ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন তালিকা

ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন তালিকা

সালস্থানসভাপতিতাৎপর্য
১৮৮৫বোম্বেউমেশচন্দ্র ব্যানার্জি৭২ জন প্রতিনিধি অংশগ্রহন করেছিলেন
১৮৮৬কলকাতাদাদাভাই নৌরজিকংগ্রেস সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করে
১৮৮৭মাদ্রাজবদরুদ্দিন তৈয়াবজিজাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি
১৮৮৮এলাহাবাদজর্জ ইউলজাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি
১৮৮৯বোম্বেউইলিয়াম ওয়েডারবানব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠন
১৮৯৬কলকাতারাহিমতুল্লা সাহানিবন্দেমাতরম গানটি প্রথম গাওয়া হয়
১৯০৬কলকাতাদাদাভাই নৌরজিস্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন দাদাভাই নৌরজি
১৯০৭সুরাটরাসবিহারী ঘোষকংগ্রেস নরমপন্থী ও চরম্পন্থিতে ভেঙে যায়
১৯১১কলকাতাবিষেন নারায়ণ ধর“জন-গণ-মন” – গানটি প্রথম গাওয়া হয়
১৯১৬লখনৌঅম্বিকাচরণ মজুমদারকংগ্রেস ওমুসলিম লিগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়
১৯১৭কলকাতাঅ্যানি বেসান্তপথম মহিলা সভাপতি
১৯২৩গয়াচিত্তরঞ্জন দাসস্বরাজ্য দল -এর গঠন
১৯২৪বেলগাঁওগান্ধীজিগান্ধীজি প্রথম ও শেষবারের জন্য সভাপতি হন
১৯২৫কানপুরসরোজিনী নাইডুপ্রথম ভারতীয় মহিলা সভাপতি
১৯২৮কলকাতামতিলাল নেহেরুঅখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়
১৯২৯লাহোরজওহরলাল নেহেরুপূর্ণ স্বরাজের দাবি করা হয়
১৯৩০ সালের ২৬ জানুয়ারী স্বাধীনতা দিবস উদযাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয়
১৯৩১করাচীসর্দার বল্লভ ভাই প্যাটেলমৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়
১৯৩৭ফৈজপুরজওহরলাল নেহেরুপ্রথম গ্রাম্য অধিবেসনে প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয়
১৯৩৮হরিপুরাসুভাষচন্দ্র বসুদক্ষিণপন্থীদের বিরোধিতা চূর্ণ করে কর্মপন্থার জয় সূচিত হয়
১৯৩৯ত্রিপুরীসুভাষচন্দ্র বসুগান্ধীজি মনোনীত পার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাস্ত করেন নেতাজি
গান্ধীজি ও তার সমর্থকদের অসহযোগিতায় নেতাজি
পদত্যাগ করতে বাধ্য হন
১৯৪০রামগড়মৌলানা আবুল কালাম আজাদসারা ভারত ব্যাপী আইন-অমান্য আন্দোলনের
জন্য কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি দ্রুত সমাপ্ত
করার সিদ্ধান্ত গৃহীত হয়
১৯৪৬মিরাটজে. বি. কৃপালিনীভারতের স্বাধীনতা পর্যন্ত নির্বাচিত হন

Covered Topics : জাতীয় কংগ্রেসের প্রথম যুগ, জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন, ভারতের জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন ও নির্বাচিত সভাপতি

জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?

প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই তে , ১৮৮৫ সালে ।

জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় বসে?

কলকাতা

জাতীয় কংগ্রেসের জনক কে?

এলান অক্টাভিয়াম হিউম

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উমেশচন্দ্র বন্দোপাধ্যায়

1 thought on “ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন তালিকা”

Comments are closed.

Scroll to Top