২৫টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো ২৫টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর ( General Knowledge MCQ in Bengali ) |
1. ফ্লাজেলা হলো প্যারামেসিয়াম এর গমন অঙ্গ।
– মিথ্যা
– সত্য
2. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
– লর্ড ডাফরিন
– লর্ড চেমসফোর্ড
– লর্ড কেরি
– লর্ড ক্যানিং
3. কোন বিজ্ঞানী প্রথম সাদা আলোর সাতটি বর্ণের সমষ্টি পরীক্ষা করে প্রমাণ করেন ?
– বয়েল
– চার্লস
– ম্যাক্সওয়েল
– নিউটন
4. কনুইয়ে দেখা যায় বল ও সকেট সন্ধি।
– সত্য
– মিথ্যা
5. ঝুম্পা লাহিড়ির প্রকাশিত শেষ বই কোনটি?
– The clothing of Books
– The Namesake
– In other words
– The lowland
6. অ্যামিবার গমন অঙ্গ সিলিয়া
– সত্য
– মিথ্যা
7. আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গতত্ত্ব উপস্থাপন করেছিলেন –
– ম্যাক্সওয়েল
– চার্লস
– বয়েল
– ফ্যারাডে
8. কার্বন ডাই অক্সাইড এর স্বাদ কি রকম হয়?
– তিক্ত
– আম্লীক
– ক্ষারীয়
– লবণাক্ত
9. নিম্নলিখিত কত তারিখে বঙ্গভঙ্গ আইনটি অস্তিত্বের এসেছিল?
– 16 অক্টোবর, 1905
– 12 অক্টোবর, 1905
– 25 ডিসেম্বর, 1905
– 12 সেপ্টেম্বর, 1905
10. পায়রার লেজের পালককে বলে –
– বর্বিউল
– রেকট্রিসেস
– বর্ব
– রেমিজেস
11. যে পেশী দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে তা হল –
– এক্সটেনশর
– ফ্লেক্সোর
– রোটেটর
– অ্যাডাক্টর
12. DVD এর সম্পূর্ণ অর্থ কি?
– Direct video device
– Direct video disc
– Digital video device
– Digital video disk
13. ভারতের বিপ্লববাদের জননী বলা হয় কাকে?
– মাতঙ্গিনী হাজরা
– ভিকাজি রুস্তম কামা
– ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ
– সরোজিনী নাইডু
14. মানুষের হাঁটু হলো একটি হিঞ্জ সন্ধি।
– সত্য
– মিথ্যা
15. কোন সম্পর্কটি সঠিক
– δ = i1 + i2 +A
– δ = i1 + i2 – A
– δ = A – i1 + i2
– δ = i1 – i2 + A
16. একটি ফ্লেক্সোর পেশী এর উদাহরণ হল –
– গ্লুটিয়াস ম্যাক্সিমাস
– গ্যাসট্রোকনেমিয়াস
– হ্যামস্ট্রিং
– a ও b উভয়
– কোনোটিই নয়
17. পায়রার ডানা গঠনকারী পালকের সংখ্যা হল –
– 24 টি
– 22 টি
– 23 টি
– 25 টি
18. লেন্সের রৈখিক বিবর্ধনের মান –
– 1
– > 1
– সব কটি
– < 1
19. মাছের কোন অঙ্গে রেদগ্রন্থি থাকে?
– পটকার অগ্রপ্রকোষ্ঠ
– ফুলকা
– পটকার পশ্চাদপ্রকোষ্ঠ
– মায়োটোম পেশি
20. “ভারতীয় জাতীয় কংগ্রেস”/”भारतीय राष्ट्रीय कांग्रेस” নামটি কে দিয়েছিলেন?
– জহরলাল নেহেরু
– দাদাভাই নওরোজি
– খান আবদুল গফফর খান
– উমেশচন্দ্র ব্যানার্জি
21. মানুষের একটি অ্যাডাক্টর পেশী হল ডেলটয়েড।
– মিথ্যা
– সত্য
22. এক্সটেনসর পেশী পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে যেতে সাহায্য করে।
– সত্য
– মিথ্যা
23. সূর্যাস্তের ঠিক আগে সূর্যকে উপবৃত্তাকার দেখানোর কারণ বায়ুমন্ডলে আলোর –
– প্রতিফলন
– বিশোষণ
– প্রতিসরণ
– বিচ্ছুরণ
24. কোন পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে –
– ফ্লেক্সোর পেশী
– অ্যাডাক্টর
– অ্যাবড়াক্টর
– এক্সটেনশর
25. একটি রোটেটর পেশীর উদাহরণ হল –
– পাইরিফর্মিস পেশী
– ট্রাইসেপস পেশী
– ডেলটয়েড পেশী
– লাটিসিমাস ডরসি
Comments are closed.