমান অবস্থান কোথায়?
- গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চল
- এলাহাবাদ ও তার পার্শ্ববর্তী অঞ্চল
- অযোধ্যা ✓
- দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল
8. মহাভাষ্য গ্রন্থটি রচনা করেন
- পতঞ্জলি ✓
- কালিদাস
- অশ্বঘোষ
9. গৌতম বুদ্ধ কোন নদীর তীরে দিব্যজ্ঞান লাভ করেছিলেন?
- ঋজূপালিকা
- নন্দী তারা
- পুরুষাণী
- নৈরঞ্জনা ✓
10. মহাশিলাকন্টক’ ও ‘রথ-মুসল’ নামক উন্নত যুদ্ধাস্ত্র কে ব্যবহার করেন ?
- উদয়ভদ্র
- নাগদাস
- বিম্বিসার
- অজাতশত্রু ✓
11. বিম্বিসারের পিতার নাম কী?
- ধনঞ্জয়
- ভট্টিয় ✓
- অবন্তীপুত্র
- কালাশোক
12. বসুমতী, মগধপুরা নামে কোন শহর পরিচিত ছিল?
- তক্ষশীলা
- মাহীস্মতী
- পাটলিপুত্র
- রাজগৃহ ✓
13. জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কী ছিল ?
- সিদ্ধার্থ
- সোমদেব
- অংশুমান
- বর্ধমান ✓
14. দ্বিতীয় তীর্থঙ্কর অজিতনাথের প্রতীক ছিল –
- কুমির
- হাতি ✓
- মহিষ
- সিংহ
15. দ্বিতীয় বৌদ্ধ সংগীতির সভাপতি ছিলেন
- বসুমিত্র
- মহাকাশ্যপ
- তিস্য
- যশ ✓
16. শুকতিমতি কোন মহাজনপদের রাজধানীর নাম?
- বৎস
- কুরু
- বৃজি
- চেদি ✓
17. বৌদ্ধ গ্রন্থ ‘ মহাবংশ ‘ ও অশ্বঘোষের বুদ্ধচরিত গ্রন্থে মগধে প্রথম বিখ্যাত রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে কোন রাজবংশের উল্লেখ করা হয়েছে?
- নন্দবংশ
- শিশুনাগ বংশ
- কুষাণ বংশ
- হর্যঙ্ক বংশ ✓
18. কলিঙ্গ যুদ্ধ কোন নদীর তীরে ঘটে?
- সুতলেজ
- রাভি
- দয়া ✓
- পুরুষাণি
19. ইতিহাসে পিতৃহন্তা রাজবংশ বলা হয়?
- মৌর্য
- গুপ্ত
- কুষাণ
- হর্যঙ্ক ✓
20. বিম্বিসারের কোন পত্নী মদ্রের রাজকন্যা ছিলেন?
- বজিরা
- খেমা ✓
- চেল্লনা
- কোশল দেবী
21. বুদ্ধের সারথির নাম কী?
- চন্ন ✓
- অশ্বজিৎ
- বাষ্প
- রামপুত্র
22. বাসসকার কার মন্ত্রী ছিলেন?
- শিশুনাগ
- অজাতশত্রু ✓
- শ্রীগুপ্ত
- অশোকের
23. তৃতীয় বৌদ্ধ সংগীতির সভাপতিত্ব করেন —
- বসুবন্ধু
- তিস্য ✓
- মহাকাশ্যপ
- সাবাকামি
24. নিম্নলিখিত কোনটি দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল?
- শূরসেন
- অস্মক ✓
- অবন্তী
- মগধ
25. কলিঙ্গ যুদ্ধ কবে সংঘটিত হয়?
- 269 খ্রিস্টপূর্ব
- 261 খ্রিস্টপূর্ব ✓
- 273 খ্রিস্টপূর্ব
- 267 খ্রিস্টপূর্ব
26. কোন মহাজনপদে মহাবীর ও গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন?
- কুরু
- বৃজি ✓
- অঙ্গ
- চেদি
27. কার শাসনকালে বৌদ্ধ পন্ডিত তারানাথ ভারত পরিভ্রমণ করেন?
- মহেন্দ্র
- কুণাল
- বিন্দুসার ✓
- অশোক
28. বৌদ্ধ শাস্ত্র অনুসারে গৌতম বুদ্ধের সন্যাস ব্রত গ্রহণকে বলা হয় –
- মহাভিনিষ্ক্রমণ ✓
- ধর্মচক্রপ্রবর্তন
- নির্বাণ লাভ
- মহাপরিনির্বাণ
29. বিন্দুসার কোন ধর্মের প্রতি খুব অনুরাগী ছিলেন?
- আজীবক ✓
- বৌদ্ধ
- জৈন
30. কোন গ্রন্থ থেকে জানা যায় যে শূঙ্গরা ছিলেন মহর্ষি ভরদ্বাজের বংশোদ্ভূত?
- মহাভাষ্য ✓
- মালবিকাগ্নিমিত্রম
- মহাবিভাষা
31. বৈদিক কুরু ও ভরত গোষ্ঠী কোন মহাজনপদে বসবাস করত?
- বৎস ✓
- বৃজি
- মল্ল
- চেদি
32. প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
- বল্লভি
- কুন্দলবন
- বৈশালী
- পাটলিপুত্র ✓
33. কোন শিলালিপিতে অশোকের প্রিয়দর্শী নামটি পাওয়া যায়?
- মাস্কি ✓
- ভব্রু
- দত্তপুর
- নিত্যুরে
34. মহাজন শব্দটির অর্থ কী?
- ক্ষুদ্র রাজ্য
- অনেক গুলো রাজ্যের সমষ্টি
- রাজধানী
- বৃহৎ রাজ্য ✓
35. কাকে শাক্যমুনি বলা হয় ?
- অশোক
- বুদ্ধ ✓
- মহাবীর
- ঋষভনাথ
36. চতুর্থ বৌদ্ধ সংগীতির সভাপতি ছিলেন
- মহাকাশ্যপ
- বসুমিত্র ✓
- তিস্য
- যশ
37. অবন্তী রাজ্যকে দুইভাগে ( উত্তর ও দক্ষিণে ) কোন নদী বিভক্ত করেছে ?
- বরুণা ও অসি
- চম্পা
- বেত্রবতী ✓
- গন্ডক নদী
38. প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খােদিত করেন?
- সমুদ্রগুপ্ত
- অশােক
- হর্ষবর্ধন
- কনিষ্ক ✓
39. শূঙ্গ বংশের শেষ রাজা ছিলেন –
- মহাদেব
- দেবভূতি ✓
- ইন্দ্রভূতি
40. গ্রিকরা কোন মহাজনপদকে ‘ গান্ডারিস ‘ নামে অভিহিত করেছিলেন?
- অস্মক
- গান্ধার ✓
- অবন্তী
- কম্বোজ