মানব সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো মানব সংবহনতন্ত্র সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
আরো দেখে নাও : সালোকসংশ্লেষ ও শ্বসন – প্রশ্ন ও উত্তর
1. কে সর্বপ্রথম কপাটিকা গুলির কার্যকারিতা ব্যাখ্যা করেন?
– স্যান্ডউইচ
– রোজালিন ফ্রাঙ্ক
– উইলিয়াম হার্ভে
– লিউয়েনহুক
2. অলিন্দের প্রসারন কাল কত সময় স্থায়ী হয়?
– 0.5 sec
– 0.4 sec
– 0.7 sec
– 0.3 sec
3. কখন দ্বিতীয় হৃৎধ্বনি শোনা যায়?
– নিলয়ের প্রসারন
– অলিন্দের প্রসারন
– নিলয়ের সংকোচন
– অলিন্দের সংকোচন
4. হৃৎপিন্ডের আবরনকে কী বলে?
– এন্ডোকার্ডিয়াম
– হৃৎ্ধরাঝিল্লি
– ক্যাপসুল
– প্লুরা
5. সাধারণ ইলেকট্রোকার্ডিওগ্রাম কয়টি তরঙ্গ নিয়ে গঠিত?
– 5 টি
– 4 টি
– 2 টি
– 3 টি
6. করোনারি ধমনি কার সাথে যুক্ত থাকে?
– বাম অলিন্দ
– বাম নিলয়
– ডান অলিন্দ
– ডান নিলয়
7. নিম্নের কোনটি সংবহনতন্ত্রের গোলযোগ নয়?
– ডোয়ারফিজম
– অ্যাথেরোস্ক্রেরোসিস
– হার্ট অ্যাটার্ক
– হাইপার টেনশন
8. হৃৎস্পন্দনের হার ও হৃৎচক্রের সময়ের সম্পর্ক কি?
– সমান
– ব্যস্তানুপাতিক
– সমানুপাতিক
– বর্গের সমানুপাতিক
9. একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ঘাত পরিমাণ কত?
– 70 মিলিলিটার
– 60 মিলিলিটার
– 55 মিলিলিটার
– 65 মিলিলিটার
10. মানুষের সংবহনতন্ত্রের মূল উপাদান কয়টি?
– 3 টি
– 4 টি
– 5 টি
– 2 টি
আরো দেখে নাও : জনন ও বংশগতি প্রশ্ন ও উত্তর
11. মাইট্রাল ভালব(Mitral valve) অবস্থিত—–
– বাম অলিন্দ ও বাম নিলয়
– বাম অলিন্দ ও ডান নিলয়
– ডান অলিন্দ ও ডান নিলয়
– ডান অলিন্দ ও বাম নিলয়
12. নিম্নের কে হৃৎপিন্ডকে বিনা বাধায় সংকুচিত ও প্রসারিত হতে সাহায্য করে?
– এন্ডোকার্ডিয়াম
– পেরিকার্ডিয়াল তরল
– এপিকার্ডিয়াম
– মায়োকার্ডিয়াম
13. রক্তবাহ কয় প্রকারের?
– 3 প্রকার
– 4 প্রকার
– 5 প্রকার
– 2 প্রকার
14. মহিলাদের হৃৎপিন্ডের ওজন দেহ ওজনের কত শতাংশ?
– 0.38 %
– 0.35 %
– 0.45 %
– 0.40 %
15. নিম্নের কার আকৃতি ত্রিকোনাকার পিরামিডের মতো?
– ডান নিলয়
– বাম নিলয়
– ডান অলিন্দ
– বাম অলিন্দ
16. নিম্নের কে হৃৎ-কপাটিকা(Heart Valves) তৈরি করে?
– এপিকার্ডিয়াম
– এন্ডোকার্ডিয়াম
– পেরিকার্ডিয়াল তরল
– মায়োকার্ডিয়াম
17. নিম্নের কোনটি দ্বৈত সংবহনের তাৎপর্য নয়?
– এই সংবহনের পথ সংক্ষিপ্ত ও দীর্ঘ
– ডি অক্সিজেনেটেড ব্লাড অধিক কার্বন ডাইঅক্সাইড বহন করে
– অক্সিজেনেটেড ব্লাড অধিক কার্বন ডাইঅক্সাইড বহন করে
– এটি অক্সিজেনেটেড ও ডি অক্সিজেনেটেড রক্তের মিশ্রণে বাধা দেয়
18. হৃৎপিন্ডের সম্মুখ তলটি কোথায় অবস্থান করে?
– মধ্যচ্ছদার দিকে
– অস্থি পাঞ্জরের দিকে
– মেরুদন্ডের দিকে
– স্টারনামের দিকে
19. কোন হরমোন হৃৎকার্যকারিতা নিয়ন্ত্রণ করে?
– অ্যাড্রেনালিন
– থাইরয়েড
– হাইপোথ্যালামাস
– পিটুইটারি
20. প্রতি হৃৎচক্রে কয়টি ঘটনা পর্যায়ক্রমে সংঘটিত হয়?
– 2 টি
– 6 টি
– 3 টি
– 4 টি
21. হৃৎপিন্ডের গহ্বর কয়টি প্রকোষ্ঠে বিভক্ত?
– 6 প্রকোষ্ঠ
– 2 প্রকোষ্ঠ
– 4 প্রকোষ্ঠ
– 3 প্রকোষ্ঠ
22. ইউস্টেচিয়ান কপাটিকা অবস্থান করে—-
– ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থলে
– করোনারী সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে
– বাম নিলয় ও মহা ধমনীর সংযোগস্থলে
– নিম্ন মহা শিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে
আরো দেখে নাও : ৫০টি জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর
Comments are closed.