11. কোনটি রাজ্য সরকার আরোপ করে?
– সম্পদ কর
– কোনোটিই নয়
– পেশা কর
– আয়কর
12. বায়ুমণ্ডলের যে বিরলতম গ্যাসটি সর্বাধিক, তা হল?
– হিলিয়াম
– জেনন
– আর্গন
– নিয়ন
13. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন তে নিচের কোন বিপ্লবীর অবদান সক্রিয় ছিল?
– চন্দ্রশেখর আজাদ
– লালা হরদয়াল
– গণেশ ঘোষ
– সূর্যসেন
14. কেন্দ্রে প্রথম অ- কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেয় কে?
– অটল বিহারী বাজপাই
– জয়প্রকাশ নারায়ণ
– চৌধুরী চরণ সিংহ
– মোরারজি দেশাই
15. অস্ট্রিয়া রাজধানী শহর?
– অটোয়া
– ক্যানবেরা
– বার্লিন
– ভিয়েনা
16. জকি শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
– সাইক্লিং
– জিমন্যাস্টিক
– ঘোড় দৌড়
– অ্যাথলেটিক্স
17. কোন সালে হিন্দু যুগের সমাপ্তি ঘটে
– 1204
– 1205
– 1207
– 1206
18. চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে?
– নেপাল
– বাংলাদেশ
– শ্রীলংকা
– ভুটান
19. মিজোরামে কোন ধরনের নৃত্য দেখা যায়?
– চিরাও
– থাংটা
– ডালখাই
– চ্যাংলো
20. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কোন তারিখে?
– 21 ফেব্রুয়ারী
– 20 ফেব্রুয়ারী
– 28 ফেব্রুয়ারী
– 24 ফেব্রুয়ারী