100 Bangla General Knowledge MCQ Practice Set

41. রিচিলি সল্টের সংকেত কি?
– Na2SO4,10H2O
– C4H4KNaO6
– FeSO4,(NH4)2
– MgSO4,7H2O

42. কপার জিঙ্ক মিশিয়ে কোন ধাতুসংকর তৈরি করা হয়?
– পিতল
– জার্মান সিলভার
– নিকেল স্টিল
– কাসা

43. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?
– সমাচার দর্পন
– সংবাদ প্রভাকর
– কোনোটিই নয়
– বেঙ্গল গেজেট

44. আইলা ঝড়ের নামকরন করে কোন দেশ?
– বাংলাদেশ
– মালদ্বীপ
– ভারত
– শ্রীলঙ্কা

45. মৈকাল পর্বত কোথায় অবস্থিত?
– উত্তরপ্রদেশ
– রাজস্থান
– বিহার
– ছত্রিশগড়

দেখে নাও৫০টি সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর

46. যতদূর পর্যন্ত জীবের অস্তিত্ব পাওয়া যায় তাকে বলে-
– অ্যাটমোস্ফিয়ার
– ট্রপোস্ফিয়ার
– লিথোস্ফিয়ার
– বায়োস্ফিয়ার

47. নিচের কোনটি অ্যনটিভিটামিন?
– মিথাইল কোবালামিন
– আর্গস্টেরোল
– অ্যভিডিন
– সায়ানোকোবালামিন

48. মিথেন হাইড্রেটের সংকেত কি?
– 5CH4,8H2O
– 3CH4,12H2O
– 2CH4,20H2O
– 4CH4,23H2O

49. মহাবিষুব  কবে হয়?
– 24 মার্চ
– 22 মার্চ
– 23 মার্চ
– 21 মার্চ

50. বয়েলের সূত্র থেকে চাপ(P) ও ঘনত্বের(D) মধ্যে সম্পর্কটি লেখ-
– DR=P
– PD=R
– PD=TR
– PR=D

Scroll to Top