100 Bangla General Knowledge MCQ Practice Set

100 Bangla General Knowledge MCQ Practice Set

1. CD কি ধরনের data storage?
– None of these
– Magnetic
– Optical
– Electrical

2. বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন?
– কাশি
– বুদ্ধগয়া
– কুশিনগর
– সারনাথ

3. একটি পূর্ণ পরজীবি উদ্ভিদ হল-
– ভিসকাম
– অ্যগরিকাস
– স্বর্ণলতা
– রাস্না

4. জলে দ্রবণীয় ভিটামিন কোনটি?
– ভিটামিন D
– ভিটামিন B
– ভিটামিন E
– ভিটামিন A

5. CGS, MKS,FPS, SI পদ্ধতিতে নিচের কোন রাশির একক একই হয়?
– দৈর্ঘ
– সময়
– বল
– ত্বরন

দেখে নাও৭৫ টি বাংলা সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর – সেট ১৩

6. গরিবী হটাও স্লোগানটি কোন পঞ্চ বার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত?
– তৃতীয়
– চতুর্থ
– প্রথম
– পঞ্চম

7. অ্যসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের এর অনুপাত-
– 1:1
– 1:8
– 1:2
– 2:1

8. খারিফ শস্য কোন সময় বপন করা হয়?
– অক্টোবর-নভেম্বর
– জুন-জুলাই
– জুলাই আগস্ট
– মার্চ-এপ্রিল

9. আপেক্ষিক রোধের একক হলো–
– ওহম/মিটার
– ওহম
– ওহম-মিটার
– ওহম/মিটার2

10. 1 Byte = কত Bit?
– 8 Bit
– 7 Bit
– 9 Bit
– 6 Bit

Scroll to Top