বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ উপন্যাস ও রচয়িতা তালিকা
নং | উপন্যাস | রচয়িতা |
---|---|---|
1 | তিতাস একটি নদীর নাম | অদৈত্য মল্লবর্মন |
2 | প্রথম প্রতিশ্রুতি | আশাপূর্ণা দেবী |
3 | সুবর্ণলতা | আশাপূর্ণা দেবী |
4 | হুতুম প্যাঁচার নকশা | কালীপ্রসন্ন সিংহ |
5 | গণদেবতা | তারাশংকর বন্দোপাধ্যায় |
6 | হাঁসুলি বাঁকের উপকথা | তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় |
7 | মৃত্যুক্ষুধা | নজরুল ইসলাম |
8 | টেনিদা সমগ্র | নারায়ণ গঙ্গোপাধ্যায় |
9 | আলালের ঘরের দুলাল | প্যারীচাঁদ মিত্র |
10 | দুর্গেশনন্দিনী | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
11 | দেবী চৌধুরানী | বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় |
12 | আনন্দ মঠ | বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় |
13 | কপালকুণ্ডলা | বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় |
14 | ভূবনসোম | বলাইচাঁদ মুখোপাধ্যায় |
15 | পথের পাঁচালি | বিভূতিভূষণ বন্দোপাধ্যায় |
16 | আরণ্যক | বিভূতিভূষণ বন্দোপাধ্যায় |
17 | চাঁদের পাহাড় | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
18 | সাহেব বিবি গোলাম | বিমল মিত্র |
19 | কোনি | মতি নন্দী |
20 | ছোটবাবু | মতি নন্দী |
21 | হাজার চুরাশির মা | মহাশ্বেতা দেবী |
22 | অরণ্যের অধিকার | মহাশ্বেতা দেবী |
23 | পদ্মা নদীর মাঝি | মাণিক বন্দোপাধ্যায় |
24 | পুতুল নাচের ইতিকথা | মাণিক বন্দোপাধ্যায় |
25 | গোরা | রবীন্দ্রনাথ ঠাকুর |
26 | শেষের কবিতা | রবীন্দ্রনাথ ঠাকুর |
27 | চোখের বালি | রবীন্দ্রনাথ ঠাকুর |
28 | ঘরে বাইরে | রবীন্দ্রনাথ ঠাকুর |
29 | পথের দাবী | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
30 | চরিত্রহীন | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
31 | শ্রীকান্ত | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
32 | দেবদাস | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
33 | পরিণীতা | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
34 | ব্যোমকেশ সমগ্র | শরদিন্দু বন্দ্যোপাধ্যায় |
35 | তুঙ্গভদ্রার তীরে | শরদিন্দু বন্দ্যোপাধ্যায় |
36 | ঘুনপোকা | শীর্ষেন্দু মুখোপাধ্যায় |
37 | ফেলুদা সমগ্র | সত্যজিত রায় |
38 | কামনা বাসনা | সমরেশ বসু |
39 | প্রথম আলো | সুনীল গঙ্গোপাধ্যায় |
40 | সেই সময় | সুনীল গঙ্গোপাধ্যায় |
41 | অরণ্যের দিনরাত্রি | সুনীল গঙ্গোপাধ্যায় |
42 | বেদের মেয়ে | হরপ্রসাদ শাস্ত্রী |
Covered Topics : বিখ্যাত উপন্যাসের রচয়িতা, List Authors of Bengali Novels, বিখ্যাত উপন্যাসের রচয়িতার নাম তালিকা, গোরা উপন্যাসের রচয়িতা কে?, দেবদাস উপন্যাস কার লেখা?, উপন্যাসের রচয়িতাদের তালিকা, বিখ্যাত উপন্যাসের লেখক
উপস্থাপনা চমৎকার! এসইও প্রশংসার দাবী রাখে।
Valo laglo
Sanrakshan karbo
ধন্যবাদ ।