General Knowledge MCQ in Bangla – Practice Set

General Knowledge MCQ in Bangla – Practice Set

২৫টি General Knowledge MCQ in Bangla এর একটি প্রাকটিস সেট দেওয়া রইলো ।

1. গ্র্যামি পুরস্কার কিসের সঙ্গে যুক্ত?
– নাটক
– সঙ্গীত
– চলচ্চিত্র
– সাহিত্য

 দেখে নাওGeneral Awareness Bengali Practice Set – 19

2. রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল হল?
– 3 বছর
– 4 বছর
– 5 বছর
– 6 বছর

3. নকআউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
– ক্রিকেট
– বক্সিং
– বাস্কেটবল
– ফুটবল

4. অর্থবিল পেশ করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা কার কাছে রয়েছে?
– রাষ্ট্রপতি
– লোকসভার
– রাজ্যসভা
– অর্থমন্ত্রী

5. কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে?
– দেবপাল
– বল্লাল সেন
– আকবর
– ধর্মপাল

6. রেডক্রস কত সালে প্রতিষ্ঠিত হয়?
– 1860
– 1862
– 1863
– 1870

 দেখে নাও – WBCS বিগত বছরের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

7. কে কুতুবমিনার নির্মাণ কাজ সমাপ্ত করে?
– কুতুবউদ্দিন আইবক
– আকবর
– ফিরোজ শাহ তুঘলক
– ইলতুৎমিস

8. ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত?
– তুরা
– নামচা বারওয়া
– কলসুবাই
– লুসাই

9. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভায় দুইজন ইঙ্গ ভারতীয় সদস্য হিসেবে মনোনীত হন?
– 331
– 278
– 380
– 355

10. 1 অশ্ব ওয়াট= কত ওয়াট?
– 764
– 476
– 746
– 846

11. সার্ক কত সালে গঠিত হয়?
– 1975
– 1948
– 1960
– 1985

 দেখে নাও – Mixed General Knowledge Set in Bengali – Set 18

12. ভারতের প্রথম স্পিকার কে ছিলেন?
– গণেশ বাসুদেব মাভলঙ্কার
– স্যার আশুতোষ মুখার্জী
– সুকুমার সেন
– কোনোটিই নয়

13. ফুটবল খেলার মাঠে গোল পোস্ট এর মধ্যে দূরত্ব কত?
– 22 ফুট
– 24 ফুট
– 26 ফুট
– 28 ফুট

14. ভারতের সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
– দক্ষিণ আফ্রিকা
– আমেরিকা
– কানাডা
– আয়ারল্যান্ড

15. ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল?
– সাঁচি
– বুদ্ধগয়া
– সারনাথ
– কেনারক

16. গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
– জামশেদপুর
– কটক
– বেঙ্গালোর
– কানপুর

17. রাজ্যসভায় মোট কতজন সদস্য কে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন?
– 2 জন
– 10 জন
– 12 জন
– 8 জন

 দেখে নাও – সাধারণ জ্ঞানের ৩৩টি ছোট প্রশ্ন ও উত্তর – সেট ১৭

18. ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়?
– হায়দ্রাবাদ
– জয়পুর
– বেঙ্গালুরু
– কেরালা

19. হিমালয় হল একটি – 
– স্তুপ পর্বত
– ভঙ্গিল পর্বত
– অবশিষ্ট পর্বত

20. কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন?
– বিজয় হাজারে
– সি কে নাইডু
– লালা অমরনাথ
– বিজয় মার্চেন্ট

21. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে?
– মেদিনীপুর
– মুর্শিদাবাদ
– বীরভূম
– পুরুলিয়া

22. “Waiting for the Mahatma” বইটির লেখক কে?
– আর কে নারায়ন
– জহরলাল নেহেরু
– সালমান রুশদি
– শ্রী অরবিন্দ

23. ভারতের সংবিধানের মোট কত প্রকার জরুরি অবস্থা উল্লেখ আছে?
– 1
– 2
– 3
– 4

24. কোন খেলার সঙ্গে আগাখান কাপ জড়িত ?
– ব্যাডমিন্টন
– হকি
– পোলো
– টেনিস

25. সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে 14 বছরের কম বয়সী কোন শিশুকে কারখানায় বা অন্য কোন বিপদজনক কাজে নিয়োগ করা উচিত নয়?
– 17 ধরা
– 24 ধারা
– 45 ধারা
– 368 ধরা

 দেখে নাও – ১০০ টি জেনারেল নলেজ GK প্রশ্ন ও উত্তর

Comments are closed.

Scroll to Top