ভারতবর্ষের হাইকোর্টের তালিকা
ভারতবর্ষের হাইকোর্টের তালিকা দেওয়া রইলো।
নাম | প্রতিষ্ঠাকাল | এক্তিয়ারভুক্ত অঞ্চল |
---|---|---|
এলাহাবাদ হাইকোর্ট | ১৭ ই মার্চ ১৮৬৬ | উত্তরপ্রদেশ |
আন্ধ্রপ্রদেশ হাইকোর্ট | ১ লা জানুয়ারী ২০১৯ | আন্ধ্রপ্রদেশ |
বম্বে হাইকোর্ট | ১৪ অগাস্ট ১৮৬২ | মহারাষ্ট্র, গোয়া, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি |
ক্যালকাটা হাইকোর্ট | ১ জুলাই ১৮৬২ | পশ্চিমবঙ্গ, আন্দামাঞ্জ ও নিকবর দ্বীপপুঞ্জ |
ছত্তিসগড় হাইকোর্ট | ১ নভেম্বর ২০০০ | ছত্তিশগড় |
দিল্লী হাইকোর্ট | ৩১ অক্টোবর ১৯৬৬ | দিল্লী |
গৌহাটি হাইকোর্ট | ১ মার্চ ১৯৪৮ | অসম, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও নাগাল্যান্ড |
গুজরাট হাইকোর্ট | ১ মে ১৯৬০ | গুজরাট |
হিমাচল প্রদেশ হাইকোর্ট | ২৫ জানুয়ারী ১৯৭১ | হিমাচল প্রদেশ |
জম্মু ও কাশ্মীর হাইকোর্ট | ২৬ মার্চ ১৯২৮` | জম্মু ও কাশ্মীর, লাদাখ |
ঝাড়খন্ড হাইকোর্ট | ১৫ নভেম্বর ২০০০ | ঝাড়খন্ড |
কর্ণাটক হাইকোর্ট | ১৮৮৪ | কর্ণাটক |
কেরালা হাইকোর্ট | ১ নভেম্বর ১৯৫৬ | কেরালা, লাক্ষাদ্বীপ |
মধ্যপ্রদেশ হাইকোর্ট | ২ জানুয়ারী ১৯৩৬ | মধ্যপ্রদেশ |
মাদ্রাজ হাইকোর্ট | ১৫ আগস্ট ১৮৬২ | তামিলনাডু, পুদুচেরি |
মনিপুর হাইকোর্ট | ২৫ মার্চ ২০১৩ | মনিপুর |
মেঘালয় হাইকোর্ট | ২৩ মার্চ ২০১৩ | মেঘালয় |
উড়িষ্যা হাইকোর্ট | ৩ এপ্রিল ১৯৪৮ | ওড়িষ্যা |
পাটনা হাইকোর্ট | ২ সেপ্টেম্বর ১৯১৬ | বিহার |
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট | ১৫ আগস্ট ১৯৪৭ | চন্ডিগড়, হরিয়ানা, পাঞ্জাব |
রাজস্থান হাইকোর্ট | ২১ জুন ১৯৪৯ | রাজস্থান |
সিকিম হাইকোর্ট | ১৬ মে ১৯৭৫ | সিকিম |
তেলেঙ্গানা হাইকোর্ট | ১ জানুয়ারী ২০১৯ | তেলেঙ্গানা |
ত্রিপুরা হাইকোর্ট | ২৬ মার্চ ২০১৩ | ত্রিপুরা |
উত্তরাখন্ড হাইকোর্ট | ৯ নভেম্বর ২০০০ | উত্তরাখন্ড |
ভারতের হাইকোর্ট সম্পর্কিত কিছু তথ্য –
- ভারতে বর্তমানে ২৫টি হাইকোর্ট রয়েছে ।
- ভারতের প্রাচীনতম হাইকোর্ট – কলকাতা হাইকোর্ট । প্রতিষ্ঠিত হয় ১লা জুলাই ১৮৬২ সালে।
- হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি।
- হাইকোর্টের বিচাপতিদের অবসরের বয়স ৬২ বছর।
- ২০০০ সালে মোট তিনটি হাইকোর্ট প্রতিষ্টিত হয় – উত্তরাখন্ড হাইকোর্ট, ঝাড়খন্ড হাইকোর্ট ও ছত্তীসগড় হাইকোর্ট।
- ২০১৩ সালে মোট তিনটি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় – ত্রিপুরা হাইকোর্ট, মেঘালয় হাইকোর্ট ও মনিপুর হাইকোর্ট।
- ২০১৯ সালে মোট দুটি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় – অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ও তেলেঙ্গানা হাইকোর্ট।
এরকম আরও কিছু পোষ্ট :
- ভারতের কৃষিজ গবেষণাগার তালিকা
- ভারতের পদাধিকারী ব্যক্তিদের বেতন তালিকা
- বিভিন্ন ধরণের ফোবিয়া বা ভীতি সমূহের তালিকা
- ভারতের বিভিন্ন প্রতিরক্ষাবাহিনীর মূলমন্ত্র তালিকা
Covered Topics : List of High Courts in India, Important Facts about Indian High Court, ভারতের উচ্চ আদালতসমূহের তালিকা, ভারতের হাইকোর্টের তালিকা, ভারতের বিভিন্ন হাইকোর্ট ও তার প্রতিষ্ঠা সাল তালিকা