ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা দেওয়া রইলো ।

নংবিমানবন্দরঅবস্থান
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরপালাম, নিউ দিল্লী
ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরইম্ফল, মণিপুর
কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরকান্নুর, কেরালা
কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরকোজিকোড, কেরালা
কেম্পেগোদা আন্তর্জাতিক বিমানবন্দরব্যাঙ্গালুরু, কর্ণাটক
কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরকোচি, কেরালা
কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দরকোয়েম্বাটুর, তামিলনাড়ু
গয়া বিমানবন্দরগয়া, বিহার
চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরচণ্ডীগড়
১০চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরচেন্নাই, তামিলনাড়ু
১১চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরলখনউ, উত্তরপ্রদেশ
১২ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরমুম্বাই, মহারাষ্ট্র
১৩জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরজয়পুর, রাজস্থান
১৪ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরনাগপুর, মহারাষ্ট্র
১৫ডাবোলিম এয়ারপোর্টগোয়া
১৬তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরতিরুচিরাপল্লী, তামিলনাড়ু
১৭ত্রিভান্দুম আন্তর্জাতিক বিমানবন্দরতিরুবনন্তপুরম, কেরালা
১৮দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরইন্দোর, মধ্যপ্রদেশ
১৯নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরকলকাতা, পশ্চিমবঙ্গ
২০পুনে আন্তর্জাতিক বিমানবন্দরপুনে, মহারাষ্ট্র
২১বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দরশিলিগুড়ি, পশ্চিমবঙ্গ
২২বিজয়ওয়ারা আন্তর্জাতিক বিমানবন্দরগন্নাভারাম, অন্ধ্রপ্রদেশ
২৩বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরভুবনেশ্বর, ওড়িশা
২৪বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দরবিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ
২৫বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরপোর্টব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
২৬মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দরমাদুরাই, তামিলনাড়ু
২৭ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দরম্যাঙ্গালোর, কর্ণাটক
২৮রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরহায়দ্রাবাদ, তেলেঙ্গানা
২৯লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরবারাণসী, উত্তরপ্রদেশ
৩০লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরগুয়াহাটি, আসাম
৩১শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দরশ্রীনগর, জম্মু ও কাশ্মীর
৩২শ্রী গুরু রামদাস জী আন্তর্জাতিক বিমানবন্দরঅমৃতসর, পাঞ্জাব
৩৩সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরআহমেদাবাদ, গুজরাট
৩৪সুরাট আন্তর্জাতিক বিমানবন্দরসুরাট, গুজরাট
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ

Covered Topics : ভারতের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর, International Airports in India

ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর তালিকা

আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কিত প্রশ্ন ও উত্তর :

কেম্পেগোদা আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে।

সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

গুজরাটের আহমেদাবাদে।

বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে।

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

কলকাতায়।

লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

আসামের গুয়াহাটিতে।

চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

উত্তরপ্রদেশের লখনউ তে ।

লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

উত্তরপ্রদেশের বারাণসীতে।

রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

তেলেঙ্গানার হায়দ্রাবাদে।

শ্রী গুরু রামদাস জী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

পাঞ্জাবের অমৃতসরে।

ড: বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

মহারাষ্ট্রের নাগপুরে।

ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

মহারাষ্ট্রের মুম্বাইয়ে।

বিজয়ওয়ারা আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

অন্ধ্রপ্রদেশের গন্নাভারামে।

বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

ওড়িশার ভুবনেশ্বরে।

দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর কোথায় অবস্থিত ?

মধ্যপ্রদেশের ইন্দোরে।

ত্রিভান্দুম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

কেরালার তিরুবনন্তপুরমে।

শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে।

Scroll to Top