৫০টি সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর

৫০টি সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর

দেওয়া রইলো ৫০টি সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর ( General Knowledge MCQ in Bengali ) |

Also Check – ৫০টি জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর

1. মানুষের চক্ষু দানের সময় দাতার চোখের কোন অংশটি নেওয়া হয় ?
– লেন্স
– রেটিনা
– আইরিশ
– কর্ণিয়া

2. প্রতিটি ক্রোমোজোমে কয়টি ক্রোমাটিড থাকে?
– ৩
– ৪
– ২
– ১

3. পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে – 
– লসিকানালী
– রক্ত
– যকৃৎ
– অন্ত্র

4. হিমাটাইট কোন্ ধাতুর আকরিক? 
– লােহা
– জিংক
– তামা
– অ্যালুমিনিয়াম

5. প্রাণীদেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হল 
– স্নায়ুকোষ
– জননকোষ
– অস্থিকোষ
– রক্তকোষ

6. ১৭৬৩ খ্রি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা হয়
– ফরিদপুরে
– ঢাকায়
– রংপুরে
– রাজশাহিতে

7. হৃৎপিন্ড কোনটি দ্বারা আবৃত থাকে ?
– মায়োকার্ডিয়াম
– সেলুলোজ
– প্রোটিন
– পেরিকার্ডিয়াম

8. নিম্নের কোন ব্যাক্টেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী ?
– স্ট্যাফিলোকক্কাস
– সালমোনেল্লা
– স্ট্রেপটোকক্কাস
– ল্যাকটোব্যাসিলাস

9. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে?
– ক্যারিওকাইনেসিস
– সাইটোকাইনেসিস
– পেডোজেনেসিস
– স্পার্মাটোজেনেসিস

10. দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গরিবদের প্রভূত সাহায্য করেছে:-
– কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প
– জওহর রোজগার যোজনা
– ইন্দিরা গান্ধী গ্রামীণ গৃহনির্মাণ প্রকল্প
– জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প

11. মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায় ?
– কিউলেক্স মশা
– ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই
– সারকোপটিস মাইট
– সাইমেক্স ছারপোকা

12. HIV /AIDS ভাইরাস হল – 
– DNA ভাইরাস
– RNA ভাইরাস
– DNA অথবা RNA ভাইরাস
– DNA এবং RNA ভাইরাস

13. কোষ বিভাজনের যে দশায় বেমতন্তু গঠিত হয়:-
– মেটাফেজ
– প্রোফেজ
– টেলোফেজ
– অ্য়ানাফেজ

14. দাঁতের শক্ত এনামেলটি আসলে – 
– ক্যালসিয়াম হাইড্রক্সাইড
– ক্যালসিয়াম ফসফেট
– সোডিয়াম হাইড্রক্সাইড
– ক্যালসিয়াম অক্সাইড

15. এনভেলপ যুক্ত ভাইরাসকে বলে – 
– ক্যাপসোমিয়ার
– ব্যাকটেরিওফাজ
– লিপো ভাইরাস
– ভাইরয়েড

16. শ্রেণী বিন্যাসের জনক কাকে বলা হয় ? 
– এরিস্টটল.
– ক্যারোলাস লিনিয়াস
– থিওফ্রাস্টাস
– জন রে

17. ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন – 
– আর্থিক স্থিতাবস্থা বিঘ্নিত হলে
– যুদ্ধ শুরু হলে বা সম্ভাবনা থাকলে
– সাংবিধানিক কাঠামো বিপর্যস্ত হলে
– উপরোক্ত ঘটনাগুলির মধ্যে যে কোনো একটির ক্ষেত্রে

18. ভারতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কাজের অধিকার দেওয়া হয়েছে কতদিনের ?
– বছরে ২০০ দিন
– বছরে ৩০ দিন
– বছরে ১০০ দিন
– বছরে ৭০ দিন

19. বাংলার বাইরে নারী প্রগতি আন্দোলনের প্রসার ঘটান 
– রাজা রামমােহন রায়
– প্রীতিলতা ওয়াদ্দেদার
– বীরসালিঙ্গম
– কেশবচন্দ্র সেন

20. আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা ছিলেন:-
– মহাপদ্মনন্দ
– ধননন্দ
– শিশু শুঙ্গ
– অজাতশত্রু

21. ব্যক্তবীজী উদ্ভিদে ত্রিনিষেক ঘটার ফলে উৎপন্ন হয় – 
– শস্য
– বীজত্বক
– সাসপোষার
– ভ্রুন

22. ভারতীয় পরিকল্পনা কমিশনকে কার কাছে রিপোর্ট পেশ করতে হয়?
– প্রধানমন্ত্রী
– কেন্দ্রীয় অর্থমন্ত্রী
– গবেষণা কার্যসূচি কমিশন
– জাতীয় উন্নয়ন পরিষদ

23. নীচের কোনাে মৌলের প্রাকৃতিক আইসােটোপ নেই ?
– সােডিয়াম
– হাইড্রোজেন
– ক্লোরিন
– অক্সিজেন

24.  লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ____ দিন ।
– ১৮০
– ১২০
– ৬০
– ২৪০

25. কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয় নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিতে?
– দ্বিতীয়
– প্রথম
– তৃতীয়
– চতুর্থ

26. বহতা পরিকল্পনার (Rolling Plan ) কার্যকরী সময়কাল – 
– ১৯৭৯-৮০
– ১৯৭৮-৮০
– ১৯৮০-৮১
– ১৯৭৭-৮০

27. সদৃশ বা সম বিভাজন হল:-
– মাইটোসিস
– মিয়োসিস
– কোনোটিই নয়
– এমাইটোসিস

28. রেট্রোভাইরাসে RNA থেকেDNA উৎপন্ন হয় – 
– RNA পলিমারেজ দ্বারা
– রিভার্স ট্রান্সক্রিপশন দ্বারা
– DNA পলিমারেজ দ্বারা
– এন্ডোনিউক্লয়েজ দ্বারা

29. নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোনটিতে সবথেকে বেশি পরিমানে তামা ( Copper ) রয়েছে ?
– পেতল ( Brass )
– কাঁসা ( Bronze )
– জার্মান সিলভার
– ডেল্টা ধাতু

30. কে শিবাজীকে দস্যু সর্দার এবং তাঁর রাজ্যকে দস্যু রাজ্য বলে অভিহিত করেছেন ? 
– উইলিয়াম ফিঞ্চ
– কাফি খাঁ
– ভিনসেন্ট স্মিথ
– রমেশ চন্দ্র মজুমদার

31. ১০০ ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে ?
– ২০ ml
– ৩০ ml
– ১০ ml
– ৪০ ml

32. ভারতে পরিকল্পনা খাতে ব্যয়িত অর্থের মূল উৎস – 
– আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে গৃহীত ঋণ
– অভ্যন্তরীণ ঋণ ও অন্যান্য পুঁজি
– ভারতে অর্জিত বিদেশি মুদ্রা সঞ্চয়
– কনসোলিডেটেড ও কন্টিজেন্সি ফান্ডে রক্ষিত অর্থ

33. আলু হল মৃদ্গত:-
– ফল
– পাতা
– মূল
– কান্ড

34. “প্ল্যান হলিডে” বা পরিকল্পনা বিরতি বলা হয় কোন সময়কে?
– ১৯৯০-৯২
– ১৯৭৭-৭৮
– ১৯৬৬-৬৯
– ১৯৯৬-৯৭

35. মাইটোসিস কোষ বিভাজনের অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা হয় মাতৃকোষের – 
– ওপরের কোনোটিই নয়
– অর্ধেক
– দ্বিগুন
– সমান

36. ‘দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার’ বলা হয় কোন্ অঞ্চলকে ?
– কন্যাকুমারী
– থাঞ্জাভুর
– চেন্নাই
– করমণ্ডল উপকূল

37. জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট – 
– উদ্ভিদের সালোকসংশ্লেষের সঙ্গে
– উদ্ভিদের উৎসেচক পরিবহনের সঙ্গে
– উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে
– উদ্ভিদের উৎপাদিত খাদ্যের সংগ্রহশালা

38. একজন মহিলা তার এক্স-ক্রোমোজোম পান – 
– শুধুমাত্র মাতার কাছ থেকে
– পিতা-মাতা উভয়ের কাছ থেকে
– পিতা অথবা মাতার কাছ থেকে
– শুধুমাত্র পিতার কাছ থেকে

39. মানুষের দুধ-দাঁতের সংখ্যা – 
– ২৮ টি
– ২০ টি
– ১২ টি
– ২৯ টি

40. রাষ্ট্রপুঞ্জ কত সালে “মানব উন্নয়ন সূচক ( HDI )” -এর ধারণা প্রবর্তন করেন?
– ১৯৯৪
– ১৯৯২
– ১৯৯৮
– ১৯৯০

41. ক্যাপার্ট (CAPART ) হল – 
– রপ্তানি বৃদ্ধির জন্য পরামর্শ পরিষেবা
– গ্রামীণ কল্যাণকর কর্মসূচিকে সাহায্য ও মূল্যায়ন করা
– বড়োশিল্পগুলির দূষণ নিয়ন্ত্রণ
– কম্পিউটারের হার্ডওয়্যার

42. মুদ্রারাক্ষস কে লিখেছেন ?
– বরাহমিহির
– বাৎস্যায়ন
– বিশাখদত্ত
– বিষ্ণু শর্মা

43. ‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত?
– মহাত্মা গান্ধী
– খান আবদুল গাফফার খান
– মোহাম্মদ আলী জিন্নাহ
– মওলানা আজাদ

44. মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে ?
– লিভার
– অন্ত্র
– স্কিন
– অগ্ন্যাশয়

45. “Leishmania donovani” – এর অন্তর্বর্তী পোষক – 
– বালু মাছি
– সেটসি মাছি
– এনোফিলিস মশা
– ড্রাগন মাছি

46. ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরির কারখানাটি কোথায় অবস্থিত ?
– গাংপুরে
– ধানবাদে
– সিন্ধ্রিতে
– টুন্ডুতে

47. কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক ( state -symbol ) ?
– মেছো বিড়াল ( Fishing Cat )
– একশৃঙ্গ গন্ডার (One -horned Rhino )
– কাঠবিড়ালী ( Squirrel )
– চড়ুইপাখি ( House Sparrow )

48. একটি উপকারী ভাইরাস হল – 
– HIV ভাইরাস
– ব্যাকটেরিওফাজ
– ভ্যারিওলা
– টোম্যাটো বুসি ভাইরাস

49. নিম্নলিখিত লবণগুলির মধ্যে জলে কোনটির উপস্থিতিতে  “Blue Baby Syndrome” দেখা যায় ?
– কার্বনেট
– ক্লোরাইড
– নাইট্র্রেট
– সালফেট

50. গুপ্ত পরবর্তী যুগে কার নেতৃত্বে বৃহত্তর হিন্দু রাজ্য গড়ে ওঠে ?
– শঙ্কর বর্মন
– জয়াপীড়
– ললিতাদিত্য মুক্তাপীড়
– অবন্তী বর্মন

 

1 thought on “৫০টি সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর”

Comments are closed.

Scroll to Top