৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট – ৯

৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট

৪০ টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তরের সেট দেওয়া রইলো।

দেখে নাও – ৫০টি General Awareness in Bangla MCQ – সেট ৮

1. মাছ ও উভচরের মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণীর নাম ?
– অর্কিওপটেরিকক্স
– লাংফিস
– a ও b উভয়
– শিলাকান্ত মাছ

2. হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত?
– মৎস্য উৎপাদন বৃদ্ধি
– দুগ্ধ উৎপাদন বৃদ্ধি
– আলু উৎপাদন বৃদ্ধি
– তৈল বীজ উৎপাদন বৃদ্ধি

3. অ্যাকোয়া ফরটিস কোন অ্যাসিডের পূর্ব নাম?
– নাইট্রিক অ্যাসিড
– সালফিউরিক অ্যাসিড
– সাইট্রিক অ্যাসিড
– অ্যাসিটিক অ্যাসিড

4. মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত?
– ৩১ জোড়া
– ১২ জোড়া
– ১২টি
– ১০ জোড়া

5. তড়িৎযোজী বন্ধনের অভিমুখ কেমন ?
– ডানদিকে
– উপরের দিকে
– নির্দিষ্ট দিক নেই
– বামদিকে

6.  স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব হলো – 
– 27 সেমি
– 25 সেমি
– 23 সেমি
– 30 সেমি

7. পাকস্থলীর অর্ধজীর্ণ খাদ্যবস্তুকে কি বলে ?
– কাইম
– কাইন
– লাইম
– বোলাস

8. কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে?
– ইথিলিন
– ফ্লোরিজেন
– অক্সিন
– থাইরক্সিন

9. বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে, কারণ –
– ঘর্ষণ শূন্য হয়ে যায়
– ঘর্ষণ কমে যায়
– কোনটি নয়
– ঘর্ষণ বেড়ে যায়

10. ভারতের প্রথম বিদ্রোহী নাটক কোনটি?
– নীলদর্পণ
– নবান্ন
– কারাগার
– আলমগীর

দেখে নাও – ১০০টি General Knowledge in Bangla – MCQ – সেট ৭

11. ভারত এর জাতীয় পতাকা ডাকটিকিট এ কবে স্থান পেয়েছে
– 1947
– 1948
– 1950
– 1949

12. বায়ুতে শব্দের বেগ কিসের উপর নির্ভরশীল নয় ?
– ঘনত্ব
– আদ্রতা
– উষ্ণতা
– চাপ

13. অ্যালভিওলাই কোথায় থাকে ?
– হৃদপিণ্ডে
– ডিম্বাশয়ে
– বৃক্কে
– ফুসফুসে

14. বালি যাত্রা উৎসব কি কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
– উড়িষ্যা
– অরুণাচল প্রদেশ
– বিহার
– পশ্চিমবঙ্গ

15. HCL কোন অবস্থায় অ্যাসিডধর্মী ?
– সমস্ত অবস্থায়
– জলীয় দ্রবণে
– কঠিন
– গ্যাসীয়

16. SO2 কি ধরনের অক্সাইড ?
– ক্ষারীয়
– আম্লিক
– উভধর্মী
– প্রশম

17. রৈখিক দ্রুতি = কৌণিক বেগ × _____ ?
– ভর
– চাপ
– ব্যাস
– ব্যাসার্ধ

18. নেপালিদের পবিত্র নদীর নাম কী?
– সানকোশি
– সেতি
– কালী গণ্ডক
– বর্ণালী

19. কোন প্রাণীর বৃক্ক জনন অঙ্গ হিসেবে কাজ করে?
– লেমুর
– গন্ডার
– জলহস্তী
– হাঙর

20. P তরঙ্গ কোনটি সাথে জড়িত?
– তেজস্ক্রিয়তা
– ভূমিকম্প
– নদীর গতি
– সমুদ্র স্রোত

দেখে নাও – ১০০ টি মিক্সড GK MCQ প্রশ্ন ও উত্তর – সেট ৬

21. বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়?
– ২৬ শে সেপ্টেম্বর
– ২৫শে সেপ্টেম্বর
– ২৮ শে সেপ্টেম্বর
– ২৭ শে সেপ্টেম্বর

22. গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায় ?
– ক্ষুদ্রান্ত্রে
– যকৃৎ
– বৃক্ক
– অগ্নাশয়

23. হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে?
– মোঃ কুতুব শাহ
– ইব্রাহিম কুতুব শাহ
– মহম্মদ কুলিকুতুব শাহ
– জামসিদ কুতুব শাহ

24. কোন দেশের পার্লামেন্টকে সোংডু বলে ?
– নেপাল
– আফগানিস্তান
– ভুটান
– মায়ানমার

25. সাঁওতাল বিদ্রোহ কবে ঘটেছিল?
– ১৮৫৫ সালে
– ১৮৭১ সালে
– ১৮৫৯ সালে
– ১৮৫৬ সালে

26. যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে?
– বাবর
– আকবর
– ঔরঙ্গজেব
– শাহজাহান

27. ইকতা প্রথা প্রচলন করেন কে
– বারবি
– ইলতুৎ মিস
– বলবন
– মাহমুদ ঘরি

28. রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে?
– আব্রাহাম লিংকন
– বার্ডেন পাওয়াল
– হেনরী ডুরান্ট
– ফ্লোরেন্স নাইটিঙ্গেল

29. ভারতের জাতীয় আয় প্রথম গণনা করেন কে?
– পি কে মহলানবিশ
– কেউ নন
– দাদাভাই নৌরজি
– ভি কে আর ভি রাও

30. ম্যাডোনা ছবিটি কে এঁকেছিলেন?
– রাফায়েল
– রেমব্রান্ট
– তিশান
– পাবলো পিকাসো

দেখে নাও – ২৫টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর – সেট ৫

31. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি?
– ১৯৮৫-৯০
– ১৯৮০-৮৫
– ১৯৭০-৭৫
– ১৯৭৫-৮০

32. কোন ধরণের কয়লায় অন্তধূরম পাতনে কোক পাওয়া যায় ?
– অ্যানথ্রাসাইট
– লিগনাইট
– পিট

33. ভোলাটাইল মেমোরি কোনটি ?
– কোনটি নয়
– ROM
– RAM
– RAM & ROM উভয়

34. কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না?
– হিমোগ্লোবিন
– ফাইব্রিন
– হেপারিন
– থার্মপ্রস্টিন

35. মানবদেহে জ্বালানি হিসেবে কোনটি কাজ করে?
– ভিটামিন
– শর্করা
– জল
– প্রোটিন

36. ম্যালথাসীয় তত্ত্ব কী সম্পর্কীত?
– সরকারী আয় ব্যয়
– কৃষি উৎপাদন
– শিল্প উৎপাদন
– জনসংখ্যা

37. স্যান্ডউইচ দ্বীপ এর বর্তমান নাম কি?
– হাওয়াই
– ইন্দোনেশিয়া
– বালি
– মরিসাস

দেখে নাও – জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – সেট ৩

38. ক্লোরিনের যোজ্যতাকক্ষে কটি ইলেকট্রন আছে ?
– 9
– 8
– 7
– 6

39. আতশবাজিতে সবুজ রং উৎপন্ন করতে কোন পদার্থের ক্লোরাইড লবণ ব্যবহার করা হয়?
– বেরিয়াম
– স্ট্রনশিয়াম
– ক্যালসিয়াম
– সোডিয়াম

40. বর্তমানে লোকসভা সদস্য সংখ্যা কত
– 345
– 445
– 245
– 545

41. ওয়েরস্টেড কিসের একক?
– কম্পাঙ্ক
– আধান
– চৌম্বক তীব্রতা
– সান্দ্রতা

42. টাইটানিক সিনেমার পরিচালক কে?
– স্টিভেন স্পিলবার্গ
– জেমস ক্যামেরন
– এদের কেউ নন
– আইজেনস্টাইন

43. 1m = ____ fm ?
– 1010
– 1009
– 1012
– 1015

1 thought on “৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট – ৯”

  1. সাধারন জ্ঞানের এই আর্টিকেল বা প্রশ্ন গুলো বিভিন্ন পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ন।এমন সাধারন জ্ঞান চাকুরি পরীক্ষা সহ ভর্তি যুদ্ধের জন্য অনেক গুরুতবপূর্ন এবং কাজে আসে। পশুপাখিদের সম্পর্কে বিচিত্র তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইট দেখে আসতে পারেন।

Comments are closed.

Scroll to Top