100 MCQ – Life Science GK in Bengali

41. কোন জোড়াটি সঠিক ?
– এন্টিকিটোজেনিক হরমোন – এড্রিনালিন
– বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ – জিব্বরেলিন
– সংকটকালীন হরমোন – থাইরক্সিন
– ইনসুলিনের কম ক্ষরণ – বহুমূত্র

42. মানুষের মস্তিষ্কের যে অংশটি শ্বাসকার্য, লালাক্ষরণ, মূত্রত্যাগ ইত্যাদি কার্য নিয়ন্ত্রন করে, সেটি হলো –
– লঘুমস্তিস্ক
– থ্যালামাস
– সুষুন্মাশীর্ষক
– পনস

43. অশ্রুতে উপস্থিত উৎসেচকটি হলো 
– লাইসোজোম
– পেপসিন
– অ্যামাইলেজ
– লাইপেজ

44. স্নায়ুর সর্ববহিস্থ আবরণীর নাম  –
– এন্ডো নিউরিয়াম
– নিউরোলেমা
– পেরিনিউরিয়াম
– এপিনিউরিয়াম

45. মায়োলিন আবরণী দেখা যায় –
– নিউরোনের অ্যাক্সনে ও ডেনড্রনে
– কোনো কোনো নিউরোনের ডেনড্রনে
– কোনো কোনো নিউরোনের অ্যাক্সনে
– সকল নিউরোনের অ্যাক্সনে

দেখে নাওজীবনবিজ্ঞান অধ্যায় : উৎসেচক – প্রশ্ন ও উত্তর

46. স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলা হয় –
– ডেন্ড্রোপ্লাজম
– এসিটাইল কোলিন
– নিউরোপ্লাজম
– অ্যাক্সপ্লাজাম

47. প্রদত্ত কোন অংশে CSF থাকে না ?
– নিউরাল ক্যানাল
– সাব-আরাকোনোয়েড স্পেস
– মস্তিস্ক ভেন্ট্রিকল
– সেন্ট্রাল ক্যানাল

48. কোন হরমোনকে বৃদ্ধি প্রতিরোধী বা বৃদ্ধিরোধক হরমোন বলে ?
– অক্সিন
– জিব্বেরেলিন
– ইথিলিন
– অ্যাবসাইসিক অ্যাসিড

49. অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হলো 
– হাইপোথ্যালামাস
– সেরিব্রাম
– সেরিবেলাম
– থ্যালামাস

50. পশ্চাদ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হলো –
– STH
– অক্সিটোসিন
– GTH
– TSH

Scroll to Top