ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ
ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ -এর নামের তালিকা দেওয়া রইলো ।
নং | রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল | সর্বোচ্চ শৃঙ্গ |
---|---|---|
১ | অন্ধ্রপ্রদেশ | আর্মা কোন্ডা/সিথাম্মাকোন্ডা |
২ | অরুনাচল প্রদেশ | কাংটো |
৩ | নাগাল্যান্ড | মাউন্ট সরামতি |
৪ | বিহার | সোমেশ্বর ফোর্ট |
৫ | ছত্তিশগড় | নামবিহীন (নামযুক্ত সর্বোচ্চ স্থান হল গৌড়লতা, ১২২৫ মি উচ্চতা) |
৬ | গোয়া | সংসগর |
৭ | গুজরাট | গিরনার |
৮ | হরিয়ানা | করহ পিক |
৯ | হিমাচলপ্রদেশ | রিও পুর্গিল |
১০ | ঝারখন্ড | পরেশনাথ |
১১ | কর্নাটক | মুল্লয়ানাগিরি |
১২ | কেরালা | আনাইমুদি |
১৩ | মধ্যপ্রদেশ | ধুপগড় |
১৪ | মহারাষ্ট্র | কলসুবাই |
১৫ | মনিপুর | মাউন্ট ইসো |
১৬ | মেঘালয় | শিলং পিক |
১৭ | মিজোরাম | ফৌংগপুই |
১৮ | আসাম | তুমজাঙ্গ |
১৯ | উড়িষ্যা | দেওমালি |
২০ | পাঞ্জাব | নাম বিহীন শৃঙ্গ |
২১ | রাজস্থান | গুরু শিখর |
২২ | সিকিম | কাঞ্চনজঙ্ঘা |
২৩ | তামিলনাড়ু | দোদাবেতা |
২৪ | তেলেঙ্গানা | ডলি গুত্তা |
২৫ | ত্রিপুরা | বেটলিংছিপ |
২৬ | উত্তরপ্রদেশ | আমসট পিক |
২৭ | উত্তরাখন্ড | নন্দা দেবী |
২৮ | পশ্চিমবঙ্গ | সান্দাকফু |
২৯ | আন্দামান ও নিকোবর | স্যাডল পিক |
৩০ | লাদাখ | সালতরা কাংরী |
৩১ | জম্মু ও কাশ্মীর | নুন পিক |
৩২ | দিল্লী | তুঘলকবাদ দূর্গ |
দেখে নাও :
কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা তালিকা
কোন নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত
ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর
ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম ও বর্তমান নাম
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের তালিকা, সর্বোচ্চ শৃঙ্গ অনুযায়ী ভারতের রাজ্য তালিকা PDF, সর্বোচ্চ শৃঙ্গ অনুযায়ী ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকা PDF, Highest Peaks in States of India, ভারতের রাজ্য গুলির সর্বোচ্চ শৃঙ্গ PDF Download, ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের, List of Indian states and union territories by highest point