জীববৈচিত্র্য সম্মেলন (Convention on Biodiversity)
১৯৯২ খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও-ডি-জেনেইরো শহরে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনের মঞ্চে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি। এই চুক্তির উদ্দেশ্য ছিল জীববৈচিত্র্যের সংরক্ষণ, তার উপাদানগুলির দীর্ঘমেয়াদী ব্যবহারকে সুনিশ্চিত করা ও জিন সম্পদসমূহের ব্যবহার থেকে যে সুবিধা পাওয়া যাবে তা সমতার ভিত্তিতে ভাগ করে নেওয়া (ধারা ১)। এই চুক্তিতে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বলতে সে দেশের জীবসম্পদ ও জৈবসম্পদকেও বোঝানো হয়।
রিও সম্মেলন চলাকালীন এই চুক্তিতে স্বাক্ষর করেছিল ১৫৬-টি দেশ। সই করতে রাজি হয়নি আমেরিকা। রাজি হয়নি কারণ জীবসম্পদই হোক বা জৈবসম্পদ, আমেরিকা চেয়েছিল এগুলির ওপর ব্যক্তির অধিকারের স্বীকৃতি, রাষ্ট্রীয় অধিকারের নয়। শেষ পর্যন্ত অবশ্য আমেরিকার ইচ্ছেরই জয় হয়েছে, কারণ টিপস চুক্তি এইসব সম্পদের উপর ব্যক্তি-অধিকারের কথাই বলেছে, রাষ্ট্রীয় অধিকারের নয়। আর ট্রিপস চুক্তি কার্যকর হবার পর জীববৈচিত্র্য সন্ধি তার গুরুত্ব অনেকটাই হারিয়ে ফেলেছে।