সালোকসংশ্লেষ ও শ্বসন – প্রশ্ন ও উত্তর

সালোকসংশ্লেষ ও শ্বসন – প্রশ্ন ও উত্তর

সালোকসংশ্লেষ ও শ্বসন চ্যাপ্টার থেকে দেওয়া রইলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ।

1. হিল বিকারক বলা হয়
– NADP+
– -COOH
– ADH
– OH-

2. সালোকসংশ্লেষের বিভিন্ন গবেষণার অগ্রগতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়
– ক্ল্যামাইডোমোনাস
– হাইড্রিলা
– ক্লোরেল্লা
– পালংশাক

3. ক্যারোটিনয়েডস কোন পদার্থের দ্বারা গঠিত?
– শুধুমাত্র ক্যারোটিন
– ক্যারোটিন
– উভয়েই
– জ্যান্থোফিল

4. ফোটোসিন্থেসিস শব্দটি হল
– ইটালিক শব্দ
– গ্রিক শব্দ
– রোমান শব্দ
– লাতিন শব্দ

5. সবাত শ্বসন প্রক্রিয়ায় কত পরিমাণ শক্তি নির্গত হয়?
– 50 kcal
– 45 kcal
– 686 kcal
– 300 kcal

6. সবুজ মূল দেখতে পাওয়া যায় –
– গুলঞ্চ
– লাউ
– ফণীমনসা
– শালুক

7. ফোটোসিন্থেসিস শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
– হেকেল
– ক্যামেলিও গলগি
– বার্নেস
– ওপারিন

8. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয়?
– ATP
– পাইরুভিক অ্যাসিড
– উভয়েই
– কোনোটিতেই নয়

9. শ্বসনে মোট কত অনু ATP উৎপন্ন হয়?
– 28 অনু
– 34 অনু
– 30 অনু
– 38 অনু

10. কোশীয় শ্বসন কয় প্রকার?
– দুই প্রকার
– চার প্রকার
– পাঁচ প্রকার
– তিনপ্রকার

11. নিম্নলিখিত কোন বর্ণের আলোতে সালোকসংশ্লেষ হয়?
– নীল
– সবুজ
– লাল ও নীল
– লাল

12. আলোক বিশ্লেষণ প্রক্রিয়ায় অপর নাম হল
– ব্ল্যাকম্যান বিক্রিয়া
– হিল বিক্রিয়া
– EMP পথ
– Z প্রকল্প

13. শ্বসন একপ্রকার
– অপচিতি বিপাক
– উপচিতি বিপাক

14. শ্বাসমূল ছিদ্র লক্ষ্য করা যায়
– আম গাছে
– সুন্দরী গাছে 
– নারকেল গাছে
– লেবু গাছে

15. সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ঘটে
– স্ট্রোমায়
– সাইটোপ্লাজম
– ম্যাট্রিক্সে
– গ্রাণায়

16. গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়?
– মাইটোকন্ড্রিয়া
– সাইটোপ্লাজম
– নিউক্লিয়াস
– প্লাস্টিড

17. সন্ধান প্রক্রিয়ায় কোন উৎসেচক ব্যবহৃত হয় –
– সাইটোকাইনেজ
– জাইমেজ
– নিউক্লিয়েজ
– কাইনেজ

18. দেহতলের মাধ্যমে শ্বসন সম্পন্ন করে
– ফড়িং
– চিংড়ি
– অ্যামিবা
– আরশোলা

19. অবাত শ্বসন লক্ষ্য করা যায়
– ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া
– সালফার ব্যাকটেরিয়া
– মিথেন ব্যাকটেরিয়া
– উপরোক্ত সবকটিতে

20. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন উৎপন্ন হয় , তার উৎস
– কার্বন ডাই অক্সাইড
– জল
– সূর্যালোক
– হাইড্রোজেন

21. ক্রেবস চক্র প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হয়?
– কোষপ্রাচীর
– প্লাস্টিড
– মাইটোকন্ড্রিয়া
– সাইটোপ্লাজম

22. শ্বসনের সময় কী উৎপন্ন হয়
– নাইট্রোজেন
– কার্বন ডাই অক্সাইড
– অক্সিজেন
– হাইড্রোজেন

23. যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোশস্থ খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তির মুক্তি ঘটে তাকে বলা হয়
– বাষ্পোমোচন
– সালোকসংশ্লেষ
– পরিবহন
– শ্বসন

24. রাইবিউলোজ বিস- ফসফেটের পুনঃসংশ্লেষ প্রক্রিয়া কী নামে পরিচিত?
– EMP পথ
– কেলভিন চক্র
– ক্রেবস চক্র
– গ্লাইকোলাইসিস

( নবম শ্রেণীর জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর, দশম শ্রেণীর জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর )

Comments are closed.

Scroll to Top