200 Gk Question Answer in Bengali

191. ‘ World No Tobacco Day’ পালন করা হয় কবে ?
– ৫ জুন
– ৩০মে
– ২ জানুয়ারি
– ৩১ মে

192. মগধের কোন শাসক পাটলিপুত্র শহর তৈরি করেন
– বিম্বিসার
– উদয়িন
– কনিষ্ক
– হর্ষবর্ধন

193. কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত?
– জোরহাট
– গৌহাটি
– রাঁচি
– ভুবনেশ্বর

194. রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত ?
– ব্যডমিন্টন
– ফুটবল
– ক্রিকেট
– হকি

195. চিরাও কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য?
– মিজোরাম
– সিকিম
– মনিপুর
– নাগাল্যান্ড

196. নিউটনের মাধ্যাকর্ষণ এর নিয়ম কোথায় প্রযোজ্য হয়?
– সর্বত্র
– চাঁদে
– গবেষণাগারে
– পৃথিবীতে

197. বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর মিলিত হয় ভারতের কোন স্থানে ?
– ইন্দিরা পয়েন্ট
– রামেশ্বরম
– কোনোটিই না
– কন্যাকুমারীকা 

198. কোন শ্রেণীর গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে না?
– 1
– 5
– 18
– 10

199. সোমসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
– অন্ধ্র প্রদেশ
– লাদাখ
– কেরালা
– তামিলনাড়ু

200. জলের ওপর কোনো সবুজ রঙের বস্তুকে জলের মধ্যে একজন ডুবুরী কী রঙের দেখবে?
– কালো
– সবুজ
– নীল
– হলুদ

Scroll to Top