গরুত্বপূর্ণ GK প্রশ্নোত্তর

প্রশ্ন: ‘ সোডা ওয়াটার ‘ কী ?
উত্তর : পানিতে কার্বনডাই অক্সাইড এর মিশ্রন

প্রশ্ন: সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি ?
উত্তর : হাইড্রজেন

প্রশ্ন: সর্বাপেক্ষা ভারী ধাতু কোনটি ?
লরেনসিয়াম

প্রশ্ন: সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি ?
উত্তর : লিথিয়াম

প্রশ্ন: সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি ?
উত্তর : রেডন

প্রশ্ন: পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ?
উত্তর : ইলেকট্রন

প্রশ্ন: সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ?
উত্তর : প্ল্যাটিনাম

প্রশ্ন: ‘উড স্পিরিট ‘ কী ?
উত্তর : মিথাইল এলকোহল

প্রশ্ন: তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ?
উত্তর : পিতল

প্রশ্ন: তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ?
উত্তর : ব্রোঞ্জ

প্রশ্ন: সাধারণত বেটারিতে কোন ধরনের তরল বেবহৃত হয় ?
উত্তর : সালফিউরিক অ্যাসিড

প্রশ্ন: ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?
উত্তর : কার্বন

প্রশ্ন: ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
উত্তর : ০.১৫ – ১.৫ %

প্রশ্ন: একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?
উত্তর : ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড

প্রশ্ন: রাজ অম্ল কী কাজে বেবহৃত হয় ?
উত্তর : সোনা গলাতে

প্রশ্ন: ভিনেগার কাকে বলে ?
উত্তর : ৪% -১০% এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবনকে

প্রশ্ন: রেকটিফাইড স্পিরিট হলো ?
উত্তর : ৯৫% ইথাইল আলকোহল + ৫% পানি

Scroll to Top