200 Gk Question Answer in Bengali
1. কে “স্পিরিট অফ ইসলাম” গ্রন্থটি লিখেছেন ?
– থিয়োদর রেক
– সৈয়দ আমীর আলী ✓
– আবদুল ওয়াহাব
– মহসিন উল মূলক
2. পৃথিবীতে থাকা 90 কেজি ওজনের কোনো বস্তুকে চাঁদ নিয়ে গেলে তার ওজন কত হবে
– 21
– 43
– 23
– 15 ✓
3. বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কী ছিল ?
– আইহোল
– হাম্পি ✓
– কাঞ্চিপুর
– মাইশোর
4. রংঝাল যে ধাতু দুটির ধাতুসঙ্কর , তা হল—
– টিন এবং জিঙ্ক
– জিঙ্ক এবং তামা
– টিন এবং সীসা ✓
– জিঙ্ক এবং সীসা
5. 1947 সালের 15 ই অগাস্ট কী বার ছিল ?
– সোম
– রবি
– শুক্র ✓
– শনি
6. হাইকোর্টের বিচারপতিদের অবসরের সময় কাল –
– নির্দিষ্ট করে বলা নেই
– 65
– 68
– 62 ✓
7. দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী কে?
– মমতাজ বেগম
– সুলতান রাজিয়া ✓
– বেগম রোকেয়া
– নূরজাহান
8. কম্পিউটার সব অংশ নিয়ন্ত্রণ করে –
– হার্ডওয়ার
– সফটওয়্যার
– কন্ট্রোল ইউনিট ✓
– সি পি ইউ
9. বাল্মিকী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
– বিহার ✓
– কেরালা
– কর্ণাটক
– মহারাষ্ট্র
10. 2023 ICC Men’s Cricket World Cup কোথায় অনুষ্ঠিত হবে?
– S আফ্রিকা
– অস্ট্রেলিয়া
– ভারত ✓
– ইংল্যান্ড