পর্যায় সারণী প্রশ্ন উত্তর – রসায়নের প্রশ্ন ও উত্তর
পর্যায় সারণী প্রশ্ন উত্তর – রসায়নের প্রশ্ন ও উত্তর ( Periodic Table Questions Answers in Bengali ) .
1. ইউরেনিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক কত ?
– ৯২ ✓
– ১০০
– ১০৫
– ১১১
2. উল্লিখিত কোনটি ইলেকট্রন আসক্তি শুন্য ?
– F
– N
– Ne ✓
– O
3. প্রদত্ত কোন যৌগে অষ্টক সূত্র প্রযোজ্য ?
– BCl3
– BeCl2
– NH3 ✓
– LiH
4. Ne এর মত ইলেকট্রন বিন্যাস যুক্ত আয়ন হলো –
– N²-
– Na+
– Al³+ ✓
– Ca²+
5. তড়িৎ ঋণাত্মকতা পরমাণুর কোন ক্ষমতা নির্দেশ করে ?
– ইলেকট্রন বিকর্ষণ
– ইলেকট্রন আকর্ষণ ✓
– প্রোটন আকর্ষণ
– প্রোটন বিকর্ষণ
দেখে নাও – বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের তালিকা
6. লিথিয়াম এর সঙ্গে কোন মৌলটির কৌণিক সম্পর্ক আছে ?
– বেরিলিয়াম
– ম্যাগনেসিয়াম ✓
– হিলিয়াম
– ক্যালসিয়াম
7. দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে হ্যালোজেন মৌল গুলি অবস্থিত ?
– ১৬
– ২
– ১৭ ✓
– ১
8. তেজস্ক্রিয় মৌল নয় কোনটি ?
– Pm
– Pu
– Pt ✓
– Po
9. কোনটি ক্ষার ধাতু নয় ?
– Cs
– Al ✓
– Rb
– K
10. পর্যায় সারণিতে সন্ধিগত মৌলের সংখ্যা –
– ৩৮ ✓
– ১০
– ১৪
– ২৮
11. নিম্নলিখিত মৌলগুলির মধ্যে সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক মৌলটি হল –
– K
– Na
– Mg ✓
– Cs
12. কোনটি সন্ধিগত মৌল নয় ?
– Ca ✓
– Fe
– Cr
– Co
দেখে নাও – সংকর ধাতু বা ধাতু সংকর – উপাদান ও ব্যবহার
13. নিম্নলিখিত কোন মৌলটি ইলেকট্রন ত্যাগ করবে ?
– Mg
– K ✓
– Ca
– Na
14. পরিবর্তনশীল যোজ্যতা কোন ধরনের মৌলের ক্ষেত্রে দেখা যায় ?
– সন্ধিগত মৌল ✓
– নিষ্ক্রিয় মৌল
– হ্যালোজেন মৌল
– ক্ষার ধাতু
15. তড়িৎ ঋণাত্মকতার একক হল –
– ডাইন
– eV
– আর্গ
– একক বিহীন ✓
16. উল্লেখিত কোন ধর্মটি পর্যাবৃত্ত নয় ?
– আয়নীভবন বিভব
– ইলেকট্রন আসক্তি
– তড়িৎ ঋণাত্মকতা
– তেজস্ক্রিয়তা ✓
17. সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক ধাতু কোনটি ?
– K
– Fr
– Rb
– Cs ✓
18. নিচের মৌল গুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন ?
– B
– F
– Be ✓
– C
19. উল্লিখিত কোনটি তীব্র বিজারক দ্রব্য ?
– Na
– K ✓
– Li
– Au
দেখে নাও – বিভিন্ন ভৌত রাশির একক – SI ও CGS পদ্ধতিতে
20. একই শ্রেণী বরাবর সবচেয়ে নিচের মৌলটির –
– সবকটি সত্য ✓
– ধাতব গুণ বেশি
– আয়নায়ন বিবাহ কম
– পরমাণুর ব্যাসার্ধ বেশি
21. নিচের কোন মৌলটি চ্যালকোজেন মৌল ?
– Cl
– Si
– Se ✓
– P
22. নিচের কোন জোড়াটি একই শ্রেণীভূক্ত ?
– N, O
– O, S
– B, C ✓
– Na, Mg
23. উল্লেখিত কোন মৌলের প্রথম আয়নীভবন বিভব সর্বাধিক ?
– O
– N ✓
– B
– C
24. পর্যায় সারণির শেষ প্রাকৃতিক মৌলটি হল –
– রেডিয়াম
– ইউরেনিয়াম ✓
– বেরিয়াম
– থোরিয়াম
25. মেন্ডেলিফের আদি পর্যায় সারণিতে নিষ্ক্রিয় মৌলগুলিকে প্রবেশ করান কে ?
– প্ল্যাঙ্ক
– বোর ✓
– রামসে
– রাদারফোর্ড
দেখে নাও – কার্বন ও কার্বনঘটিত যৌগ – প্রশ্ন ও উত্তর
26. মেন্ডেলিফের আদি পর্যায় সারণিতে মৌলের সংখ্যা ছিল কতগুলি ?
– ৭৫
– ৬২
– ৫০
– ৬৩ ✓
27. দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণি সংখ্যা কত ?
– ১৮ ✓
– ৭
– ৮
– ৯
28. ৩, ১১, ১৯, ৩৭ পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল গুলিকে বলা হয় –
– মুদ্রা ধাতু
– নোবেল গ্যাস
– ক্ষারীয় মৃত্তিকা ধাতু
– ক্ষার ধাতু ✓
29. কোন মৌলটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি ?
– সোনা
– লোহা
– হীরে
– তামা ✓
30. প্রদত্ত কোনটি এর পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক ?
– H
– K ✓
– Na
– Li
31. নিচের মৌল গুলির মধ্যে কোনটি হ্যালোজেন শ্রেণীর নয় ?
– Ar ✓
– F
– Br
– Cl
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান, পর্যায় সারণি (Periodic table). ছোট প্রশ্ন ও উত্তর, পর্যায় সারণী প্রশ্ন উত্তর PDF, দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – পর্যায় সারণী – সমস্ত প্রশ্ন উত্তর, Class 10 physical science periodic table question, পর্যায় সারণী ও মৌলসমূহের ধর্মের পর্যায়বৃত্ততা, পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the properties of elements)
ক্ষারকীয় মৃত্তিকার ধাতুগুলির যোজ্যতা কী?