100 Bangla General Knowledge MCQ Practice Set

81. গঙ্গা সমভূমির নবীর পলিগঠিত মাটিকে কি বলে?
– খাদার
– ভাবর
– ভুর
– ভাঙ্গর

82. নিচের কোনটি ধাতব দূষক নয়-
– ডিটারজেন্ট
– Cr
– Hg
– Pb

83. কোনটি রাষ্ট্রসঙ্ঘের ভাষা নয়?
– স্প্যানিশ
– হিন্দি
– ফ্রেঞ্চ
– মান্দারিন

84. শালিমার চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
– 1745
– 1765
– 1756
– 1739

85. যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় এবং কাছের দৃষ্টি ঠিক থাকে তাকে বলে-
– প্রেসবায়োপিয়া
– মায়োপিয়া
– হাইপারমেট্রোপিয়া
– ক্যাটারাক্ট

দেখে নাওMixed General Knowledge Set in Bengali – Set 18

86. সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে কোথায়?
– ক্লোরোপ্লাস্টের গ্রানায়
– মাইটকনডিয়াই
– ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
– কোনোটিই নয়

87. কোনো বস্তুর ওজন চাঁদে 3 কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে?
– 27 কেজি
– 18 কেজি
– 21 কেজি
– 12 কেজি

88. সুইডেনের মুদ্রার নাম কি?
– ক্রোন
– রিয়াল
– পেসো
– ডলার

89. অধাতুর আপেক্ষিক গুরুত্ব কত হয়?
– এক
– কোনোটিই নয়
– একের বেশি
– একের কম

90. ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথের চিহ্ন কি ছিল?
– সাপ
– ষাঁড়
– মহিষ
– সিংহ

Scroll to Top