ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তালিকা
নং | পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | রাজ্য |
---|---|---|
১ | নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | উত্তরপ্রদেশ |
২ | কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | কর্ণাটক |
৩ | কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | গুজরাট |
৪ | কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | তামিলনাড়ু |
৫ | মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | তামিলনাড়ু |
৬ | তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | মহারাষ্ট্র |
৭ | রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | রাজস্থান |
ভারতে মোট কতগুলি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ?
ভারতে ৭টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ২২টি পারমাণবিক চুল্লি রয়েছে।
ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ?
কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি ?
অপ্সরা
ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ?
তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
ভারতে প্রথম পারমাণবিক কেন্দ্র কত সালে গঠিত হয় ?
৯৬৯ সালে।
এই পোস্টে নিচের টপিকগুলি কভার করা হয়েছে ।
Covered Topics : List of Nuclear Power Plants in India, ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও কোন রাজ্যে অবস্থিত, ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কোন পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা – Hydroelectric Projects of India