200 Gk Question Answer in Bengali

161. নিচের কোনটি একটি মৌলিক বর্ণ নয়?
– হলুদ
– সবুজ
– লাল
– নীল

162. ভারতীয় ব্যাটসম্যানদের র মধ্যে সর্বপ্রথম কে হেলমেট ব্যবহার করেন ?
– সি কে নাইডু
– গুন্ডাপ্পা বিশ্ব নাথ
– মহিন্দর অমরনাথ
– পঙ্কজ রায়

163. হরনবমী কোথাকার উৎসব?
– ঝাড়খণ্ড
– গোয়া
– উত্তর প্রদেশ
– মধ্যপ্রদেশ

164. নিচের কোনটি সবুজ সার ফসল?
– মটর
– তুলা
– সূর্যমুখী
– আখ

165. পরমাণু পরিমান যখন সোডিয়াম থেকে ক্লোরিনে যায় তখন_____?
– প্রথমে বৃদ্ধি পায় পরে কমে।
– বৃদ্ধি পায়
– হ্রাস পায়
– একই থাকে

166. 14 তম আইসিসি পুরুষদের বিশ্বকাপ 2027 কোথায় হবে ?
– চিন
– কোনটি নয়
– ভারত
– দক্ষিণ আফ্রিকা

167. কোন ভারতীয় ভাষাকে ‘প্রাচ্যের ইতালিয় ভাষা’ বলা হয় ?
– অসমিয়া
– তেলুগু
– বাংলা
– মালয়লম

168. কে সর্ব ভারতীয় খিলাফত সম্বেলন র সভাপতি নির্বাচিত হয়েছিল?
– মতিলাল নেহেরু
– জহরলাল নেহেরু
– চিত্তরঞ্জন দাশ
– গান্ধীজি

169. চন্দ্কা হস্তী সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত
– বিহার
– সিকিম
– আসাম
– উড়িষ্যা

170. তড়িৎ বিশ্লেষণ হয়না কোন পদার্থের?
– যৌগিক
– মিশ্র
– মৌলিক
– কোনোটিই নয়

Scroll to Top