200 Gk Question Answer in Bengali

31. মানুষের শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে ও, মস্তিষ্ক কতক্ষণ কাজ করে ?
– 5sec
– 5 min
– 3min
– 1sec

32. ইংরেজী উপন্যাস “কুলি” কার লেখা ?
– মীনা আলেকজান্ডার
– বর্ষা আদলেজা
– মুলক রাজ আনন্দ
– শোভা দে

33. ভারতে কোন জলের হ্রদ সবচেয়ে বেশি লবণাক্ত?
– সম্বর হ্রদ
– চিল্কা
– পেরিয়ার হ্রদ
– উলার হ্রদ

34. সাইমন কমিশন ভারতে আসে ______ খ্রিঃ।
– 1928
– 1929
– 1927
– 1930

35. চলন্ত মোটরগাড়ির বায়ুচাপ ?
– কোনোটিই নয়
– কমে
– একই থাকে
– বাড়ে

36. থাইরোক্সিন হরমোন উৎপন্ন হয় কোন আমাইনো এসিড থেকে?
– ফেব্রিকল
– টেক্সিমাটা
– টাইরোসিন
– টাইরোসিল

37. A promised Land বইটির লেখক কে ?
– বারাক ওবামা
– দালাই লাম
– শশী খারুর
– অরুন্ধতী রায়

38. ক্ষারীয় দ্রবনে ph হয় – 
– 5 এর বেশি
– 5 এর কম
– 7 এর কম
– 7 এর বেশি

39. সোলার সিস্টেম এর আবিষ্কারক কে?
– আর্কিমিডিস
– কোপারনিকাস
– লিওনার্দ দ্য ভিঞ্চি
– গ্যালিলিও

40. আলেকজান্ডার এর শিক্ষক কে ছিলেন ?
– সেলুকাস
– প্লেটো
– ফিলিপ
– অ্যারিস্টল

Scroll to Top