General Knowledge in Bengali – GK Questions

General Knowledge in Bengali – GK Questions

দেওয়া রইলো সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন ও উত্তর – ( General Knowledge in Bengali – GK Questions )

1. রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত
– গল্ফ
– ব‍্যাডমিন্টন
– ফুটবল
– ক্রিকেট

2. ক্যালোমেলেয় গঠন কি ?
– সীসা ও ক্লোরিন
– ক্যালসিয়াম ও ক্লোরিন
– ক্লোরিন ও সোডিয়াম
– ক্লোরিন ও পারদ

3. পৃথিবীর বৃহত্তম ন‍্যাসনাল পার্ক—
– ব্লুস্টোন
– গ্রীনস্টোন
– কাজিরাঙ্গা
– ইয়েলোস্টোন

4. জাপানে প্রায় 2000 মানুষের মৃত‍্যু ঘটেছিল——- দূষনে।
– পারদ
– আর্সেনিক
– লোহা
– সীসা

দেখে নাও – ৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট – ৯

5. বিগত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে——–ডিগ্রী সেলসিয়াস।
–  0.6
–  6.6
–  5.6
–  6

6. বিশ্বের প্রথম হিন্দি ভাষী রোবটের নাম কি
– সাক্ষী
– য়ন্তি
– মীরা
– রশ্মি

7. যখন হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, তখন কতগুলি হাইড্রোজেন ক্লোরাইড তৌরি হয় ?
– 5
– 4
– 2
– 3

8. কে মৌলিক অধিকার রদ করতে পারে?
– পার্লামেণ্ট
– সুপ্রিম কোর্ট
– কেউই নয়
– রাষ্ট্রপতি

9. চিপকো আন্দোলন শুরু হয় কত সালে
– 1977
– 1972
– 1978
– 1973

10. RITA কোন দেশের সংবাদ সংস্থা
– রাশিয়া
– মায়ানমার
– জাপান
– ইজরায়েল

11. মো (mho) কোন রাশির একক
– ধারকত্ব
– পরিবাহিতা
– রোধাঙ্ক
– রোধ

দেখে নাও – ৫০টি General Awareness in Bangla MCQ – সেট ৮

12. অগ্নিশিখা পরিক্ষীয় উজ্জ্বল কলমা-হলুদ রঙের শিক্ষা দেখা যায় ?
– ক্রিমসন
– স্ট্রোনশিয়াম
– বেরিয়াম
– সোডিয়াম

13. ইষ্ট কোষ্ট রেলপথের সদর দপ্তর
– ভূবনেশ্বর
– জব্বলপুর
– হাজিপুর
– বিলাসপুর

14. A writer’s people লিখেছেন
– অনুপম খেড়
– ভি এস নইপাল
– বিক্রম শেঠ
– ঝুম্পা লাহিড়ী

15. কোন গ‍্যাসের চাপে রুটি ফাপা হয়
– H2O2
– CO2
– N2
– O2

16. অন্তর্ধৃতি দেখাযায় নিচের কোন ধাতুতে?
– আইরন
– নিকেল
– প‍্যালাডিয়াম
– উপরের সবকটি

17. সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়?
– চারা গাছ প্রদান
– জামা কাপড় প্রদান
– সাইকেল প্রদান
– স্কুল ব‍্যাগ প্রদান

দেখে নাও – ১০০টি General Knowledge in Bangla – MCQ – সেট ৭

18. TNT হল-
– জীবানুনাশক
– কীটনাশক
– বিস্ফোরক
– সার

19. স্কিফের পরীক্ষায় নিম্নলিখিত কোনটি অ্যালডিহাইড পরীক্ষা করতে ব্যবহৃত হয় ?
– রোসালিনের জলের দ্রবণ
– স্ট্রমশিয়াম
– সালফিউরিক অ্যাসিড
– a ও c উভয়
– a b ও c

20. গ্লুকোমা মানবদেহের কোন অঙ্গের রোগ?
– চক্ষু
– নাক
– গলা
– কান

21. ওস্তাদ আলী খান কোন বাদ‍্য যন্ত্রের সঙ্গে যুক্ত?
– বাঁশি
– সানাই
– সেতার
– তবলা

22. মিশর এর সর্বোচ্চ শৃঙ্গ কি?
– কাকাবরাজি
– T মাউন্টন
– সিনাই
– কিলিমঞ্জারও

23. হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত ?
– 625.20 ℃
– 252.50 ℃
– 525.20 ℃
– 259.14 ℃

24. অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায়
– ভিটামিন-B
– ভিটামিন-C
– ভিটামিন-E
–  ভিটামিন-K

25. ভ্যানাডিয়ামের সংকেত কি ?
– Vd
– Va
– Vn
– V

26. জীব বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
– মাইক্রোবায়োলজি
– এন্টমোলজি
– ইকোলজি
– অরনিথোলজি

27. ইনভার যাদের মিশ্রণ তারা হল-
– Fe, Ca, Ni
– Fe, C, Ni
– Sn, Ni, Pb
– Sn, Pb, Fe

28. রামায়ান ইংরেজীতে অনুবাদ করেন
– আলেকজান্ডার ডপ
– ডেভিড হেয়ার
– উইলিয়াম কেরি
– উইলিয়াম জন্স

29. কমনওয়েলথ পালিত হয়
– 24 July
– 24 May
– 24 August
– 24 Jun

30. মানুষের পৌষ্টিকনালির দৈর্ঘ্য কত?
– 8–10 মিটার
– 10–12 মিটার
– 12–14 মিটার
– 5–7 মিটার

Scroll to Top