সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কৃত বিভিন্ন তথ্য
☐ সূর্যের কাছের গ্রহ ➟ বুধ
☐ সূর্যের দূরের গ্রহ ➟ নেপচুন
☐ দূরত্বানুযায়ী পৃথিবীর স্থান ➟ তৃতীয়
☐ আকৃতি অনুযায়ী পৃথিবীর স্থান ➟ পঞ্চম
☐ দ্রুতগামী ও ক্ষুদ্রতম গ্রহ ➟ বুধ
☐ সর্বাধিক ঘনত্বযুক্ত গ্রহ ➟ পৃথিবী
☐ সর্বাপেক্ষা কম ঘনত্বযুক্ত গ্রহ ➟ শনি
☐ পৃথিবীর যমজ গ্রহ ➟ শুক্র
☐ নীল গ্রহ ➟ পৃথিবী
☐ লালগ্রহ ➟ মঙ্গল
☐ সবুজ গ্রহ ➟ ইউরেনাস
☐ বৃহত্তম গ্রহ ➟ বৃহস্পতি
☐ বামন গ্রহ ➟ 3 টি – প্লুটো /সেরেস / এরিস
☐ সৌরজগতের বৃহত্তম উপগ্রহ ➟ গ্যানিমিড (বৃহস্পতি)
☐ শনির বৃহত্তম উপগ্রহ ➟ টাইটান
☐ মঙ্গলের দুটি উপগ্রহ ➟ ডিমোস ও ফোবস
☐ চ্যারণ ➟ প্লুটোর উপগ্রহ
☐ সূর্যের পর আমাদের কাছের নক্ষত্র ➟ পক্সিমা সেন্টাউরি
☐ সূর্য পৃথিবীর 13 লক্ষ গুন বড়ো ও 3 লক্ষ গুন ভারী
☐ সৌরজগতের সবচেয়ে বড়ো নক্ষত্র ➟ লুব্ধক
☐ 2006 সালে গ্রহের নতুন সংজ্ঞা হয় এবং প্লুটো বামন গ্রহ হয় (প্রাগ সম্মেলনে)
☐ এরিসের পূর্বনাম ছিল ➟ জেনা
☐ বৃহস্পতির উপগ্রহের সংখ্যা সর্বাধিক (67)
☐ উজ্জ্বলতম নক্ষত্র ➟ সিরিয়াস
সৌরজগৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য
☐ পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ ➟ স্পুটনিক(রাশিয়া)
☐ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট (1975, 19 april)
☐ হ্যালীর ধুমকেতু (HALLY’S COMET) 76 বছর বাদে বাদে দেখা যায়। শেষ দেখা গেছিল 1986। আবার দেখা যাবে 2062 সালে।
☐ সৌরজগতের বৃহত্তম গ্রহানুপুঞ্জ(Asteriods) ➟ সেরেস
☐ সৌরজগতের উজ্জ্বলতম Asteriods ➟ ভেস্তা
☐ খালি চোখে সূর্যের যে অংশ দেখা যায় তা হল ➟ করোনা
☐ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ➟ 14.88কোটি কিমি
☐ সূর্যকিরন পৃথিবীতে পৌছতে সময় লাগে ➟ 8মি 19 সেকেন্ড
☐ সূর্যের মূল শক্তির উৎস ➟ ফিউশন
☐ মিরান্ডা ইউরেনাসের উল্লেখযোগ্য উপগ্রহ
☐ টাইট্রন ➟ নেপচুনের বৃহত্তম উপগ্রহ
☐ চন্দ্রগ্রহনে পৃথিবী মাঝখানে আর সূর্যগ্রহনে চাঁদ মাঝখানে থাকে
☐ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ➟ 3,84,401 কিমি
☐ পৃথিবীকে পরিক্রমন করতে চাঁদের সময় লাগে 27 1/3 দিন
☐ চাঁদের মাধ্যাকর্ষন পৃথিবীর 1/6 গুন
☐ পৃথিবীর ভর চাঁদের 81গুন
সৌরজগৎ বা সৌর পরিবার
☐ চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ➟ 1.3 সেকেন্ড
☐ ভারতের প্রথম চন্দ্র অভিযান হল ➟ চন্দ্রায়ণ ➟ 1 (2008)
☐ পৃথিবীর প্রথম চন্দ্র অভিযান ➟ অ্যাপোলো 11 এর মূল অংশ কলম্বিয়া(1969,16 july)
☐ চাঁদের মাটিতে প্রথম মহাকাশচারী ➟ নীল আমস্ট্রং (ঈগল নামক যান 1969, 21 জুলাই)
☐ শুক্র পূর্ব থেকে পশ্চিমে ঘোরে
☐ শুক্রের আবর্তন কাল পরিক্রমন কালের থেকে বেশী
☐ শুক্র উজ্জ্বল ও উষ্ণতম গ্রহ
☐ শুকতারা বা সন্ধ্যাতারা আসলে শুক্রগ্রহ
☐ গ্যালেলিও বৃহস্পতির চারটে উপগ্রহ আবিষ্কার করেন ➟ গ্যানিমিড,লো,ক্যালিস্টো,ইউরোপা
☐ উইলিয়াম হারশেল ইউরেনাস আবিষ্কার করেন।
☐ J.G.GALLE নেপচুন আবিষ্কার করেন
☐ পৃথিবী থেকে চাঁদের 59% দেখা যায়
☐ পৃথিবীর ব্যাসার্ধ=6400 কিমি
☐ পৃথিবীর আবর্তন গতির ফলে ➟ দিনরাত্রি হয়, জোয়ার ভাঁটা,সূর্যোদয় সূর্যাস্ত,বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত হয়
☐ পৃথিবীর পরিক্রমন গতির জন্য ঋতু পরিবর্তন হয়
☐ অপসূর (সূর্য থেকে পৃথিবীর সর্বাধিক দুরত্ব) ➟ 4 জুলাই
☐ অনুসূর (সবচেয়ে কম দূরত্ব) ➟ 3 জানুয়ারী
☐ মহাবিষুব ➟ 21 মার্চ
☐ জলবিষুব ➟ 23 সেপ্টেম্বর
☐ কর্কট সংক্রান্তি ➟ 21জুন – উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড়ো ও রাত ছোটো
☐ মকর সংক্রান্তি ➟ 22ডিসেম্বর – দক্ষিন গোলার্ধে রাত বড়ো ও দিন ছোটো
☐ 70 1/2° উঃ ➟ নরওয়ের এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলে
☐ চাঁদের সর্বোচ্চ শৃঙ্গ ➟ mons huygens
☐ চাঁদে মাটিতে অধিক পরিমানে পাওয়া যায় ➟ টাইটেনিয়াম
☐ নাসার প্রথম মিশন for study sun ➟ Ulysses
☐ ইসরোর প্রথম সূর্য মিশন ➟ আদিত্য
এরকম আরও কিছু পোস্ট :
- বিভিন্ন দেশের স্বাধীনতা দিবসের তালিকা
- ভারতরত্ন পুরস্কার বিজয়ীদের তালিকা
- বিভিন্ন কৃষিজ পণ্য উৎপাদনে প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাজ্য
- বিভিন্ন দেশের স্বাধীনতা দিবসের তালিকা
- ভারতীয় রেলের জোন ও সদর দপ্তর তালিকা
Covered Topics : Facts about Solar System and the Earth, সৌরজগৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য, সৌরজগৎ বা সৌর পরিবার, সৌরজগত নিয়ে কিছু তথ্য