Bangla GK Mixed MCQ Practice Set

21. জলগাঁও শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
– নর্মদা
– তাপ্তি
– কাবেরী
– গোদাবরী

22. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন?
– কামরূপ
– সেন
– গৌড়
– পাল

23. ব্রাজিলের মুদ্রাকে কি বলা হয়?
– রুবেল
– ইয়েন
– ডলার
– রিয়েল

24. মিসাইল প্রোগ্রামের জনক কাকে বলে?
– বিক্রম সারাভাই
– ডঃ আব্দুল কালাম
– হোমি জে ভাবা
– কে সিভন

25. কোন শাসক বুদ্ধ এবং মহাবীর এর সমসাময়িক ছিলেন?
– সমুদ্র গুপ্ত
– অত শত্রু
– বিম্বিসার
– চন্দ্রগুপ্ত মৌর্য

26. কাকে এনার্জি কারেন্সি বলে?
– Adp
– Atp
– Gtp
– Amp

27. ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত?
– যুগ্ম তালিকা
– রাজ্য তালিকা
– কেন্দ্র তালিকা
– কোনোটিই নয়

28. BOD টেস্ট করা হয় –
– লোহা
– মাটি
– বায়ু
– জল

29. বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?
– 23 জুলাই
– 8 ডিসেম্বর
– 1মার্চ
– 1 ডিসেম্বর

30. Cng এর মূল উপাদান কোনটি?
– ইথেন
– বিউটেন
– কোনোটিই নয়
– মিথেন

Scroll to Top