Bangla GK Mixed MCQ Practice Set

31. 500 ও 1000 টাকার নোট বাতিল এর ঘোষণা হয়েছিল –
– 15 আগস্ট 2016
– 8 নভেম্বর 2016
– 31 মার্চ 2017
– 1 লা জানুয়ারি 2017

32. সংবিধানের কোন ধারায় অর্থ বিষয়ক সম্পর্কে আলোচনা করা হয়েছে?
– 110 নং ধারা
– 120 নং ধারা
– 122 নং ধারা
– 115 নং ধারা

33. কোনটি সার?
– N²
– NaNO²
– O²
– P⁴

34. কত সালে মনিপুর পুর্ণ রাজ্যের মর্যাদা লাভ পায়?
– 1989
– 1994
– 1990
– 1972

35. কোন পরিকল্পনায় ঘাটতি অর্থসংস্থান শুন্য ধরা হয়েছিল?
– সপ্তম
– প্রথম
– তৃতীয়
– নবম

36. প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে?
– 1900
– 1905
– 1907
– 1902

37. সমঝোতা এক্সপ্রেস ভারত এবং কোন দেশের মধ্যে চালু হয়?
– পাকিস্তান
– বাংলাদেশ
– নেপাল
– মায়ানমার

38. কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়?
– বিকিরণ
– পরিবহন
– পরিচলন
– কোনোটিই নয়

39. শিবসমুদ্র জলপ্রপাত
– কৃষ্ণা
– সুবর্ণরেখা
– কাবেরী
– শতদ্রু

40. জগজীবন রাম এর সমাধিস্থল কোথায়?
– উদয়ভূমি
– একথাস্থল
– অভয়ঘাট
– সমতাস্থল

Scroll to Top