গরুত্বপূর্ণ GK প্রশ্নোত্তর

প্রশ্ন: বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ কত ?
উত্তর : ৭৮.০২%

প্রশ্ন: বাতাসে অক্সিজেন এর পরিমাণ কত :
উত্তর : ২০.৬১%

প্রশ্ন: হাইড্রজেন মৌলের অনুতে পরমানুর সংখ্যা কত ?
উত্তর : ২ টি

প্রশ্ন: কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?
উত্তর : পরমানুর প্রোটন সংখ্যা

প্রশ্ন: উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?
উত্তর :গ্রাফাইট

প্রশ্ন: লেখার চক কী দিয়ে তৈরী ?
উত্তর :ক্যালসিয়াম সালফেট

প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?
উত্তর : তামা

প্রশ্ন: গ্যাভানাইজিং কী ?
উত্তর : লোহার উপর দস্তার প্রলেপ

প্রশ্ন: অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?
উত্তর : লাল করে

প্রশ্ন: ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ?
উত্তর : নীল করে

প্রশ্ন: ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় ?
উত্তর : অলুমনিয়াম

প্রশ্ন: কোন অধাতু বিদ্যুৎ অপরিবাহী ?
উত্তর : গ্রাফাইট

প্রশ্ন: পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ?
উত্তর : নিউট্রন

প্রশ্ন: পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উত্তর : প্রোটন

প্রশ্ন: পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উত্তর : ইলেকট্রন

প্রশ্ন: হীরক উজ্জ্বল দেখায় কেন ?
উত্তর : আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য

প্রশ্ন: জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয় ?
উত্তর : ফরমালিন

প্রশ্ন: কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উত্তর :ক্লোরোপিক্রিন

প্রশ্ন: পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ?
উত্তর : ১০৯ টি

প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ?
উত্তর : ৯২ টি

প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ?
উত্তর : ৭০ টি

প্রশ্ন: ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উত্তর : গ্যাসীয় অবস্থায়

প্রশ্ন: আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উত্তর : কঠিন অবস্থায়

প্রশ্ন: লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উত্তর : নাইট্রাস অক্সাইড

প্রশ্ন: মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি কোথায় ?
উত্তর : ভূপৃষ্ঠে

প্রশ্ন: নবায়নযোগ্য শক্তির উৎস কোথায় ?
উত্তর : ফুয়েল সেল

প্রশ্ন: প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী ?
উত্তর : উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি

প্রশ্ন: আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ?
উত্তর : মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে

প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ?
উত্তর : শূন্য

প্রশ্ন: পাহাড়ে ওঠা কষ্টকর কেন ?
উত্তর : অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করার জন্য

প্রশ্ন: কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?
উত্তর : কালো

প্রশ্ন: কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
উত্তর : ৩ টি

প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে ?
উত্তর : বিকিরণ পদ্ধতিতে

প্রশ্ন: কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উত্তর : পরিবহন পদ্ধতিতে

প্রশ্ন: তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উত্তর : পরিচলন পদ্ধতিতে

প্রশ্ন: গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ?
উত্তর : সাদা

প্রশ্ন: শীত কালে কেন কালো কাপড় পরিধান করা ভালো ?
উত্তর : কালো কাপড় তাপ শোষণ করে বলে

প্রশ্ন: রেল লাইনে দুটি পাতের মধ্যে কেন ফাঁকা রাখা হয় ?
উত্তর : তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়

প্রশ্ন: শীত কালে ভেজা কাপড় তারাতারি শুখে যায় কেন ?
উত্তর : বাতাসে জলীয় বাস্প কম থাকে বলে

প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উত্তর : কঠিন মাধ্যমে

প্রশ্ন: চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ?
উত্তর : বাতাস নেই বলে

প্রশ্ন: শূন্য ঘরে শব্দ জোরে হয় কেন ?
উত্তর : শূন্য ঘরে শব্দের শোষণ ক্ষমতা কম বলে

প্রশ্ন: সমুদ্রের গভীরতা কী দিয়ে পরিমাপ করা হয় ?
উত্তর : প্রতিধ্বনি দিয়ে

Scroll to Top