গ্যাসের সূত্রাবলি – প্রশ্ন ও উত্তর
1. আদর্শ গ্যাস কে তরলিকৃত করা যায় না কারণ কি
– এটি তরলীকৃত হওয়ার আগে কঠিনে পরিণত হয়
– এর অনুগুলি অপেক্ষাকৃত ছোট
– এর আণবিক আকর্ষণ বল নগণ্য ✅
– এর ক্রান্তি তাপমাত্রা সর্বদা 0° সেন্টিগ্রেড এর উপর থাকে
2. PV=RT সমীকরণ কে কি বলে?
– গ্যাস আয়তন সমীকরণ
– বয়েলের সমীকরণ
– চার্লসের সমীকরণ
– আদর্শ গ্যাস সমীকরণ ✅
3. একটি আদর্শ গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতা, আণবিক ভর ও মোলার গ্যাস ধ্রুবক যথাক্রমে P, V, T, M, ও R হলে উক্ত গ্যাসের ঘনত্ব কত ?
– P/RT
– M/V
– RT/PM
– MP/RT ✅
৫০টি সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর
4. নিচের কোনটি আদর্শ গ্যাস ?
– নাইট্রোজেন
– অক্সিজেন
– হাইড্রোজেন
– কোনাটিই নয় ✅
5. আদর্শ গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করা যাবে–
– চাপ ও ভর স্থির রেখে এবং আয়তন হ্রাস করে
– চাপ ও আয়তন স্থির রেখে এবং ভর কমিয়ে
– ভর স্থির রেখে এবং আয়তন ও চাপ বাড়িয়ে ✅
– আয়তন ও ঘরে স্থির রেখে এবং চাপ কমিয়ে
6. একটি দীর্ঘ নলের দ্বারা শুষ্ক NH3 ও HCL এর দুটি বোতল যুক্ত আছে । একসঙ্গে নলের প্রান্ত দুটি খুলে দিলে নলে NH4Cl এর সাদা ধোঁয়া সৃষ্টি হবে কোথায় ?
– সমগ্র নলে
– HCL বোতলের কাছে ✅
– নলের কেন্দ্রে
– NH3 বোতলের কাছে
7. বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাস অপেক্ষা কম কেন ?
– অনুগুলির গতিশক্তি বৃদ্ধির জন্য
– অনুগুলির আকারের জন্য
– অনুগুলির মধ্যকার সংসক্তি বল এর জন্য ✅
– সবগুলোই সঠিক
২৫টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – সেট ২
8. প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোন গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত?
– 22L
– 23L
– 23.4L
– 22.4L ✅
9. ভ্যানডার ওয়ালস সমীকরণে সংসক্তি বলের জন্য যে রাশিটি অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হল –
– RT
– a/V² ✅
– R/T
– (V-b)
10. কোন গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত ?
– 84
– 21 ✅
– 20
– 42
11. নিষ্ক্রিয় গ্যাস গুলির মধ্যে কোনটির স্ফুটনাংক সবচেয়ে কম ?
– নিয়ন
– জেনন
– হিলিয়াম ✅
– আর্গন
12. যে উষ্ণতায় কোন গ্যাস, আদর্শ গ্যাস থেকে সর্বোচ্চ বিচ্যুতি দেখাই সেটি হল –
– 100°C ও 2 atm
– 500°C ও 1 atm
– -100°C ও 5 atm ✅
– 0°C ও 1 atm
13. একটি আদর্শ গ্যাসের সংনম্যতা ধ্রুবকের মান কত ?
– 2.0
– 1.0 ✅
– 1.5
– অসীম
14. কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন ?
– ম্যাকডোনাল্ড
– মাদাম কুরি
– রাদারফোর্ড
– ক্যাভেন্ডিস ✅
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – সেট ৩
15. একটি আবদ্ধ পাত্রে p atm চাপে সম পরিমাণ অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাস আছে যদি ওই আঁধার থেকে নাইট্রোজেনকে বের করে নেওয়া হয় তাহলে চাপ হবে –
– 2p
– p²
– p
– p/2 ✅
16. “V সমানুপাত n” ইহা কার সূত্রের গাণিতিক রূপ ?
– বোরের সূত্র
– অ্যাভোগাড্রো সূত্র ✅
– চার্লসের সূত্র
– বয়েলের সূত্র
17. N=6.023×10^²³ সংখ্যাটি কোন বিজ্ঞানী নির্ণয় করেন ?
– ডালটন
– বয়েল
– অ্যাভোগাড্রো
– মিলিকান ✅
18. বায়ু কি ?
– মিশ্রন ✅
– দ্রবণ
– যৌগ
– মৌল
19. 27°C উষ্ণতা ও 1 atm চাপে 1 লিটার নাইট্রোজেন গ্যাসে n সংখ্যাক অনু থাকলে সম উষ্ণতা ও চাপে 4 লিটার অক্সিজেন গ্যাসের অনুর সংখ্যা কত
– n/4
– 2n
– n
– 4n ✅
১০০টি General Knowledge in Bangla – MCQ – সেট ৭
20. একটি গ্যাস আদর্শ গ্যাসের মত আচরণ করবে কখন
– উষ্ণতা কম ও চাপ বেশি হয়
– উষ্ণতা ও চাপ কম হয়
– উষ্ণতা ও চাপ উচ্চ হয়
– উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ হয় ✅
21. যদি নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন সম-তাপমাত্রায় প্রাথমিক আয়তনের 1/4 ভাগ করা হয় তাহলে গ্যাসের চাপ বাড়বে—-
– ছয় গুণ
– দুই গুন
– চার গুণ ✅
– এক গুন
22. উষ্ণতা ও ভর ধ্রুবক থাকে কোন সূত্রে ?
– বয়েলের সূত্র ✅
– গে লুসাকের চাপ সূত্র
– চার্লসের সূত্র
– কোনোটিই নয়